Satyajit Ray Birthday: 'প্রিয় মিস্টার ঘোষ, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি মন কোনও সংস্থার মালিক নই যেখানে আপনাকে কোনও সুযোগ দিতে পারব। অর্থের বিনিময়ে প্রযোজকদের জন্য একজন পরিচালক হিসেবে কাজ করি। নিজের স্ক্রিনপ্লে নিজেই লিখি। আর একজন এডিটর আছে। আপনাকে সাহায্য করার মতো কোনও সামর্থ আমার নেই। সেই জন্য আরও একবার দুঃখপ্রকাশ করছি। চিঠির শেষে লিখেছিলেন, আপনার অনুগত, সত্যজিৎ রায়।' প্রয়াত কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের লেখা চিঠি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কাকে মিস্টার ঘোষ বলে সম্বোধন করেছিলেন জানেন?
তিনি বর্তমান প্রজন্মের অন্যতম সেরা বাঙালি পরিচালক সুজয় ঘোষ। চিঠিটা লিখেছিলেন ১৯৮৯ সালের ৫ অগাস্ট। আজ সেই চিঠিটা সকলের সামনে। কারণ ২ মে সত্যজিৎ রায়ের জন্মদিন। আর এই দিনটায় পরিচালক সুজয় ঘোষ সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সযত্নে তুলে রাখা সেই চিঠির একটি ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। প্রত্যাখ্যাত হয়েছিলেন, তবুও তাঁর প্রতি শ্রদ্ধা অটুট সুজয়ের।
স্মৃতিচারণা করে জীবনের বিশেষ গল্প সকলের সঙ্গে শেয়ার করে লিখেছেন, 'বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করার পর একটা প্রত্যাখ্যানের গল্প বলি। বাকি পাঁচজনরে মতো আমিও বুঝিনি কী করা উচিত বা কী করা উচিত নয়। আমি শুধু জানতাম যে আমি তাঁর সিনেমা, চিত্রনাট্য লেখা আর গল্প বলার ধরণ পছন্দ করি। একটি চিঠিতে তাঁকে লিখেছিলাম, আমি যেকোনও কাজ করতে ইচ্ছুক। তিনি যদি আমাকে ছবি আঁকা শেখান তাতেও আমি খুশি। বেশ এলোমেলো এবং বোকা চিঠি। তবুও তিনি উত্তর দিলেন।'
আরও পড়ুন: উত্তমের সঙ্গে কাজের সুখ ২৫ বছরের কেরিয়ারে পাননি, 'নায়ক'-এ কেন তৃপ্ত সত্যজিৎ রায়?
ওই কথাগুলো লিখেছিলেন কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়। যে ছবিটি কাহানি খ্যাত পরিচালক সুজয় ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। লেজেন্ডারি পরিচালকের জন্মদিনে সুজয় আরও লেখেন, 'এটা ১৯৮৯ সালের ঘটনা। এখনও আমি এই চিঠিটা পড়ি। এটা আমার প্রথম প্রত্যাখ্যান। তবুও সেটা আমার কাছে বিশেষ উপহার যা নিয়ে আমি আজও গর্ববোধ করি। একটি বোকা চিঠির উত্তর দেওয়ার জন্য তিনি সময় বের করেছিলেন। চলচ্চিত্র জগতে আমার দেখা সেরা নায়ক ও শিক্ষক তিনি।' সেই জন্য আজও সত্যজিৎ রায়ের নিজের হাতে লেখা চিঠির শেষে সইটাকে যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছেন।
আরও পড়ুন: 'পাঁচদিন আগেও কথা হল', টলিপাড়ার 'দাদু'-র প্রয়াণে শোকস্তব্ধ কৌশিক! মন খারাপ শ্রুতি-রাহুলের