Shaan On Singing Reality Show: যার কণ্ঠের জাদুতে মোহিত হয়ে থাকত নয়ের দশকের ছেলেমেয়েরা, রোম্যান্টিক সুরের বাঁধনে মনে জাগত প্রেমের নেশা তিনি নান আদার দ্যান ফেমাস গায়ক শান। একাধিক রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় তাঁকে। ভয়েজ ইন্ডিয়া, সারেগামাপা লিল চ্যাম্পসের মতো শোয়ে বিচারক হিসাবে উপস্থিত থেকেছেন। সম্প্রতি Vickey Lalwani-কে দেওয়া সাক্ষাৎকারে রিয়্যালিটি শো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নয়ের দশকের জনপ্রিয় গায়ক শান।
নাচ-গানের রিয়্যালিটি শো নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেন। এবার সেই তালিকার নয়া সংযোজন সংগীতশিল্পী শান। টেলিভিশনের পর্দায় প্রতিযোগীদের যে সংগীত পরিবেশন দর্শক দেখে সেটার উপর থাকে অন্য মলাট!! দর্শকের মনোরঞ্জনের জন্য গানগুলিকে পুনরায় ডাব করে সেই 'ডাবিং ভার্শন' সম্প্রচারিত হয়!!
আরও পড়ুন: 'সকলের ভালবাসা প্রার্থনায়...', ৭ বছর পর ফের বাসা বাঁধল ক্যানসার! কেমন আছেন আয়ুষ্মান পত্নী তাহিরা?
শানের বিস্ফোরক অভিযোগ, 'আমি নিশ্চিত গানগুলিকে পুনরায় ডাব করা হয়। ২০১৮ সালে যখন আমি রিয়্যালিটি শোয়ের বিচারক ছিলাম তখন এই ঘটনাগুলো ঘটেছে। সেই সময় গানগুলোকে একটু টিউনিং করা হত কিন্তু, এখন তো পুরো ডাব করা হয়। সেটাই শ্রোতারা শোনেন। আর সেই শুনে একেবারে মুগ্ধ হয়ে যায়। কিন্তু, যখন প্রকৃত অর্থে তাঁদের গান গাওয়ার জন্য ডাকা হয় তখনই চরম হতাশা গ্রাস করে। প্রতিযোগীরা একবারই গান গাওয়ার সুযোগ পায়। তারপর সেই অডিওটাকে স্টুডিওতে নিয়ে এসে ফের ওঁদের দিয়ে গাওয়ানো হয়। বহুবছর ধরে এটা গতেবাঁধা নিয়মেই রিয়্যালিটি শোগুলো চলছে।'
আরও পড়ুন: 'বিপ্লবী দাদা দিদিমণিদের বিপ্লবী নাচগান কোথায়'? ঠাকুরপুকুর কাণ্ডে টলিপাড়াকে তোপ কুণালের
শানের সংযোজন, 'রিয়্যালিটি শোয়ে কেউ দুর্ধর্ষ গান গায় তো কেউ আবার মোটামুটি। সেই বিচারেই বিচারকরা প্রতিযোগীদের মধ্যে থেকে সেরার সেরাকে বেছে নেন। যখন ওই ধরনের ঘটনাগুলো ঘটত তখন সেটা আমার ভুল বলে মনে হয়েছিল।' সলমন রশ্মিকা অভিনীত সিকন্দরে কণ্ঠ দিয়েছেন শান।