/indian-express-bangla/media/media_files/2025/10/25/wefwerwe-2025-10-25-17-09-49.jpg)
শেষ পোস্ট
Satish Shah Demise: সতীশ শাহ, তাঁর নামের সঙ্গে আজও ওতপ্রতোভাবে জড়িত সেই কালজয়ী মেগা সারাভাই ভার্সেস সারাভাই। এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল তাঁকে। এরপর একাধিক সিরিয়াল, সিনেমায় সতীশের অভিনয় বারবার দর্শকের দিল জিতে নিয়েছে। ২৫ অক্টোবর শনিবার প্রবীণ অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টিনসেলটাউনে। তাঁর বন্ধু ও সহকর্মী জনি লিভার, অশোক পণ্ডিত সোশ্যাল মিডিয়ায় সতীশের মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোকজ্ঞাপন করেছেন। সতীশ শাহর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর শেষ পোস্ট। প্রয়াত অভিনেতা শাম্মি কপূরের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন।
Happy B’day dearest Shammi ji. You are always around for me. pic.twitter.com/MHRinPl6ul
— satish shah🇮🇳 (@sats45) October 24, 2025
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শাম্মি কাপুর এবং গোবিন্দর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা প্রিয় শাম্মি জি। আপনি সবসময়ই আমার আশেপাশে আছেন।' যদিও শাম্মি কপূরের সঙ্গে সতীশের কাজের সুযোগ খুব বেশি হয়নি তবে গোবিন্দার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। দু’জন একসঙ্গে অভিনয় করেছেন 'Hero No. 1', 'Ghar Ghar Ki Kahani' এবং 'Sandwich' ছবিতে। উল্লেখ্য, 'Sandwich'-এ ত্রিলোকচাঁদের চরিত্রে শাম্মি কাপুর অভিনয় করেছিলেন।
'Jaane Bhi Do Yaaro', 'Main Hoon Na', 'Khichdi: The Movie', 'Fanaa', 'Mujhse Shaadi Karogi' এবং 'Kal Ho Naa Ho'–এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করার পাশাপাশি সতীশ শাহ ভারতীয় টেলিভিশন জগতে কমেডি চরিত্রে অভিনয়ের জন্যও বিশেষভাবে পরিচিত ছিলেন। 'Ghar Jamai', 'Yeh Jo Hai Zindagi' এবং 'Sarabhai vs Sarabhai'–র মতো জনপ্রিয় ধারাবাহিক তাঁকে দেশের অন্যতম শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে 'Yeh Jo Hai Zindagi' ধারাবাহিকে প্রতিটি পর্বে আলাদা চরিত্রে তাঁর অভিনয় শো-টিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।
আরও পড়ুন 'আবার ফিরে আসুন...', পীযূষের মর্মান্তিক মৃত্যুর ১০ বছর পর স্মৃতিমেদুর সহ অভিনেত্রী মৈত্রেয়ী
প্রসঙ্গত, প্রয়াত বন্ধু-অভিনেতা সতীশের ছবি শেয়ার করে পরিচালক অশোক পণ্ডিত লিখেছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় বন্ধু এবং প্রতিভাবান অভিনেতা সতীশ শাহ কিডনি বিকলের কারণে কয়েক ঘণ্টা আগে প্রয়াত হয়েছেন। তাকে তড়িঘড়ি হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এটি আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক বিরাট ক্ষতি। ওম শান্তি। তাঁর দেহ ব্যান্দ্রার বাসভবনে আনা হবে। শেষকৃত্যের বিষয়ে পরে জানাব। এটি আমাদের শিল্পজগতের জন্য এক বিশাল ক্ষতি। আমি সতীশের সঙ্গে অনেক কাজ করেছি। তিনি অসাধারণ একজন মানুষ।”
আরও পড়ুন মধ্যরাতে বেপরোয়া গাড়ির গতি, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পথচারী, দিব্যার বিরুদ্ধে দায়ের FIR
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us