Sharad Kapoor Misbehaviour And Touching Inappropriately: রুপোলি দুনিয়ার স্টারদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনা নতুন কিছু নেই। এবার এই রকমই এক ঘটনায় নাম জড়াল কাপুর পরিবারের ছেলের। ৩২ বছর বয়সী এক মহিলা খার থানায় জোশ খ্যাত অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন। শরদের বিরুদ্ধে খারাপভাবে স্পর্শ করার অভিযোগ করেছেন ওই মহিলা। এলওসি কার্গিল, লক্ষ্য-এর মতো ছবিতে অভিনয় করেছেন শরদ। বি-টাউনে বেশ ভালই নাম-ডাক রয়েছে। এবার সেই শরদের বিরুদ্ধেই উঠল মারাত্মক অভিযোগ।
মুম্বইয়ের খার থানার পুলিশ সূত্রে খবর, ৩২ বছর বয়সী এক মহিলা শরদ কাপুরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। অভিনেতা তাঁর বাড়িতে শ্যুটিং সংক্রান্ত কথা বলার জন্য ওই মহিলাকে ডেকে পাঠান। সেখানেই তাঁর সঙ্গে দুর্ববহ্যার করেন ও তাঁকে জোর করে খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করেন।
তবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত অভিনেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফেসবুকে শরদ কাপুরের সঙ্গে যোগাযোগ হয়। এরপর ভিডিও কলে তাঁদের মধ্যে কথাবার্তাও হয়। তখনই অভিনেতা ওই মহিলাকে অফিসে আসার কথা বলেন।
আরও পড়ুন:শুরু শ্যুটিং, 'আড়ি' -র শুভ মহরৎ-এ খোশ মেজাজে যশ-নুসরত
শ্যুটিং সংক্রান্ত দরকার আছে, এমনটাই বলা হয়েছিল বলে দাবি ওই মহিলার। মোবাইলে শরদ তাঁর অফিসের লাইভ লোকেশন পাঠিয়ে দেন। কিন্তু, যখন ওই লোকেশনে তিনি পৌঁছান তখন বুঝতে পারেন ওটা শরদের অফিস নয়, বাড়ি। বিল্ডিংয়ের চতুর্থ তলায় (Thired Floor) পৌঁছতেই এক ব্যক্তি দরজা খুলে দেন। ভিতর থেকে অভিনেতার গলার স্বর শুনতে পান।
আরও পড়ুন:ছোট্ট ছোট্ট পায়ে...,ইয়ালিনির প্রথম জন্মদিনে অদেখা ছবি পোস্ট রাজ-শুভশ্রীর
ওই মহিলাকে বেড রুমে আসতে বলেন। বিকেলবেলা হোয়াটস অ্যাপে আপত্তিকর মেসেজ করেন অভিনেতা। পুরো ঘটনাটা ওই মহিলা তাঁর এক বন্ধুকে জানান। সেই তাঁকে পুলিশে জানানোর পরামর্শ দেন। এই ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত শরদ কাপুর কোনও প্রতিক্রিয়া দেননি। ভারতীয় দন্ডবিধির কয়েকটি ধারায় যেমন ৭৪, ৭৫ ও ৭৯-এ অভিনেতার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।