/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/pathaan-1.jpg)
'ঝুমে জো পাঠান'.. গানে জমিয়ে নাচ কোহলি-জাদেজাদের, শাহরুখ খান বললেন..
শনিবার বর্ডার-গাভাস্কার টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া বাহিনীকে ১২৩ রানে পরাজিত করে ভারত। সেই ম্যাচেই বিদর্ভ ক্রিকেট অ্যাসোশিয়েন স্টেডিয়ামে 'পাঠান'-এর গানে জমিয়ে নাচ করতে দেখা যায় ভারতীয় ক্রিকেট টিমকে। যা নজর এড়ায়নি শাহরুখ খানের। ২২ গজে ম্যাচের দুরন্ত উত্তেজনার মাঝেও কোহলিদের সেই নাচ দেখে বড়সড় কথা বলে ফেললেন কিং খান।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের আগে ভারতীয় ক্রিকেট টিম যখন মাঠে অপেক্ষা করছিলেন, ঠিক সেইসময়েই স্টেডিয়ামে বেজে ওঠে 'পাঠান'-এর 'ঝুমে জো পাঠান'.. গানটি। যা শুনে আর পা থামিয়ে রাখতে পারলেন না জাদেজা- কোহলিরা। জার্সি গায়েই বলিউডি গানে কোমর দোলাতে দেখা গেল ক্রিকেটারদের। সেই নাচ মুহূর্তের মধ্যে ভাইরাল নেটপাড়ায়। কোহলিদের নাচ দেখে মন্ত্রমুগ্ধ কিং খানও।
টুইট করে শাহরুখ বললেন, "ওঁরা তো আমার থেকেও ভাল নাচছে। বিরাট, জাদেজাদের থেকে শিখতে হবে।" প্রসঙ্গত, বিরাটের বরাবরই বলিউডের প্রতি ঝোঁক। একাধিক সাক্ষাৎকারে তিনি এর আগে বলেছেন যে, ক্রিকেটার না হলে হিরো হওয়ার ইচ্ছে ছিল। কোহলি নাচেও দারুণ। এবার ম্যাচের মাঝেই 'ঝুমে জো পাঠান'.. গানে নেচে খোদ কিং খানের প্রশংসা কুড়োলেন।
<আরও পড়ুন: প্রেমদিবসে রঞ্জিত মল্লিকের হাত ধরে নন্দন-ভিক্টোরিয়ায় অপরাজিতা আঢ্য, ‘চুটিয়ে প্রেম’! ‘সাক্ষী’…>
They are doing it better than me!! Will have to learn it from Virat And Jadeja!!! https://t.co/q1aCmZByDu
— Shah Rukh Khan (@iamsrk) February 14, 2023
প্রসঙ্গত, মুক্তির ৩ সপ্তাহ বাদেও ধুন্ধুমার ব্যবসা করে চলছে 'পাঠান'। রিলিজের ২০ দিনেই গোটা বিশ্বে আয় করে ফেলেছে ৯৫৩ কোটি। আর ভারতে আয়ের অঙ্ক ৪৭৫ কোটি। যা কিনা হিন্দি সিনেমার ইতিহাসে এত কম দিনে রেকর্ড ব্যবসা। এবার বিশ্বের বক্সঅফিসে দক্ষিণী সিনেমার রেকর্ড ভাঙার অপেক্ষায় 'পাঠান'। সিনেবাণিজ্য বিশ্লেষকরা আশা করছেন, অতি দ্রুত ১০০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলবে শাহরুখের ছবি।