/indian-express-bangla/media/media_files/2025/11/01/558925008_24894259093537305_5264038117492458750_n-2025-11-01-13-34-45.jpg)
যাঁরা সিনেমায় অভিনয় করে তাঁরাই আর্টিস্ট আর যাঁরা সিরিয়াল থিয়েটার করে তাঁরা নয়: রূপালি
Bengali Actress Rupali Rai Bhattacharya: বাংলা ইন্ডাস্ট্রির সিনিয়ার অভিনেতা শঙ্কর চক্রবর্তী থেকে জগদ্ধাত্রী সিরিয়ালের সাধুদা ওরফে সত্যম মজুমদারের জীবনের গল্পে রয়েছে একটা বিরাট সাদৃশ্য। সিরিয়ালে লুক সেট হওয়ার পরও বাদ পড়েন শঙ্কর চক্রবর্তীর মতো অভিনেতা আর দীর্ঘদিন কাজ করেও একটা চরিত্রের জন্য হাহাকার করতে হয়েছে সত্যমকে। দুজনেই চরম আর্থিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। দীর্ঘ ২০ বছর সাফল্যের সঙ্গে ধারাবাহিকে কাজ করে এখন কর্মহীন অভিনেত্রী রূপালি রাই ভট্টাচার্য। আনন্দী-তে ট্র্যাক শেষ হওয়ার পর আর কোনও কাজ পাননি। তার মাঝেই বিয়ে করে নতুন সংসার পেতেছেন। কিন্তু, একজন অভিনেত্রীর জীবনে শুটিং ফ্লোরের লাইট-ক্যামেরা-অ্যাকশন না শোনা কতটা যন্ত্রণাদায়ক সেই কথা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বললেন রূপালি।
আরও পড়ুন চুপিসারে সিঙ্গল টু মিঙ্গল, গোপনে কেন বিয়ের সিদ্ধান্ত জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপালির?
বর্তমানে তাঁর দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। কোনও উপায় না দেখে অগত্য সোশ্যাল মিডিয়ায় কাজ না পাওয়ার সমস্যার কথা লিখেছেন। অভিনেত্রী হিসেবে কাজের খিদে রয়েছে, তাই কারও কাছে কাজ চাইতে যাওয়া রূপালির কাছে ইগোর লড়াই নয়। নিজের প্রতিভাকে মেলে ধরার সুযোগ খোঁজাই তাঁর লক্ষ্য। দীর্ঘ ২০ বছর ইন্ডাস্ট্রিতে থেকেও একজন সিনিয়ার অভিনেত্রীকে বলা হচ্ছে, 'তোমার মত চরিত্র থাকলে বলব।' 'তোমার মত ' চরিত্র বিষয়টাতেই ঘোর আপত্তি রূপালির। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, 'আমার তো কোনও নির্দিষ্ট জনার নেই। যে কোনও চরিত্রেই আমি কাজ করতে পারি। এতদিন বহু চরিত্রে অভিনয় করেছি। বর্তমানে আমি একটা ভাল কাজ করতে চাইছি। এমন কোনও সিনেমা যেটা বাণিজ্যিকভাবে সেরকম মুনাফা করল না কিন্তু, শিল্পী হিসেবে আমি তৃপ্ত হতে পারি। সিরিয়াল-সিনেমা যে কোনও মাধ্যমে কাজ করতে চাই।'
ইন্ডাস্ট্রির প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'আমার কাজ চাইতে লজ্জা নেই। প্রাপ্য সম্মানের সঙ্গে যোগ্যতা অনুযায়ী কাজ চাই। কিন্তু, অনেকেই আছেন যাঁরা ভাবেন ওরে বাবা, কাজ চাইতে এসেছে মানে ওকে অতো পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। অনেকে তো ফোন ধরে না মেসেজের উত্তরটুকু পর্যন্ত দেয় না। আসলে এখন এই ইন্ডাস্ট্রিতে একটা নির্দিষ্ট গোষ্ঠী কাজ করছে। আমি তো ২০ বছর একটানা কাজ করেছি। আজ হঠাৎ করে তো স্টুডিওপাড়ায় একটু সময় কাটানোর জন্য বা ঘোরার জন্য আসছি না। অনেকে ভাবেন যাঁরা সিনেমায় অভিনয় করে তাঁরাই আর্টিস্ট আর যাঁরা সিরিয়াল থিয়েটার করে তাঁরা পাতে দেওয়ার যোগ্য না। সেই দিক থেকে হিসেব করলে ২০ টা মতো সিনেমায় আমিও কাজ করেছি। লেবারের (শ্রমিক) থেকেও বাজে ব্যবহার করা হয়। একটা অসুস্থ পরিবেশ তৈরি হয়েছে। যেখানে যোগ্যতা ছাড়া যাঁরা কাজ করছে তাঁরা যোগ্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে।'
আরও পড়ুন কর্মহীন জীবন-চরম অর্থাভাবে দিন গুজরান, সত্য প্রকাশ্যে আনতেই সত্যমের জীবনে আশার আলো!
বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণা করেন রূপালি রাই ভট্টাচার্য। প্রচণ্ড আপশোসের সঙ্গে বলেন, 'আজ বাপ্পাদার কথা খুব মনে পড়ছে। সবসময় ভাল কাজ করার অনুপ্রেরণা দিতেন আর বলতেন সিরিয়ালে কাজ করলে অভিনয় চর্চা সবচেয়ে ভাল হয়। আমি, পরমব্রত বা ঋত্বিক প্রত্যেকেই তো একটা সময় ধারাবাহিকেই অভিনয় করেছি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us