শাহিদ কাপুরের ওপর একবার নাকি প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়েছিলেন কিয়ারা আডবানি। নায়িকাকে ৮ ঘণ্টা ধরে সেটে বসিয়ে জুতো পছন্দ করছিলেন নায়ক। আর তাতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন ‘কবীর সিং’ নায়িকা কিয়ারা।
কী ঘটেছিল সেদিন? নিজেই ফাঁস করলেন কিয়ারা আডবানি। বলেন, “মনে মনে শাহিদকে প্রচণ্ড খিস্তি-খেউড় করছিলাম। সেদিন আমার শুটের তৃতীয় কি চতুর্থ দিন হবে। ৮ ঘণ্টা ধরে আমাকে বসিয়ে রেখেছিল শাহিদ। কি না, পরের দৃশ্যে কোন জুতো পরবে, সেটাই বেছে নিতে গিয়ে দোটানায় পড়ে গিয়েছিল। আর সেই জন্যই আমাকে কবীর সিং’-এর সেটে আট ঘণ্টা বসে থাকতে হয়েছিল।” করণ জোহরের শোয়ে এসে নিজেই একথা ফাঁস করেন কিয়ারা আডবানি।
[ আরও পড়ুন – ‘আলিয়া মোটা’! ঘরভর্তি সাংবাদিকের সামনে অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের কাছে ক্ষমা চাইলেন রণবীর ]
এদিকে কিয়ারার থেকে এমন কথা শুনে তো হতবাক করণ জোহর। নায়িকাকে সায় দিয়ে তিনিও বলেন, “আমাকে যদি কেউ ৮ ঘণ্টা ধরে এভাবে অপেক্ষা করাত, আমিও একইভাবে গালিগালাজ করতাম।” প্রসঙ্গত কফি উইথ করণ-এর আগামী পর্বে করণ জোহরের অতিথি জুটি হিসেবে দেখা যাবে শাহিদ কাপুর ও কিয়ারা আডবানিকে। সেখানেই মজাচ্ছলে একথা শেয়ার করেন নায়িকা।
প্রসঙ্গত, বলিউড নিয়ে করণ জোহরের ফোড়ণ! আর কাউচে নিত্যদিন একেক সেলিব্রিটি। সঙ্গে গরম কফি। গল্প জমে ক্ষীর! আর সেখানে তারকাদের বেডরুম থেরে সিনেমার সেট, হাঁড়ির সব খবর বের করতে বলিউডের ‘গসিপ কিং’ করণের জুড়ি মেলা ভার! এবার তাঁর কাছেই সহ-অভিনেতা শাহিদ কাপুরকে নিয়ে অজানা কথা শেয়ার করলেন কিয়ারা।
[আরও পড়ুন: বারাণসীতে রিকশা চড়ছেন! ঘাটে ঘোল খাচ্ছেন দেব-মিঠুন, ভীড় সামলাতে হিমশিম…]
উল্লেখ্য, করণের শোয়ে আড্ডার মাঝেই শাহিদ কাপুর সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের খবর ফাঁস করে বসেন। যেখানে ফুট কেটে করণ জোহর বলেন, “সিদ্ধার্থ-কিয়ারার বাচ্চারা সুন্দর হবে দেখতে।”
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন