Saurabh Shukla On Raid 2 Exclusive: আগে সিনেমা হিট হয় তারপর চরিত্রগুলো মানুষের পছন্দ হয়: সৌরভ শুক্লা

Raid 2: ১ মে মুক্তি পেয়েছে রেইড ২। মুক্তির পর দর্শকমহলে ভালই সাড়া ফেলেছে ছবিটি। নতুন ছবি আর রেইড ২-এর চরিত্র নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বললেন বলিউডের বিশিষ্ট অভিনেতা সৌরভ শুক্লা।

Raid 2: ১ মে মুক্তি পেয়েছে রেইড ২। মুক্তির পর দর্শকমহলে ভালই সাড়া ফেলেছে ছবিটি। নতুন ছবি আর রেইড ২-এর চরিত্র নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বললেন বলিউডের বিশিষ্ট অভিনেতা সৌরভ শুক্লা।

author-image
Kasturi Kundu
New Update
রেইড খুব ভাল সিনেমা, রেইড ২-ও খুব ভাল

রেইড খুব ভাল সিনেমা, রেইড ২-ও খুব ভাল : সৌরভ শুক্লা

'রেইড' নাকি 'রেইড ২' আপনার কাছে স্পেশাল কোনটা?

Advertisment

আমার জন্য দুটোই স্পেশাল। কারণ দুটি ছবিতেই আমি অভিনয় করেছি। 'রেইড ২' সদ্যই রিলিজ করেছে। এখনও পর্যন্ত দর্শকের ভাল প্রতিক্রিয়া। আগামীতে দর্শকের আরও ভাল রিভিউ পাই কিনা তার জন্য অপেক্ষায় আছি। দর্শকের রায় আমার জন্য সবসময়ই ভীষণ স্পেশাল।

'রেইড ২' থেকে কতটা আশাবাদী?

'রেইড' আর 'রেইড ২' দুটিতেই আমার চরিত্রটা কিন্তু এক। তবে 'রেইড ২'-তে নতুন মোড়কে নয়া আন্দাজে দর্শক আমাকে দেখছে। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী আমার চরিত্রের ধরনটা বদলেছে। আমি আশাবাদী এবারেও দর্শক আমাকে পছন্দ করবে। তবে আমার মতে, একটি চরিত্র হিট হওয়ার আগে সিনেমাটা হিট হয়। তারপর মানুষ চরিত্রগুলো নিয়ে কাটাছেঁড়া করে। 'রেইড' খুব ভাল সিনেমা তাই সাফল্য পেয়েছিল। 'রেইড ২'-ও খুব ভাল। তাই এটাও সফল হবে বলে আমার বিশ্বাস।

Advertisment

'কাল্লু মামা' চরিত্রটা তো সুপারহিট। এটা যেন সৌরভ শুক্লার দ্বিতীয় পরিচয়...

হ্যাঁ, সেটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলেছেন। কিন্তু,  আমার চরিত্রটা ফেমাস হওয়ার আগে তো 'সত্য'  সিনেমাটা হিট হয়েছে। তারপর আমি সকলের কাছে 'কাল্লু মাামা' হিসেবে জনপ্রিয়তা পেয়েছি। একটা সিনেমা যখন হিট হয় তখন মানুষ সেটা বারবার দেখে। ফলে চরিত্রগুলো তাঁদের কাছে প্রিয় হয়ে যায়। ঠিক যেভাবে 'কাল্লু মামা' হিসেবে আজও আমাকে প্রত্য়েকে ভালবাসেন। এটা  ভুললে গেলে চলবে না, সিনেমার মাধ্যমেই চরিত্রগুলো দর্শকের কাছে পৌঁছায়। তারপরই তাঁরা লাইমলাইটে আসেন।

'রেইড' বা 'রেইড ২'-তে অভিনয়ের পর মনে হয় বাস্তবে রাজনীতির প্রতিটি প্রতিটি ক্ষেত্রে সেই দুর্নীতি জড়িয়ে?

দুর্নীতি তো চারিদিকেই আছে। কিন্তু, আমরা যে সমাজে বাস করি সেখানে কিছু নিয়ম জারি করে সেই দুর্নীতি রোধের চেষ্টা করি। দুর্নীতি যে শুধু রাজনীতিতে আছে এমন কিন্তু নয়। যে মানুষ কোরাপ্টেড সে তো দুর্নীতি করবেই। সিনেমার সূত্র ধরে বললে, 'ট্যাক্স'-দেওয়ার ক্ষেত্রে অনেকেই আছেন যাঁরা প্রচুর টাকা উপার্জন করছেন কিন্তু, কর দিচ্ছেন না। যে কোনও পেশাতেই এই ধরনের মানুষ থাকে। তাই শুধু নেতা-মন্ত্রী বা রাজনীতির দিকে আঙুল তোলা উচিত নয় বলে আমার ব্যক্তিগত মত।

বলিউডে কোরাপশন আছে? এখন কাজের ধরন বদলেছে?

আপনি যে সোসাইটিতে থাকেন সেখানে এই জিনিসগুলো আছে? যদি থেকে থাকে বা চারপাশের কিছু বদল হয়ে থাকে তাহলে এখানেও তাই। কারণ আমরাও তো সোসাইটিরই অংশ। আমার তো মনে হয় যে কোনও ক্ষেত্রে পরিবর্তনটা ভীষণ গুরুত্বপূর্ণ। তা সে সমাজ হোক বা ব্যক্তিগতজীবন কিংবা কোনও ইন্ডাস্ট্রি। 

দীর্ঘ দিনের কেরিয়ারে অনেক ছবিতে কাজ করেছেন। সিনিয়র স্টার হিসেবে শুটিং সেটে আপনার মতামত কতটা গুরুত্বপূর্ণ?

সিনেমা একটা টিম ওয়ার্ক। একজনের পক্ষে কোনওদিনই একটা ছবি তৈরি করা সম্ভব নয়। লেখক, পরিচালক, সিনেমাটোগ্রাফার সহ বহহু লোক একটি সিনেমার সঙ্গে জড়িয়ে থাকে। প্রত্যেকের ভূমিকা গুরুত্বপূর্ণ। কাজ করতে গিয়ে যদি কখনও আমার কোনও বিষয়ে মত প্রকাশ করার প্রয়োজন আছে মনে হয় তখন নিশ্চয়ই করি। পরিচালকের সঙ্গে আলোচনা করি। যদি সেটা তাঁর ঠিক মনে হয় তখন সেটা সিনেমায় অন্তর্ভুক্ত করা হয়। 
আসলে 'আর্ট' ভীষণ সুক্ষ একটা জিনিস। সিনেমা তো একটা 'আর্ট', তাই  সকলের মিলিত প্রচেষ্টাতেই একটা সুন্দর 'আর্টওয়ার্ক' সম্ভব।

রিয়্যালিস্টিক চরিত্রে অভিনয় করতে ভালবাসেন নাকি এই ধরনের চরিত্রের জন্য সৌরভ শুক্লাকে পরিচালকের বেশি পছন্দ?

ব্যক্তিগতভাবে আমি এই ধরনের চরিত্র সত্যিই খুব পছন্দ করি। যখন আমি রিয়ালিস্টিক কোন কাহিনি দেখি সেটা এনজয় করি। যে জিনিসটা আমাকে আনন্দ দেয় সেটার উপর কাজ করতেও ভাল লাগে। অন্য ধরনের চরিত্রেরও প্রস্তাব আসে। আমি ছকভাঙা  চরিত্রে অভিনয়ও করেছি। কিন্তু, রিলেলিজম-টা আমি উপভোগ করি। 

সলমনের সঙ্গে কিক-এর শুটিংয়ে কোনও সমস্যার সম্মুখীন হয়েছিলেন? 

না, বিষয়টাকে সেই সময় যেভাবে উপস্থাপন করা হয়েছিল আদতে সেটা ঘটেনি। আসলে বড় কোন স্টার সেটে  থাকলে সবাই একটু সাবধানী হয়ে যায়। তাঁর কোনটা ভাল লাগছে খারাপ লাগছে সেটা নিয়ে সতর্ক থাকে। আর সেটে তখন একজন অল্পবয়সী ছেলে ছিল। সে আমাকে বোঝাচ্ছিল কী ভাবে রিয়্যাক্ট করতে হবে। ওর-ও দোষ ছিল না। ও ওঁর কাজটাই করছিল। কিন্তু, পরে সেই কথাটা সলমন জানতে পারেন। তখন বলেছিলেন, ওনাকে কিছু বলতে হবে না। যেটা করছেন একদম ঠিক আছে। সলমনের আমার পারফরম্যান্স নিয়ে কোনও সমস্যা ছিল না। 

সলমন খানের বাড়িতে দুষ্কৃতি হামলা-প্রাণনাশের হুমকিতে মায়ানগরী আতঙ্কিত, আপনার ভয় হয়?

আমি একজন শিল্পী। এসব নিয়ে ভাবতেই চাই না। 

থিয়েটারের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। সিনেমা আর থিয়েটারের মধ্যে কোনওটাকে একটু বেশি এগিয়ে রাখতে চান?

আমার তো মনে হয় যেগুলোর প্রতি ভালবাসা আছে সেগুলো সবসময়ই করা উচিত। মা-বাবা, ভাই-বোনের মধ্যে যেমন কাউকে এগিয়ে রাখা যায় না, সকলেই প্রিয় ঠিক তেমনই আমার কাছে সিনেমা-থিয়েটার দুটোই পছন্দের। সিনেমা আমার ততটাই ভাল লাগে যতটা থিয়েটার। নম্বরের ভিত্তিতে গ্রেডেশনে আমি একদম বিশ্বাসী নই। 

আরও পড়ুন শুক্তো থেকে মাছের কালিয়া লুচি দিয়ে কষা মাংস জাস্ট ফাটাফাটি, কলকাতার মানুষ তো আরও ভাল: সৌরভ শুক্লা

Raid 2 IT Raids Saurabh Shukla Bollywood Actor bollywood movie Bollywood News