Celebrity prostate cancer: 'আমার আয়ু হয়ত...', যন্ত্রণায় ছটফট করতে করতে বললেন ক্যানসার আক্রান্ত বিশিষ্টজন

Celebrity cancer: পুরো শরীরে ছড়িয়ে গিয়েছে ক্যানসার। জো বাইডেনের মতো কার শরীরে থাবা বসিয়েছে প্রস্টেট ক্যানসার? যন্ত্রণায় ছটফট করতে করতে বললেন...

Celebrity cancer: পুরো শরীরে ছড়িয়ে গিয়েছে ক্যানসার। জো বাইডেনের মতো কার শরীরে থাবা বসিয়েছে প্রস্টেট ক্যানসার? যন্ত্রণায় ছটফট করতে করতে বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ক্যানসারের যন্ত্রণায় কাতর স্কট বললেন...

ক্যানসারের যন্ত্রণায় কাতর স্কট বললেন...

Scott Adams prostate cancer: একাধারে তিনি একজন কার্টুনিস্ট অন্যদিকে আবার পডকাস্টের সঞ্চালক। তিনি Dilbert comic strip-এর স্রষ্টা ৬৭ বছর বয়সী স্কট অ্যাডামস। সোমবার তাঁর পডকাস্ট কফি উইথ স্কট অ্যাডামসে ঘোষণা করেন প্রস্টেট ক্যানসারের অ্যাডভাবন্স স্টেজে  রয়েছেন। যা শুনে মন খারাপ স্কট অ্যাডামসের ভক্তদের। তিনি প্রকাশ্যেই বলেছেন, ক্যানসার পুরো শরীরে ছড়িয়ে গিয়েছে। তিনি হয়তো এই পৃথিবীতে আরমাত্র কয়েকটা দিনের অতিথি। 

Advertisment

আরও পড়ুন 'আর কোনওদিন এখানে...', মঞ্চের বদলে হাসপাতালে জনপ্রিয় অভিনেত্রী! দেখুন ছবি

Advertisment

স্কট অ্যাডামস আবেগপ্রবণ হয় বলেছেন, 'আমার আয়ু সম্ভবত এই গ্রীষ্মটুকুই।' জো বাইডেনের সঙ্গে তুলনা করে আরও বলেন, 'ওঁর মতো আমারও তো প্রস্টেট ক্যানসার। যা ইতিমধ্যেই শরীরে ছড়িয়ে পড়েছে।' এই মারাত্মক রোগ তাঁর শরীরকে দুর্বল করে দিয়েছে। একটা দিনও ভাল কাটছে না অ্যাডামসের। আক্ষেপের সুরে বলেছেন, 'এই রোগটি অসহনীয়। আমি আপনাদের বলছি, এই রোগকে সঙ্গী করে কোনও ভাল সময় কাটানো অসম্ভব। যদি কেউ আমাকে বলে, স্কট তোমার জীবনে এখন একটাও ভাল দিন নেই? আমি বলব, প্রতিটি মুহূর্ত দুঃস্বপ্নের।' 

আরও পড়ুন আচমকা পিছন থেকে গাড়ির ধাক্কা, বরাতজোরে প্রাণে বাঁচলেন জনপ্রিয় সংগীতশিল্পী, ভিডিও দেখলে শিউরে উঠবেন

একটি করে দিন শেষ হচ্ছে আর শরীরে ব্যথা ক্রমাগত বাড়ছে। ওয়াকারের উপর এখন স্কটের জীবন পুরোপুরি নির্ভরশীল। তিনি বলেন, 'দিনের কোনও একটা সময় একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করি। তারপরই শুরু হয় যন্ত্রণা। যা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। বিগত কয়েকমাস হাঁটার জন্য ওয়াকার ব্যবহার করছি।' নয়ের দশকের গোড়ার দিকে অ্যাডামস ডিলবার্ট নামে একটি কমিক স্ট্রিপের স্রষ্টা হিসেবে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করেন। অফিস আর কর্পোরেট জগতের উপ আলোকপাত করা হয়েছিল ডিলবার্টে। ১৯৮৯ সালে ডিলবার্ট লঞ্চ করার পর তা দ্রুত  সংবাদপত্র এবং অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় হয়ে ওঠে। এই কমিক স্ট্রিপটি ২০০০-এরও বেশি প্রকাশনায় প্রকাশিত হয় এবং কয়েক ডজন ভাষায় অনুবাদ করা হয়েছিল। 

আরও পড়ুন আচমকা সোশ্যাল মিডিয়া থেকে গায়েব! কঠিন অস্ত্রোপচারের পর কেমন আছেন জনপ্রিয় অভিনেত্রী?

Scott Adams cancer