/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/srk6.jpg)
শাহরুখকে নিয়ে কী বলছেন?
শাহরুখ তো বহিরাগত! বলিউডের বাদশাহ-কে ঘিরে ফের মন্তব্য মনোজ বাজপেয়ীর। তোলপাড় শাহরুখ ভক্তদের মধ্যে। কেনই বা একথা বললেন মনোজ?
বলিউডকে বিশ্বের সামনে তুলে ধরেছেন শাহরুখ। তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ভক্ত সংখ্যা গুনে শেষ করা যাবে না। শেষ কিছুদিন ধরেই শাহরুখকে নিয়ে নানা মন্তব্য করছেন মনোজ। এবার এক বিস্ফোরক মন্তব্য করলেন। শাহরুখ নাকি বহিরাগত?
আরও পড়ুন < কিং খানের প্রতি তিক্ততা! ‘শাহরুখকে আমি ভাঙতে দেখেছি…’, অকপট মনোজ বাজপেয়ী >
একটা সময় স্ক্রিনে একসঙ্গে কাজ করতেন দুজনে। শাহরুখের চড়াই-উতরাই চোখের সামনে দেখেছেন। সবকিছু হারিয়েও ফের গড়তে দেখেছেন। কিন্তু, এবার তিনি যা বললেন…
"আমায় যখন লোকজন বলে বাইরে থেকে এসেছি, আমি তথাকথিত ফিল্মি পরিবারের নয়, আমার খুব গর্ব হয়। যে হ্যাঁ, সত্যি! আমি নিজের একটা জায়গা বানিয়েছি। যেমন শাহরুখ, ও বহিরাগত। ইন্ডাস্ট্রির বাইরের লোক। এখানে এসে যেভাবে নিজের জায়গা তৈরি করেছে, ভাবনাতীত। ও এখন এমন জায়গায় পৌছে গিয়েছে যে, ইন্ডাস্ট্রির ভেতরের মানুষরা ওর সঙ্গে একবার স্ক্রিন শেয়ার করার জন্য মুখিয়ে থাকে।"
আরও পড়ুন < রণবীরের গালে পরপর সপাটে চড় অনুষ্কার! রেগে আগুন কাপুর-তনয় >
শাহরুখকে নাকি মনোজের থেকে অনেক ভাল দেখতে। টিভি সিরিয়ালের পর, একসঙ্গে কাজ করেছেন বীর-জারা ছবিতে। তারপরে আর একসঙ্গে দেখা যায় নি তাঁদের।