/indian-express-bangla/media/media_files/2025/09/13/cats-2025-09-13-10-58-47.jpg)
কী সিদ্ধান্ত কিং-এর?
71st National Award: দিনটা ছিল ১ অগাস্ট। সেই দিন বলিউডের জন্য ছিল একটি গর্বের দিন। ওই দিন ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা হয়েছিল। বিজয়ীদের নাম ঘোষণার তালিকায় ছিল বলিউডের বাদশা শাহরুখ খান। দীর্ঘ ফিল্মি কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পাবেন। কিং খানের এহেন সাফল্যে আবেগপ্রবণ ভক্তরা। জওয়ান-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পাবেন শাহরুখ। দোসর টুয়েলভথ ফেল খ্যাত বিক্রান্ত মাসে। মিসেস চট্টোপাধ্যায় ভার্সেস নরওয়ে ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন রানি মুখোপাধ্যায়। সূত্রের খবর, পোল্যান্ডে আগামী ছবি 'কিং'-এর শুটিং স্থগিত রেখে দেশে ফিরছেন শাহরুখ।
আরও পড়ুন 'কিং'-এর সেটে আহত খোদ কিং খান, কেমন আছেন শাহরুখ? উদ্বিগ্ন ভক্তরা
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কবে হচ্ছে?
বিজয়ীদের নাম ঘোষণার পর থেকেই অনুষ্ঠান কবে হবে তা নিয়ে জল্পনা চলছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল দিনক্ষণ। আগামী ২৩ সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে এই সম্মান প্রদান করা হবে। সূত্র মারফৎ খবর, জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর। সময় বিকেল ৪টে।
বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার হবে মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টেয়। অনুষ্ঠান হবে দিল্লির বিজ্ঞান ভবনে। বিজয়ী এবং জুরি সদস্যদের সময়, তারিখ ও অনুষ্ঠানস্থল সম্পর্কিত তথ্য চিঠি ও আমন্ত্রণপত্রের মাধ্যমে জানানো হয়েছে। প্রোটোকল অনুযায়ী, আমন্ত্রিতরা বিমান টিকিট, আবাসন, এবং দিল্লি বিমানবন্দর থেকে অনুষ্ঠান স্থলে আসা এবং সেখান থেকে ফেরার যাবতীয় সব সুবিধা পাবেন। সেটি চিঠিতেও উল্লেখ করা আছে।
এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যে সকল বিজয়ীরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, বিক্রান্ত মাসে, রানি মুখোপাধ্যায়, করণ জোহর, বিদু বিনোদ চোপড়া, সুদীপ্ত সেন, জানকি বোড়িওয়ালা, শিল্পা রাও এবং বৈভবী মার্চেন্ট। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এর আগে, ১ আগস্ট সন্ধ্যা ৬টায় নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠকে জুরি সদস্যরা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এই ঘোষণার নেতৃত্ব দেন পরিচালক অশুতোষ গোয়ারিকর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us