/indian-express-bangla/media/media_files/2025/10/25/ami-2025-10-25-17-20-58.jpg)
বিগ বি-র চুল কাটার সময়....
Amitabh Bachchan-angry young man look: আলিম হাকিম, ভারতীয় সিনেমার অন্যতম নামজাদা হেয়ারস্টাইলিস্ট। রজনীকান্ত থেকে শাহরুখ খান, রণবীর কাপুর, হৃত্বিক রোশনের মতো তাবড় তারকাদের লুকের নেপথ্যে রয়েছে তাঁরই সৃজনশীল মস্তিষ্ক। আলিম এমন এক পরিবার থেকে এসেছেন যার শিকড় হেয়ারস্টাইলিং শিল্পের সঙ্গে গভীরভাবে যুক্ত। বাবা হাকিম কাইরানভি ছিলেন সেই সময়ের এক কিংবদন্তি হেয়ারস্টাইলিস্ট এবং সাতের দশকে অমিতাভ বচ্চনের আইকনিক হেয়ারস্টাইলের কারিগর। SCREEN-এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে আলিম তাঁর বাবা ও অমিতাভ বচ্চনের এক অজানা গল্প শেয়ার করেন।
তিনি বলেন, 'আমার বাবার কোলাবরেশন বচ্চন স্যারের সঙ্গে শুরু হয়েছিল তাঁর প্রথম ছবির পর থেকেই। সাত হিন্দুস্তানির পর যা যা কাজ তিনি করেছেন সবই আমার বাবা করেছেন। রেশমা অউর শেরা ছিল অমিতজির দ্বিতীয় ছবি সেখানে ছিলেন সুনীল দত্ত। তিনিও আমার বাবার ক্লায়েন্ট ছিলেন। দত্ত স্যারই আমার বাবাকে অমিতজির সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন থেকেই তাঁদের কোলাবরেশন শুরু হয় এবং অনেক বছর পর্যন্ত সেটি ছিল। আপনি যেসব জনপ্রিয় হেয়ারস্টাইল দেখেন শোলে, জঞ্জির, ডন, অমর অকবর অ্যান্টনি, দিওয়ার—সব জায়গায়ই আমার বাবার হাতের ছোঁয়া আছে।'
আরও পড়ুন 'যেমন প্রতিভাবান ঠিক তেমনই অমায়িক', অমিতাভের জন্মদিনে স্মৃতিমেদুর 'গৌরী' রচনা
কাজের মধ্যেই তাঁর বাবার জীবনের শেষ মুহূর্ত কেটে গিয়েছিল। আলিম এক আবেগঘন স্মৃতি শেয়ার করে বলেন, 'আমার বাবা নিজের জীবনের শেষ হেয়ারকাটটাই করেছিলেন অমিতজির জন্য। তিনি যখন তাঁর চুল কাটছিলেন ঠিক তখনই হৃদরোগে আক্রান্ত হন। এটা ঘটেছিল মাইসোরে ‘মর্দ’ ছবির শুটিং চলাকালীন। তখন তিনি কন্টিনিউটি হেয়ারকাট করছিলেন। আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। পরদিনই তিনি মারা যান।'
আরও পড়ুন অমিতাভের জায়গায় সঞ্চালকের আসনে সুনীল গ্রোভার, আচমকা কী ঘটল KBC-এর সেটে?
আলিম বাবা সেই সময়ের প্রায় সব বড় তারকার সঙ্গেই কাজ করেছেন। তাঁর কথায়, 'আমার বাবা সবার সঙ্গে কাজ করেছেন। দিলীপ কুমার, শত্রুঘ্ন সিনহা, জিতেন্দ্র সহ আরও অনেকেই। ছয় থেকে আটের দশকের যত বড় তারকা ছিলেন সবাই ওঁর ক্লায়েন্ট। শুধু ভারতীয় তারকাই নয়, আন্তর্জাতিক তারকারাও ভারতে এলে আমার বাবার কাছেই চুল কাটাতেন। ব্রুস লি, রিচার্ড হ্যারিস, মোহাম্মদ আলি, এমনকি ইংল্যান্ডের ক্রিকেটার টনি গ্রেগ সবাই তাঁর হাতে হেয়ারকাট করিয়েছেন।' বর্তমানে আলিম হাকিম কাজ করছেন একাধিক বড় প্রোজেক্টে। সেই তালিকায় রয়েছে শাহরুখ খানের ‘King’, রণবীর কাপুরের ‘Love and War’, এবং এস. এস. রাজামৌলির মহেশ বাবুকে নিয়ে আসন্ন ছবিও।
আরও পড়ুন 'দেবী চৌধুরানী'-কে শুভেচ্ছা অমিতাভের, উচ্ছ্বাসের সঙ্গে শুভ্রজিৎ বললেন 'বুম্বাদার জন্যই...'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us