Advertisment

Shiboprosad Mukherjee: রাজ্যে যদি ফিল্ম পলিসি তৈরি না হয় তাহলে কিছু করার নেই: শিবপ্রসাদ মুখোপাধ্যায়

Shiboprosad On Bohurupi: শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের শেষ ছবি বহুরূপী বক্স অফিসে ভাল সাড়া ফেলেছে। কিন্তু, পুষ্পা ২ মুক্তির পরই সরিয়ে দেওয়া হয়েছে বাংলা ছবিকে। দিওয়ালিতেও হিন্দি ছবির জন্য শো পায়নি শিবপ্রসাদের ছবি। কী কারণে বারবার ব্রাত্য হচ্ছে বাংলা ছবি? কী মত পরিচালক?

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
রাজ্যে যদি ফিল্ম পলিসি তৈরি না হয় তাহলে কিছু করার নেই: শিবপ্রসাদ মুখোপাধ্যায়

রাজ্যে যদি ফিল্ম পলিসি তৈরি না হয় তাহলে কিছু করার নেই: শিবপ্রসাদ মুখোপাধ্যায়

Bohurupi Vs Pushpa 2: বছরের পর বছর একই ঘটনার পুরনাবৃত্তি। হিন্দি সিনেমা মুক্তি পেলেই হল থেকে ব্রাত্য হয়ে যায় বাংলা ছবি। এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাঁদের লেটেস্ট ছবি 'বহুরূপী' মুক্তির পরই সুপারহিট। বক্স অফিসে লক্ষ্মীর ভাঁড়ার একেবারে ফুলে ফেঁপে উঠছিল। কিন্তু, বাধ সাধল 'পুষ্পা ২'।  

Advertisment

মুক্তির পরই বহুরূপীর একধিক শো বন্ধ করে সেই জায়গা পেল আল্লু-রশ্মিকার 'পুষ্পা ২'। যদিও এখনও স্লগ ওভারে 'বহুরূপী'-র আগুন ধিকিধিকি করে জ্বলছে। বাংলা সিনেমা কেন বারবার ব্রাত্য হচ্ছে? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল শিবপ্রসাদের সঙ্গে। তাঁর মুখে একটাই কথা বারবার উঠে এসেছে, রাজ্যে একটা ফিল্ম পলিসির প্রয়োজন। 

শিবপ্রসাদের মতে, 'একটা ফিল্ম পলিসি দরকার। রাজ্যে যদি একটা ফিল্ম পলিসি তৈরি না হয় তাহলে সত্যিই কিছু করার নেই। বহুরূপীও তো এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে। দিওয়ালির সময় শো পায়নি। 'পুষ্পা ২' মুক্তির আগে বহুরূপীর ৮৪ টি শো চলছিল।  তারপরই ৭০টি শো থেকে বহুরূপীকে সরিয়ে দেওয়া হল। দিওয়ালির সময়ও ২৮৯ টি শো চলছিল। সেখান থেকে ১৫০ টি শো বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনা তো আকছার ঘটছে।'। 

Advertisment

বাংলা সিনেমার ভবিষ্যৎ আরও উন্নত হতে পারত। সেই বিষয়ে বহুরূপীর পরিচালক বলছেন, এতদিন যা কালেকশন হয়েছিল বা হচ্ছে তার থেকে আরও অনেক বেশি হতে পারত। রাজ্যের কাছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা নৈতিক জয়ের সম্ভবনা তৈরি হয়েছিল। আমরা গর্বের সঙ্গে বলতে পারতাম বাংলা ছবিও এতটা আয় করে দেখাতে পারে'। 

বাংলা ছবির ব্যবসা নিয়ে শিবপ্রসাদের মত, 'একটা কথা তো বলা হয় যে বাংলা ছবির আয় সবচেয়ে কম। আয় করতেই পারে না। কিন্তু, আমাদের কাছে সুযোগ থেকেও থাকে না। বছরের পর বছর একই ঘটনার সাক্ষী থাকছি। আমাদের যাঁরা ফিল্ম ডিস্ট্রিবিউটর আছে তাঁরা হিন্দি ছবির প্রতি বেশি আসক্ত। বাঙালি হয়েও বাংলা ছবির প্রতি সেই আবেগটা নেই'। 

বড়দিনে একসঙ্গে মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি। আগাম শুভেচ্ছা জানিয়ে শিবপ্রসাদ বলেন, 'সব বাংলা ছবি খুব ভালভাবে চলুক। বাংলা ছবির জয় হোক। বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখুন। পুজোয় যেণন বাংলা সিনেমা দেখেছেন তেমনই এই ক্রিসমাসেও বাংলা সিনেমাই দেখবেন।'

 আরও পড়ুন: 'পুষ্পা ২'-র দাপটে হল পাচ্ছে না বাংলা ছবি! 'সন্তান' মুক্তির আগে কী বলছেন রাজ চক্রবর্তী?

Allu Arjun
Advertisment