One Night Cost Of SRK House: বলিউডের 'কিং' টু 'বাদশা' এই বিশেষণগুলোই জুড়েছে নামের সঙ্গে। মেজাজ-জীবনযাপনেও রয়েছে বাদশাহী ছোঁয়া। তিনি নান আদার দ্যান সুপারস্টার শাহরুখ খান। মুম্বই টু লন্ডন সহ পৃথিবীর আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে গগনচুম্বীর মতো বিলাসবহুল বাড়ি। মুম্বইয়ের মন্নত তো এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। কিং খানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন ভক্তরা।
ভারত ছাড়াও লন্ডন, ক্যালিফোর্নিয়া, দুবাই সহ একাধিক শহরে বাড়ি রয়েছে শাহরুখের। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বাড়িটি ভাড়া দেন শাহরুখ। অবসর যাপন করতে যে কেউ থাকতে পারেন কিং খানের সাধের বাড়িতে। কিন্তু, এক রাতের জন্য কত গ্যাটের কড়ি খরচ হবে সেটা জানেন? মিডিয়া রিপোর্ট মোতাবেক, প্রতি রাতের খরচ এক লাখ ৯৬ হাজার টাকা।
শাহরুখের লস অ্যাঞ্জেলেসের বাড়ির নাম 'গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা'। সাদা ও বেজ রঙের থিমে সুসজ্জিত শাহরুখের স্বপ্নের বাড়ি। ড্রইং রুমে রয়েছে বিশালাকার সোফা, এক পাশে রয়েছে বই পড়ার ব্যবস্থা। দেওয়াল জুড়ে বেশ কয়েকটি বিশালাকৃতির দামি আয়না। বিলাসবহুল বাড়ির অন্যতম আকর্ষণ হরেকরকমের ঝারবাতি।
আরও পড়ুন: 'বাড়ি ঢুকে সলমনকে খুন করে বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব', পুলিশের জালে আটক অভিযুক্ত কে?
এছাড়াও অন্দরমহলে রয়েছে জাকুজি, সুইমিং পুল। মোট ছ'কামরার এই বিলাসবহুল ভিলায় মাঝেমধ্যে অবসর যাপনের জন্য আসেন কিং খান। অনুষ্কা শর্মার সঙ্গে 'হ্যারি মেট সেজ়ল'-এর শুটিংয়ের সময় পুরো টিমের সঙ্গে এই বাড়িতেই কাটিয়েছিলেন শাহরুখ। কিন্তু, যদি আপনি এক রাত শাহরুখের ভিলায় থাকতে চান তাহলে পকেটে এক লাখ ৯৬ হাজার টাকা কিন্তু, রাখতে হবে।
দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে কিং খানের অনুরাগী। লন্ডননিবাসী কোনও ভক্তও ইচ্ছে করলে শাহরুখের বাড়িতে রাত্রিযাপন করতে পারবেন। প্রসঙ্গত, বান্দ্রার সমুদ্রমুখী বাড়ি থেকে বেরিয়ে মুম্বইয়ের পালি হিলের একটি আবাসন এখন খান পরিবারের বর্তমান ঠিকানা। মোটা টাকা দিয়ে ভাড়া নিয়েছেন এই আবাসনটি। মন্নতের অন্দরসজ্জা সম্পূর্ণ বদলে ফেলা হচ্ছে। সেই জন্য আপাতত পালি হিলের আবাসনেই পরিবারকে নিয়ে থাকছেন কিং খান। উল্লেখ্য, আজকাল তো অনেকেই বিদেশ বিভুঁইয়ে যান। যদি কোনও শাহরুখ ভক্ত তাঁর প্রিয় নায়কের বাড়িতে থাকতে চান তাহলে রয়েছে সুবর্ণ সুযোগ। শুধু সেই সুযোগের সৎ ব্যবহারের অপেক্ষা।
আরও পড়ুন: একটা দিন বাঙালি সংস্কৃতি মেনে বাঙালিয়ানাকে গুরুত্ব দেওয়া কঠিন কাজ নয়: অম্বরীশ