আবারও অমিতাভের ভূমিকায় হৃতিক, এবার 'সত্তে পে সত্তা'

Hrithik Roshan, Satte Pe Satta, Bollywood: আশির দশকের ছবির রিমেকের কথা জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল ছবির নায়কের ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে।

Hrithik Roshan, Satte Pe Satta, Bollywood: আশির দশকের ছবির রিমেকের কথা জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল ছবির নায়কের ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে।

author-image
IE Bangla Web Desk
New Update
satte pe satta remake hrithik roshan to play amitabh bachchans role

ছবি: অভিনেতাদের ফেসবুক পেজ থেকে

Bollywood, Hrithik Roshan, Satte Pe Satta: অগ্নিপথ-এর পরে আবারও অমিতাভের চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। আশির দশকের জনপ্রিয় হিন্দি ছবি সত্তে পে সত্তা-র রিমেক হতে চলেছে, সেকথা ইতিমধ্যে জেনে গিয়েছেন বলিউড ফ্যানেরা। সেই ছবিতেই অমিতাভ বচ্চনের ডবল রোলে অভিনয় করবেন হৃতিক রোশন।

Advertisment

মাসখানেক আগে যখন প্রথম এই রিমেক-এর কথা সামনে এসে, তখনও ঠিক ছিল না নায়কের ভূমিকায় কোন তারকাকে দেখা যাবে। এই নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, সত্তে পে সত্তা ইউনিটের ঘনিষ্ঠ একটি সূত্রের খবর, এই ছবিতে হৃতিক রোশনকেই দেখা যাবে সাত ভাইয়ের বড় ভাই হিসেবে।

আরও পড়ুন: বাড়িতে বিপত্তারিণী পুজো করলেন বিপাশা-করণ

Advertisment

আশির দশকের মূল ছবিটি পরিচালনা করেছিলেন রাজ সিপ্পি। নতুন ছবিটি পরিচালনা করছেন ফারহা খান ও ছবির প্রযোজক রোহিত শেট্টি। পুরনো ছবিটিতে ছিলেন হেমা মালিনী, শক্তি কাপুর, পেন্টাল, আমজাদ খান, কানওয়ালজিৎ সিং প্রমুখ। নতুন ছবিতে অন্যান্য চরিত্রে কোন কোন অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ফিরছেন গাইতোন্ডে

ছবির শুটিং কবে শুরু হবে এবং কবে সম্ভাব্য মুক্তির তারিখ, সেই বিষয়েও এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। হৃতিক আপাতত ব্যস্ত সুপার থার্টি-র প্রচারে। আগামী শুক্রবার ১২ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি। পরিচালক বিকাশ বহেলের এই ছবিটি একটি বায়োপিক। গণিতজ্ঞ আনন্দ কুমারের 'সুপার থার্টি' প্রজেক্ট অবলম্বনেই তৈরি হয়েছে এই ছবি।

bollywood amitabh bachchan Hrithik Roshan