১৭ বছরেই আত্মহত্যা! মায়ের কড়াকড়ি-তে জেরবার জীবন, কে এই অভিনেত্রী?

তাঁর ক্যারিয়ারের মোড় আসে পাসি'র (১৯৭৯) মাধ্যমে, যেখানে ১৭ বছর বয়সেই অভিনয়ের জন্য পান জাতীয় পুরস্কার। কিন্তু এই সাফল্যের আড়ালে চলছিল এক গভীর ব্যক্তিগত অস্থিরতা।

তাঁর ক্যারিয়ারের মোড় আসে পাসি'র (১৯৭৯) মাধ্যমে, যেখানে ১৭ বছর বয়সেই অভিনয়ের জন্য পান জাতীয় পুরস্কার। কিন্তু এই সাফল্যের আড়ালে চলছিল এক গভীর ব্যক্তিগত অস্থিরতা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shoba-actress-movies-life-death-relationships-balu-mahendra

কে এই অভিনেত্রী...

 Actress Tragic Life: জীবন সবসময় মধুর দিন দেখায় না। আর অভিনেত্রী শোভার গল্প সেই সত্যের এক বেদনাদায়ক উদাহরণ। মাত্র ১৭ বছর বয়সে, সেরা অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কয়েক সপ্তাহ পরই নিজের জীবন শেষ করেন তিনি।

Advertisment

১৯৬১ সালের ২৩ সেপ্টেম্বর, অভিনেত্রী প্রেমা ও তাঁর স্বামী কেপি মেনন-এর ঘরে জন্ম নিয়েছিলেন মহালক্ষ্মী, যিনি পরে হয়ে ওঠেন “বেবি শোভা”। মাত্র চার বছর বয়সে পর্দায় আত্মপ্রকাশ করেন সাবিত্রী অভিনীত(১৯৬৬) ছবিতে। মা প্রেমা নিজের অসম্পূর্ণ স্বপ্ন মেয়ের মধ্যে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন, আর সেই কারণেই শিশু শোভা দ্রুতই আলোচনায় আসেন।

Tahsan Khan: দুই দশকের সংগীতযাত্রার সমাপ্তি, শেষ গানে বিদায় নিলেন তাহসান

Advertisment

মাত্র ১০ বছর বয়সে, শোভা জিতে নেন কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট চাইল্ড আর্টিস্ট (১৯৭১)। কৈশোরেই তিনি প্রধান চরিত্রে অভিনয় শুরু করেন, আর তাঁর প্রতিটি অভিনয় দক্ষিণ ভারতের দর্শককে মুগ্ধ করে তোলে। রান্ডু পেনকুট্টিকাল, উলকাদল, একাকিনি, ওরু বিদুকাধাই ওরু থোডার কাধাই — তাঁর অভিনয় করা, প্রতিটি চরিত্রে ছিল গভীর আবেগ আর অসাধারণ পরিপক্কতা।

তাঁর ক্যারিয়ারের মোড় আসে পাসি'র (১৯৭৯) মাধ্যমে, যেখানে ১৭ বছর বয়সেই অভিনয়ের জন্য পান জাতীয় পুরস্কার। কিন্তু এই সাফল্যের আড়ালে চলছিল এক গভীর ব্যক্তিগত অস্থিরতা। কোকিলা ছবির সেটে তাঁর পরিচয় হয় পরিচালক বালু মহেন্দ্র-র সঙ্গে। বিবাহিত বালু ছিলেন তাঁর চেয়ে ২৩ বছরের বড়, তবুও তাঁদের মধ্যে জন্ম নেয় এক গভীর সম্পর্ক। মা-র কড়াকড়ি আর ইন্ডাস্ট্রির শোষণমূলক পরিবেশে, বালুর স্নেহ যেন শোভাকে শান্তির আশ্রয় দিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কেই আসে ভাঙন- বালু তাঁর প্রথম স্ত্রীকে ছাড়েননি।

Zaira Wasim: ১৯ বছরেই বলিউডকে বিদায়, চুপিসারে বিয়ে, এই অভিনেত্রীর ত্যাগে ভরা জীবন চমকে দেবে

ভালোবাসায় ব্যর্থতা, মানসিক অবসাদ আর ক্রমাগত চাপের মধ্যে ১৯৮০ সালের ১ মে, মাত্র ১৭ বছর বয়সে, শোভা আত্মহত্যা করেন। চার বছর পর, মেয়ের মৃত্যুশোক সইতে না পেরে মা প্রেমাও আত্মহত্যা করেন। শোভার জীবন ও মৃত্যু পরবর্তীতে পরিচালক কে.জি. জর্জ ক্লাসিক একটি ছবি বানান। 

bollywood actress bollywood Entertainment News