Shah Rukh Khan: মাথার ওপর ছিল না ছাদ, খাবারও খাননি ২ দিন, মায়ের মৃত্যুর পরেই কার কাছে রাতের বেলা ছুটে যান শাহরুখ?

Shah Rukh Khan: যদিও প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল দিওয়ানা, কিন্তু রাজু বন গয়া জেন্টলম্যান-ই তার বলিউডে প্রকৃত উত্থানের দরজা খুলে দেয়। বাকিটা ইতিহাস— শূন্য থেকে উঠে তারকা হয়ে ওঠার এক অনুপ্রেরণার গল্প...

Shah Rukh Khan: যদিও প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল দিওয়ানা, কিন্তু রাজু বন গয়া জেন্টলম্যান-ই তার বলিউডে প্রকৃত উত্থানের দরজা খুলে দেয়। বাকিটা ইতিহাস— শূন্য থেকে উঠে তারকা হয়ে ওঠার এক অনুপ্রেরণার গল্প...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Amina Shervani who played the role of Kiran Kochar in Fauji reveals how Shah Rukh Khan got the part

কার কাছে ছুটে গিয়েছিলেন?

Shah Rukh Khan-Birthday: তিন দশকেরও বেশি সময় পর অবশেষে জাতীয় পুরস্কার জিতেছেন শাহরুখ খান। দেশের নানা প্রান্ত থেকে শুভেচ্ছার বন্যা বইলেও, বিশেষভাবে তিনি ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা-প্রযোজক বিবেক ভাসওয়ানিকে। শাহরুখ লিখেছিলেন, "ধন্যবাদ শুভেচ্ছার জন্য। সব শুরু হয়েছিল আপনার থেকেই। রাজু বান গয়া জেন্টলম্যান- সত্যিই আমার জীবনের এক অসাধারণ ছবি।" এই কথার মধ্যেই স্পষ্ট, তার সবচেয়ে কঠিন সময়ে কীভাবে বিবেক পাশে দাঁড়িয়েছিলেন।

Advertisment

সম্প্রতি রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই প্রথম দিনের স্মৃতি শেয়ার করেন বিবেক। তখন শাহরুখের জীবনে অন্ধকার। মা গুরুতর অসুস্থ, বোন শেহনাজের মানসিক অবস্থা ভঙ্গুর, আর্থিক টানাপড়েন তীব্র। বাড়ি নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। এমনকি সেই সময়ে তিনি সিনেমাও করতে চাইতেন না, টেলিভিশনের কাজেই সন্তুষ্ট ছিলেন।

Rupali Rai Bhattacharya: ইন্ডাস্ট্রিতে একটা নির্দিষ্ট গোষ্ঠী কাজ করছে, লেবারের থেকেও বাজে ব্যবহার করা হয়: রূপালি রাই ভট্টাচার্য

Advertisment

বিবেক জানান, শাহরুখ তার বাড়িতে শুধু থাকা না, তার পোশাক পর্যন্ত পরতেন। প্রথম দিন খাবার খেতে নিয়ে গেলে শাহরুখ, দীর্ঘ সময় ধরে, চুপচাপ বসে খাবার খেয়েছিলেন, যেন বহুদিন পেট ভরে খাননি। খাওয়া শেষে তিনি প্রথমবার নিজের মনের কথা খুলে বলেন। মায়ের অসুস্থতা, বোনের দুঃখ, গৌরীর সঙ্গে বিয়ের স্বপ্ন- সবকিছু তাঁকে তাড়া করে বেড়াত। জানান, ২ দিন পেটভরে খাননি পর্যন্ত। মায়ের অসুস্থতার জন্য সবসময় চিন্তায় থাকতেন তিনি। 

শাহরুখ ক্রিসমাসের আগ পর্যন্ত বিবেকের সঙ্গেই ছিলেন। একদিন পার্টি শেষে তাকে বিমানবন্দরে পৌঁছে দেন বিবেক, সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দিল্লি পৌঁছানোর পর মায়ের অবস্থার অবনতি হয়। বিবেক টাকা ধার করে ওষুধ পাঠান, পরে নিজেও দিল্লি যান এবং হাসপাতালেই প্রথমবার গৌরীর সঙ্গে দেখা হয় তার।

Srabanti Chatterjee: বাড়িতে তুমুল অশান্তি, হাসিমুখে হিরোর সঙ্গে রোমান্স করতে বাধ্য হন শ্রাবন্তি?

মা মারা যাওয়ার কিছুদিন পর ভোররাতে বিবেকের দরজায় ফেরেন শাহরুখ। ব্যাগ হাতে দাঁড়িয়ে বলেন, “আমার সঙ্গে একটি সিনেমা করবেন? মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। সুপারস্টার হতে চাই।” এরপরই প্রেসিডেন্ট হোটেলে কফির আড্ডায় জন্ম নেয় রাজু বন গয়া জেন্টলম্যান-এর ভাবনা।

যদিও প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল দিওয়ানা, কিন্তু রাজু বন গয়া জেন্টলম্যান-ই তার বলিউডে প্রকৃত উত্থানের দরজা খুলে দেয়। বাকিটা ইতিহাস— শূন্য থেকে উঠে তারকা হয়ে ওঠার এক অনুপ্রেরণার গল্প, সেই রাত থেকে দুজনে মেরিন ড্রাইভে রাতভর কফি খেতে খেতে নানা কথা মন খুলে বলেন।

SRK Birthday shah-rukh-khan Entertainment News Today