খ্যাতির শিখর থেকে বিতর্কের অন্ধকারে, শ্লীলতাহানির অভিযোগ শেষ করে দিল জীবন, চেনেন এই অভিনেতাকে?

২০২৩ সালে বম্বে হাইকোর্ট অভিনেতার পাসপোর্ট দশ বছরের জন্য নবায়নের অনুমতি দেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ...

২০২৩ সালে বম্বে হাইকোর্ট অভিনেতার পাসপোর্ট দশ বছরের জন্য নবায়নের অনুমতি দেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
saini

কে এই অভিনেতা?

অভিনেতা শাইনি আহুজা একসময় বলিউডে প্রতিশ্রুতিশীল নাম ছিলেন। কিন্তু এক ভয়ঙ্কর ঘটনার পর তাঁর উজ্জ্বল ক্যারিয়ার থমকে যায়। রজত বেদীর মতোই তিনিও একসময় হিন্দি সিনেমায় বড় সাফল্যের স্বাদ পেয়েছিলেন, তবে বিতর্ক ও আইনি জটিলতায় তাঁকে সিনে-দুনিয়া থেকে সরে যেতে হয়।

Advertisment

দিল্লির ছেলে শাইনি ছিলেন সেনা অফিসারের পরিবারের সদস্য। বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে তিনি থিয়েটারের প্রতি আকৃষ্ট হন এবং ব্যারি জনের অধীনে প্রশিক্ষণ নেন। প্রথম জীবনে তিনি ক্যাডবেরি, সিটিব্যাঙ্কসহ বহু নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে মুখ দেখান। সেই সময়েই পরিচালক সুধীর মিশ্র তাঁকে লক্ষ্য করেন এবং 'হাজারোঁ খোয়াইশেঁ অ্যায়ি' ছবিতে অভিনয়ের সুযোগ দেন। কে কে মেনন ও চিত্রাঙ্গদা সিং-এর সঙ্গে তাঁর অভিষেকই তাঁকে চলচ্চিত্র মহলে পরিচিত করে তোলে। একই বছর তাঁর আরও তিনটি ছবি মুক্তি পায়, এক নবাগত অভিনেতার জন্য বিরল সাফল্য ছিল এই ছবি। 

 The Captain America star: ‘ক্যাপ্টেন আমেরিকা’ থেকে ‘ক্যাপ্টেন ড্যাড’! নতুন শুরু অভিনেতার..

Advertisment

২০০৬ সালে অনুরাগ বসু পরিচালিত গ্যাংস্টার ছবিতে, কঙ্গনা রানাউতের বিপরীতে অভিনয় করে শাইনি ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর তিনি 'ওহ লামহে', 'লাইফ ইন আ মেট্রো' এবং 'ভুল ভুলাইয়া'-এর মতো হিট ছবিতে অভিনয় করে, বলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেতা হয়ে ওঠেন। 

কিন্তু ২০০৯ সালে, মাত্র ১৯ বছর বয়সী গৃহকর্মীকে, ধর্ষণের অভিযোগ এবং তাঁর গ্রেফতারি সবকিছু পাল্টে দেয়। যদিও পরবর্তীতে অভিযোগকারী নিজের বক্তব্য প্রত্যাহার করে নেন। আদালত, মেডিকেল ও ডিএনএ রিপোর্টের ভিত্তিতে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়। পরে বম্বে হাইকোর্টে আপিলের পর তিনি জামিনে মুক্তি পান।

Sreelekha Mitra: অবৈধ বাজির প্রতিবাদেই বড় মাশুল গুনছেন শ্রীলেখা? গায়েব অভিনেত্রীর বিড়াল!

২০১৫ সালে শাইনি ওয়েলকাম ব্যাক ছবির মাধ্যমে বলিউডে ফেরার চেষ্টা করেছিলেন। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হলেও, তাঁর ক্যারিয়ার আর ঘুরে দাঁড়ায়নি। তাঁর মামলাটি থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল সমালোচকদের প্রশংসিত, চলচ্চিত্র সেকশন ৩৭৫, যেখানে রিচা চাড্ডা ও অক্ষয় খান্না অভিনয় করেছিলেন। 

২০২৩ সালে বম্বে হাইকোর্ট শাইনির পাসপোর্ট দশ বছরের জন্য নবায়নের অনুমতি দেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সেখানে একটি পোশাক ব্যবসা পরিচালনা করছেন। ৫০ বছর বয়সী এই অভিনেতার জীবন আজ এক সতর্কবার্তা- বলিউডে খ্যাতি যত দ্রুত আসে, বিতর্ক তত দ্রুত তা কেড়ে নিতে পারে।

Bollywood Actor bollywood actress Entertainment News