/indian-express-bangla/media/media_files/2025/05/06/kGKPc3zSM2ODiFyMdEtk.jpg)
বলিউডের বাদশাকে চিনল না বিদেশি সংবাদমাধ্যম
SRK Met Gala 2025: সোমবার সন্ধ্যে ৬টা (ভারতীয় সময় মঙ্গলবার ৬ মে ভোর রাত তিনটে বেজে ৩০ মিনিট) নিউইয়র্কে শুরু হয়েছে বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫। ২০২৫-এর মেট গালার গালিচায় প্রথমবার হাঁটলেন বলিউডের কিং শাহরুখ খান। বাদশাহী স্টাইলে শাহরুখের মেট গালা ডেবিউ আরও একবার কিং খানের ভক্তদের ফিরিয়ে নিয়ে গেল সেই নয়ের দশকের নস্ট্যালজিয়ায়। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে নয়া আন্দাজে মেট গালার লাল কার্পেটে শাহরুখ যেন একেবারে 'বাবুমশাই'।
পোশাকশিল্পী সব্যসাচীর মতে, মেট গালায় শাহরুখ খান একেবারে 'বাংলার বাঘ'। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে শাহরুখের মেট গালায় অভিষেক নতুন ইতিহাস তৈরি করল। আসমুদ্র হিমালচল যাঁর জনপ্রিয়তা, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে যাকে ঘিরে ভক্তদের এত উত্তেজনা মেট গালায় বিদেশি সংবাদমাধ্যম বলিউডের বাদশাকে চিনতেই পারল না!! সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তেই ক্ষুদ্ধ কিং খানের ভক্তরা।
মেট গালার রেড কার্পেটে বিদেশি সংবাদমাধ্যমের সামনে সাক্ষাৎকার দেওয়ার সময় 'আমি শাহরুখ', এটা বলে নিজের পরিচয় দিতে হয়েছে সুপারস্টারকে। ম্যায় হু না-র সেই দুহাত তুলে আইকনিক পোজ দেওয়ার পরই তাঁকে সাক্ষাৎকারের জন্য অনুরোধ করে সংবাদমাধ্যম। তখনই এক সাংবাদিক তাঁকে নিজের পরিচয় দেওয়ার কথা বলেন।
আরও পড়ুন
Shah Rukh Khan, and His Jeweled Tiger’s Head, Make Their Met Debut 🖤🔥
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) May 5, 2025
KING KHAN AT MET GALA #ShahRukhKhan#MetGala2025pic.twitter.com/VsZYQNScxM
শাহরুখ একটু অবাক হলেও, পারফেক্ট জেন্টলম্যানের মতো বলেন, 'হাই, আমি শাহরুখ।' এরপর কিং খানকে তাঁর পোশাকশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলা হয়। মেট গালায় অভিষেক প্রসঙ্গে সাংবাদিকরা তাঁর কাছে প্রশ্ন রাখেন, এই ইভেন্টের ইতিহাসের সম্পর্কে তিনি অবগত? কিং খান সততার সঙ্গে বলেন, 'না, এর ইতিহাস আমি জানি না। তবে এখানে অংশগ্রহণের সুযোগ পাওয়ার পর যেমন উত্তেজিত ছিলাম তেমনই নার্ভাস হয়ে গিয়েছিলাম।'
আরও পড়ুন লাল গালিচায় মাতৃত্ব উদযাপন, বেবি বাম্প আগলে মেট গালায় অভিষেক কিয়ারার
সেই সময় শাহরুখের পাশে ছিলেন তাঁর পোশাকশিল্পী সব্যসাচী। তাঁর দিকে তাকিয়ে শাহরুখ বলেন, 'এখানে সব্যসাচী আছেন। আমি যেহেতু খুব নার্ভাস ছিলাম আমাকে উনিই রাজি করিয়েছিলেন।' এরপর মজা করে বলেন, 'এখন আমি একদম ঠিক আছে।'
সব্যসাচীর পোশাক প্রসঙ্গে কিং খানের বক্তব্য, তিনি যেরকম আরামদায়ক পোশাক পছন্দ সেটাই উনি বানিয়ে দিয়েছেন। আরও য়োগ করেছেন, বরাবরই সাদা-কোল কম্বিনেশনের পোশাক পরতে পছন্দ করেন। তবে মেট গালায় শাহরুখের লুক নিয়ে ভক্তরা একটু হতাশ। তাঁদের মতে, সব্যসাচীর ডিজাইটা একটু বেশিই 'ক্যাজুয়ল'। বাদশার ব্যক্তগত ইমেজের জন্য মেট গালার এই পোশাক চর্চায় রয়েছে। অনেকের মতে আবার, ড্রেসের সঙ্গে ভারী জুয়েলারি একেবারে অপ্রয়োজনীয়।
আরও পড়ুন সব্যসাচীর পোশাকে শাহরুখ 'বাংলার বাঘ', মেট গালায় ইতিহাস সৃষ্টি কিং খানের