Shah Rukh Khan Injured: 'কিং'-এর সেটে আহত খোদ কিং খান, কেমন আছেন শাহরুখ? উদ্বিগ্ন ভক্তরা

SRK Injured: 'কিং'-এর সেটে আহত খোদ কিং খান। কাজের মাঝেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। শুটিং চলাকালীন পিঠে আঘাত পেয়েছেন শাহরুখ, এমনটাই খবর।

SRK Injured: 'কিং'-এর সেটে আহত খোদ কিং খান। কাজের মাঝেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। শুটিং চলাকালীন পিঠে আঘাত পেয়েছেন শাহরুখ, এমনটাই খবর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

আহত কিং খান

SRK Health Condition: ফের শাহরুখ খানের আপকামিং মুভি 'কিং'-এর সেটে দুর্ঘটনা। কয়েকদিন আগেই পায়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা রাঘব জুয়েল। তবে একজন পেশাদার অভিনেতার মতো চোটকে সঙ্গী করেই শট দিয়েছেন। বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, শুটিং সেটে পৌঁছেছিল মেডিক্যাল টিম। কড়া ডোজের ওষুধ খেয়ে শুটিং করেছিলেন রাঘব। শুটিংয়ে যাতে কোনওমস্যা না হয় সেই জন্য যন্ত্রণা সত্ত্বেও শট দিয়েছিলেন অভিনেতা। এবার 'কিং'-এর সেটে আহত খোদ কিং খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই অ্যাকশন থ্রিলারের শুটিং চলছে মুম্বইয়ে। কাজের মাঝেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। শুটিং চলাকালীন পিঠে আঘাত পেয়েছেন বলে খবর। 

Advertisment

আরও পড়ুন কিং-র শুটিং সেটে মারাত্মক বিপত্তি, স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট শাহরুখের সহ অভিনেতা রাঘবের

ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, আঘাত পাওয়ার পর শাহরুখ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। সূত্র অনুযায়ী, আঘাত গুরুতর নয় এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে, "কিং"-এর শুটিং আপাতত স্থগিত করা হয়েছে। জানা যাচ্ছে সেপ্টেম্বরে আবার শুটিং শুরু হবে। চোটের কারণে শাহরুখ খানের পূর্বনির্ধারিত শ্রীলঙ্কা সফরও স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন সিনেমার শুটিংয়ের সময় গুরুতর আঘাত পেয়েছেন শাহরুখ খান। ২০০২ সালে, বনি কাপুরের ‘শক্তি’ ছবির শুটিংয়ের সময় তাঁর পিঠে সমস্যা দেখা দিলে যুক্তরাজ্যে অস্ত্রোপচারের মাধ্যমে মেরুদণ্ডে একটি ডিস্ক বসানো হয়। এরপরেই অবশ্য তিনি ‘স্বদেশ’ ছবির শুটিং শুরু করেন বলিউডের বাদশা। 

Advertisment

আরও পড়ুন 'আমার আধিপত্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না', সইফের সঙ্গে বিচ্ছেদের পর চাঁচাছোলা অমৃতা

সহ-অভিনেতা দয়া শঙ্কর পান্ডে বলেছলেন, সেই সময় শাহরুখ পিঠের যন্ত্রণায় মারাত্মক কষ্ট পেয়েছিলেন। তাই সেটে সবসময় একজন ফিজিওথেরাপিস্ট থাকতেন। শুটিং সেটে শাহরুখের আঘাত লাগার তালিকাটা বেশ লম্বা। একটু পিছন ফিরে তাকালে মনে পড়ে যায়, ‘ডর’ ছবির শুটিংয়ে তিনটি পাঁজর ও বাঁ হাঁটু ভেঙে যায়।‘কয়লা’ ছবির সেটেও তিনি আহত হন।‘রা.ওয়ান’ ছবির সময় হাঁটুর পুরোনো চোটের ব্যাথার বাড়বাড়ন্তের জন্য অস্ত্রোপচার করতে হয়।‘দুলহা মিল গয়া’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিংয়েও বাঁ কাঁধে আঘাত পান শাহরুখ। 

আরও পড়ুন মৃত্যুর আগে কার সঙ্গে কাজের ইচ্ছেপ্রকাশ? শ্রীদেবীকে নিয়ে মুখ খুললেন পরিচালক মধুমিতা

উল্লেখ্য, ২০০৮ ও ২০১৩ সালে ‘মাই নেম ইজ খান’ এবং অন্যান্য ছবির সময় সেই একই কাঁধে আবার আঘাত পান। যার জেরে অস্ত্রোপচারও করতে হয় কিং খানকে। শাহরুখকে সর্বশেষ দেখা গিয়েছিল রাজকুমার হিরানির পরিচালিত "ডাঙ্কি" ছবিতে। লাস্ট বাট নট ইন লিস্ট, শাহরুখ খানের ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং আশায় রয়েছেন যে তিনি শীঘ্রই পুরোদমে কাজে ফিরবেন।

আরও পড়ুন চোখ-মুখ ফুলে সাঙ্ঘাতিক অবস্থা! উরফির চেহারার ভয়ংকর পরিণতি দেখলে আঁতকে উঠবেন

Shah Rukh khan Bollywood News