Elvish Yadav House Firing: পুলিশের সঙ্গে দুষ্কৃতীর গুলির লড়াই, এলভিশের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত কে?

Elvish Yadav: অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী গুরগাঁওয়ে এলভিশের বাড়ির বাইরে গুলি চালায়। পুলিশের এনকাউন্টারের পর গ্রেফতার অভিযুক্ত। কে সেই ব্যক্তি? কী জানাচ্ছে ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ? জেনে নিন বিস্তারিত।

Elvish Yadav: অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী গুরগাঁওয়ে এলভিশের বাড়ির বাইরে গুলি চালায়। পুলিশের এনকাউন্টারের পর গ্রেফতার অভিযুক্ত। কে সেই ব্যক্তি? কী জানাচ্ছে ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ? জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

Elvish Yadav Attack: সলমন খানের বাংলোর বাইরে দুষ্কৃতিদের গুলি, কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে হামলার পর 'টার্গেট' বিতর্কিত ইউটিউবার ও বিগ বস OTT বিজয়ী এলভিশ যাদব! গত রবিবার ভোরে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী গুরগাঁওয়ে এলভিশের বাড়ির বাইরে গুলি চালায়। সেক্টর ৫৬-এ ইউটিউবার এলভিশের বাড়ির একতলায় গুলিবর্ষণের ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনার দিন এলভিশ  ব্যক্তিগত কাজে হরিয়ানার বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন এলভিশের বাবা ও কেয়ারটেকার। এক সপ্তাহ পেরনোর আগেই ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে ঘটনার মূল চক্রীকে। তিনজন মুখোশধারী দুষ্কৃতী ইউটিউবার এলভিশ যাদবের গুরুগাঁওয়ের বাড়িতে গুলি চালিয়েছে। 

Advertisment

পুলিশের এক মুখপাত্র জানান, যে ব্যক্তি গ্রেফতার হয়েছে সে একাধিক গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন। ইশান্ত আলিয়া গান্ধী নামে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ফরিদপুর গ্রাম সংলগ্ন টিগাঁও রোডে সেক্টর ৩০-এ একটি ২৬ বোর বন্দুক থেকে চার রাউন্ড গুলি চালায়। ক্রাইম ব্রাঞ্চের একটি দল অভিযুক্তকে আটকানোর চেষ্টা করে। গান্ধী যখন মোটরবাইকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন শুরু হয় গুলির লড়াই এবং ওই ব্যক্তি আহত হয়। পুলিশি প্রহরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ইশান্ত আলিয়া গান্ধীকে।

আরও পড়ুন এলভিশের বাড়ির বাইরে ২৫-৩০ রাউন্ড গুলিবর্ষণ, সলমন-কপিল শর্মার পর কেন 'টার্গেট' বিতর্কিত ইউটিউবার?

Advertisment

মুখপাত্র আরও জানান, লেটেস্ট তথ্য শীঘ্রই জানানো হবে। উল্লেখ্য, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই হিমাংশু ভাউ গ্যাং এই হামলার দায় স্বীকার করে। ইনস্টাগ্রামে পোস্টে জানায়, এলভিশ জুয়ার প্রচার করেন। সেই পোস্টে হুমকি দেওয়া হয়েছে 'যারা জুয়া প্রচার করবে, তাঁরা যেন এইরকম ঘটনার মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে'।

আরও পড়ুন তৃণমূলের শেখানো বুলি বলছেন', 'দ্য বেঙ্গল ফাইলস'-র নাম পরিবর্তন প্রসঙ্গে শাশ্বতর মন্তব্যের পালটা পরিচালক

গুরুগাঁও পুলিশ এই ঘটনায় এফএইআর দায়ের করেছে। হত্যার অভিসন্ধি, একাধিক অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ও অস্ত্র আইনের ধারায় যে অপরাধমূলক কাজের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। বাড়িতে গুলি চালানোর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন এলভিশ। কৃতজ্ঞতা স্বীকার করে লিখেছিলেন, 'আমার তরফ থেকে প্রত্যেককে ধন্যবাদ, যাঁরা এই দুঃসময়ে আমার পরিবারের পাশে ছিলেন। আমাদের জন্য চিন্তা করেছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।'

আরও পড়ুন বিদেশিনীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক-অবৈধ সন্তান, আমিরের 'কেচ্ছা' ফাঁস! কে এই জেসিকা?

Elvish Yadav