/indian-express-bangla/media/media_files/2025/09/13/cats-2025-09-13-09-53-31.jpg)
বিপদে দিশার পরিবার
Disha Patani House Firing: সুপারস্টার সলমন খানের বাংলোর বাইরে দুষ্কৃতিদের গুলি থেকে কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে হামলা। রক্ষা পায়নি বিতর্কিত ইউটিউবার ও বিগ বস OTT বিজয়ী এলভিশ যাদবের বাড়িও। এবার 'টার্গেট' ব লিউডের গ্ল্যাম ডিভা দিশা পাটানির বরেলির বাড়ি। শুক্রবার আচমকা অভিনেত্রীর বাড়ির বাইরে চলল কয়েক রাউন্ড গুলি। অভিযোগ, দিশার বোন খুশবু হিন্দু ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ মহারাজের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। যা হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে। আর সেই কারণেই নাকি গ্যাংস্টার গোল্ডি ব্রার দিশা পাটানির বরেলির বাড়ির বাইরে গুলিবর্ষণের মাধ্যমে ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটিয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।
সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) অনুরাগ আর্য বলেন, খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ির বাইরে একাধিক খালি কার্ট্রিজ উদ্ধার করেছে। তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা এই মামলাটি ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করেছি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং গোল্ডি ব্রারের নেটওয়ার্ক সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। এসএসপি আরও জানান, ঘটনার তদন্তে পাঁচটি দল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে খবর পৌঁছলে অফিসাররা দ্রুত পাটানি পরিবারের সুরক্ষার ব্যবস্থা করে। বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়।
আরও পড়ুন পুলিশের সঙ্গে দুষ্কৃতীর গুলির লড়াই, এলভিশের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত কে?
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জগদীশ সিংহ পাটানি, তাঁর স্ত্রী ও বড় মেয়ে খুশবু পাটানি। সোশ্যাল মিডিয়ায় ঘটনার দায় স্বীকার করে বলা হয়েছে, 'সব ভ্রাতৃবৃন্দের কাছে জয় শ্রী রাম রাম রাম। আমি বীরেন্দ্র চারন মহেন্দ্র সারান (দেলনা)। আজ যে গুলিবর্ষণ খুশবু পাটানি ও দিশা পাটানির বাড়ির (ভিলা নং ৪০, সিভিল লাইন্স, বর্লি, ইউপি) সামনে হয়েছে সেটা আমরা করিয়েছি। তিনি আমাদের পূজনীয় সাধুসন্তদের (প্রেমানন্দ জী মহারাজ এবং অনীরুদ্ধাচার্য জী মহারাজ) অপমান করেছেন। আমাদের ধর্মকে অবমাননা করার চেষ্টা করেছেন। দেবতাদের অপমান সহ্য করা হবে না। এটা ছিল কেবল একটি ট্রেলার।'
আরও পড়ুন এলভিশের বাড়ির বাইরে ২৫-৩০ রাউন্ড গুলিবর্ষণ, সলমন-কপিল শর্মার পর কেন 'টার্গেট' বিতর্কিত ইউটিউবার?
হুঁশিয়ারি দিয়ে আরও লেখা, 'পরবর্তীবার যদি তিনি বা অন্য কেউ আমাদের ধর্মকে অবমাননা করেন তাহলে তাঁদের বাড়িতে কেউ বেঁচে থাকবে না। এই বার্তা শুধু তাঁর জন্য নয়, চলচ্চিত্র জগতের সব শিল্পী ও তাঁদের সঙ্গে যুক্ত সকলের জন্য। ভবিষ্যতে যে কেউ এমন অপমানজনক কাজ করবে এমন পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকুন। আমাদের ধর্মকে রক্ষা করার জন্য আমরা যে কোনও সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। আমরা কখনও পিছপা হব না। আমাদের কাছে ধর্ম ও সমাজ এক এবং সেগুলো রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য।' পুলিশের তরফে জানানো হয়েছে, পোস্টটি আপাতত তদন্তের আওতায় রয়েছে।