/indian-express-bangla/media/media_files/2025/10/28/cats-2025-10-28-15-45-47.jpg)
গানে গানে সতীশ স্মরণ
Sonu Nigam-Madhu Shah Song: ২৫ অক্টোবর চিরঘুমের দেশে পাড়ি দেন 'কমেডি কিং' সতীশ শাহ। তাঁর অকাল প্রয়াণে বিনোদুনিয়ায় আছড়ে পড়েছে শোক। ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে সহ অভিনেতা-অভিনেত্রী, প্রিয়জনেরা সতীশের প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছেন। রবিবার সতীশের শেষ যাত্রায় উপস্থিত ছিলেন শুভানুধ্যায়ীরা। চোখের জলে চিরবিদায় জানিয়েছেন প্রত্যেকে। সারাভাই ভার্সেস সারাভাই খ্যাত সতীশের বিদায়বেলায় এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত সদস্যরা টাইটেল ট্র্যাক গেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। মৃত্যুর দু'দিন পর শোকসভার আয়োজন করা হয়েছিল। বলিউড ও টেলিভিশন জগতের প্রায় সকলেই এক ছাদের নিচে জড়ো হয়েছিলেন। মুম্বইয়ে জুহুর জলারাম হলে আয়োজিত হয়েছিল এই প্রার্থনাসভা, যেখানে সতীশ শাহের সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা। সেখানে সোনু নিগমের সঙ্গে সতীশের স্মৃতিতে কণ্ঠ মেলালেন স্ত্রী মধু শাহ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই আবেগপ্রবণ মুহূর্ত। যেখানে দেখা যাচ্ছে, প্রয়াত অভিনেতা সতীশ শাহর স্ত্রীকে সকলে হাত ধরে সভাগৃহে নিয়ে আসছেন। স্বামীর প্রয়াণে চোখ-মুখ একেবারে ফ্যাকাসে। প্রার্থনা সভায় গায়ক সোনু নিগমের সঙ্গে মৃদুস্বরে কণ্ঠ মেলালেন মধু শাহ। মহাম্মদ রফির অমর গান ‘তেরে মেরে সপনে’ গেয়ে মন ছুঁয়ে যাওয়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সোনু। মধু শাহর মুখের সামনে মাইক ধরলে তিনি দু-এক কলি গেয়েছেন যা দেখে চোখে জল নেটনাগরিকদের। সতীশ শাহ গান খুবই ভালসবাসতেন। তাই গানে গানে যেমন তাঁকে বিদায় জানানো হয়েছে, প্রার্থনা সভাতেও তাঁর স্মৃতিতে গান গেয়েছেন প্রত্যেকে।
আরও পড়ুন পঞ্চভূতে বিলীন দেহ, গানে গানে 'কমেডি কিং' সতীশকে চিরবিদায় টিম 'সারাভাই ভার্সেস সারাভাই'-এর
এই আবেগঘন ভিডিও দেখে এক ভক্ত লিখেছেন, 'জীবনকে যেভাবে আমরা উদযাপন করি মৃত্যুর পরও যেন তেমনভাবেই…কী অসাধারণ জীবন কাটিয়েছেন সতীশজি '। অপর এক নেটিজেন মন্তব্য করেছেন, 'এটা দেখা সত্যিই কষ্টকর। ঈশ্বর, দয়া করে ওনাকে (মধুকে) শক্তি দিন।' সারাভাই ভার্সেস সারাভাইয়ের প্রযোজক জে. ডি. মাজেঠিয়া লিখেছেন, 'আমাদের প্রিয় সতীশ শাহের স্মৃতিতে আজ আমরা একত্র হয়েছি। এমন এক মানুষকে স্মরণ করতে যাঁর অভিনয় অসংখ্য হৃদয় ছুঁয়ে গিয়েছে, বহু মানুষকে অনুপ্রাণিত করেছে, এবং চলচ্চিত্রজগতে এনেছে সৌন্দর্য ও সৃষ্টিশীলতা।'
আরও পড়ুন মৃত্যুর দু-ঘণ্টা আগেও ফোন-মেসেজ! শেষ মুহূর্তে কাদের সঙ্গে কথা হয়েছিল 'কমেডি কিং' সতীশের?
উল্লেখ্য, সতাীশ শাহর প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা যেমন রাকেশ রোশন, ডেভিড ধাওয়ান, শত্রুঘ্ন সিনহা, জনি লিভার, পুনম ঢিলোঁ, পদ্মিনী কোলাহাপুরী সহ আরও অনেকে। সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অভিনেতা–প্রযোজক জে. ডি. মজেঠিয়া বলেন, 'আমরা সমস্ত ধর্মীয় আচার সম্পন্ন করেছি কিন্তু আজ আমরা সতীশজির জীবনকে উদযাপন করতে চাই। তিনি যে গানগুলো ভালবাসতেন আজ আমরা তাঁর স্মৃতিকে সেগুলোই গাইছি। সতীশ শাহ চেয়েছিলেন, হাসি-আনন্দে ভরা জীবনের প্রতিচ্ছবি হিসেবে তাঁকে যেন আমরা চিরদিন মনে রাখি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

 Follow Us
 Follow Us