Shefali Jariwala Last Chat With Friend: হৃদরোগ অকালেই কেড়ে নিল কঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালার প্রাণ। ২৭ জুন রাতে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চোখের জলে শেফালিকে চিরবিদায় জানিয়েছেন প্রিয়জনেরা। মাত্র ৪২ বছর বয়সে শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর নেপথ্যে উঠে আসছে বেশ কিছু কারন। অ্যান্টি এজিং ট্রিটমেন্টের জন্য ওষুধ খাওয়া, ইনজেকশন নেওয়ার জন্যই সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিক অনুমান। অনেক স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেলেন শেফালি! প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করার আগেই সব শেষ!
এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি কন্যা সন্তান দত্তক নিতে চান। কাঁটা লাগা মিউজিক ভিডিও-র পরিচালক জানিয়ছেন, মৃত্যুর ২০ দিন আগে তঁদের দেখা হয়েছিল। এমন কিছু কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন যা আগামী ২০ বছর মানুষ মনে রাখবে। এইরকম আরও এক ইচ্ছে অধুরাই রয়ে গেল কাঁটা লাগা গর্লের। প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করার প্ল্যানিং করেও আর হল না। বিগ বস ১৩-এর ঘরে বন্ধুত্ব গড়ে ওঠে বিশাল আদিত্য সিং ও শেফালির। তাঁরা একদিন আড্ডা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু, বিশাল বা শেফালি কেউই বোঝেননি তাঁদের আর কোনওদিন দেখা হবে না। আনন্দ এভাবে নিরানন্দে বদলে যাবে দুঃস্বপ্নেও ভাবেননি বিশাল। ২৭ জুন বন্ধুর সঙ্গে দেখা হওয়ার বদলে প্রাপ্তি মৃত্যুসংবাদ। শুক্রবারই রাত দশটা নাগাদ মিটিংয়ের পরিকল্পনা ছিল তাঁদের। আর ঠিক সেই মুহূর্তেই শেফালিকে নিয়ে হাসপাতালে ছোটেন তারকা স্বামী পরাগ ত্যাগী।
/indian-express-bangla/media/post_attachments/3ebf045a-800.jpg)
দুই বন্ধুর শেষ কথার চ্যাট-এর স্ক্রিন শট শেয়ার করেছেন বিশাল। যেখানে দেখা যাচ্ছে, শেফালিকে তিনি 'জারি' সম্বোধন করতেন। অনেকগুলো জায়গার মধ্যে কোথায় যাবেন সেটাও ঠিক করে ফেলেছিলেন। কিন্তু, সেই প্ল্যান আর কোনওদিন বাস্তবায়িত হবে না। শেফালির শেষযাত্রায় হাজির ছিলেন সতীর্থরা। সুনিধী চৌহান থেকে আরতি সিং, রেশমি দেশাই সহ আরও অনেকেই। সিঁথিতে সিঁদুর, লাল ওড়নায় মুড়ানো মেয়ের দেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়েছিলেন শেফালির মা। স্ত্রীর মাথায় হাত বুলিয়ে কপালে আলতো চুমু এঁকে দিয়েছেন পরাগ। আরবসাগরে শেফালির অস্থি ভাসানোর মুহূর্তে নিজেকে আর সামলাতে পারেননি অভিনেত্রীর তারকা স্বামী।
আরও পড়ুন যৌবন ধরে রাখার ওষুধ ছাড়াও মৃত্যুর জন্য দায়ী..., শেফালির বাড়ি থেকে কী উদ্ধার করল পুলিশ?
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল সেই হৃদয়বিদারক মুহূর্তগুলো। পরিবারের কঠিন সময়ে সেলেব পাপারাজ্জিদের উপর চটেছেন অভিনেতা বরুণ ধাওয়ান থেকে জাহ্নবী কাপুর। শেফালির মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির পরিজনেরা। বিদেশ থেকে শোকজ্ঞাপন করেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াও। একইসঙ্গে বোটক্স বা এই ধরনের ট্রিটমেন্টের বিরোধিতাও করেছেন মল্লিকা শেরাওয়াত, করিনা কাপুরের মতো সেলেবরা।
আরও পড়ুন 'মৃত্যুর ২০ দিন আগেই...' কোন ইচ্ছে অধুরা রয়ে গেল শেফালির? মুখ খুললেন 'কাঁটা লাগা'-র পরিচালক