Subhashree Ganguly: 'আমি জানি না কতটা ভাল লাগবে..', দেবের 'ধূমকেতু' রিলিজের আগেই নিজেকে নিয়ে বড়াই করলেন শুভশ্রী?

দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কারণে, এই জুটি পরবর্তীতে আর কোন কাজ করেনি। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবি বহুদিন ধরে রিলিজের অপেক্ষায়। শুধু তাই নয়, ধূমকেতু দেব এবং শুভশ্রীর শেষ ছবি...

দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কারণে, এই জুটি পরবর্তীতে আর কোন কাজ করেনি। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবি বহুদিন ধরে রিলিজের অপেক্ষায়। শুধু তাই নয়, ধূমকেতু দেব এবং শুভশ্রীর শেষ ছবি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shubhashree Ganguly dev pair Dhumketu release soon tollywood news

কী এমন বললেন শুভশ্রী?

Subhashree Ganguly on Dhumketu: টলিপাড়ায় বর্তমানে কী কী চলছে? একঝাঁক নতুন ছবি রিলিজের মধ্যে খানে এখন একটি পুরোনো ছবির রিলিজ নিয়ে কথা চলছে। আলোচনা তুঙ্গে সেই ছবি নিয়ে। বিশেষ করে সেটা যদি দেব এবং শুভশ্রীর ছবি হয়, তাহলে তো কথাই নেই।

Advertisment

দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কারণে, এই জুটি পরবর্তীতে আর কোন কাজ করেনি। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবি বহুদিন ধরে রিলিজের অপেক্ষায়। শুধু তাই নয়, ধূমকেতু দেব ( Dev ) এবং শুভশ্রীর শেষ ছবি, যাতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। আর কাজ করবেন কিনা সেই নিয়ে সন্দেহ আছে। এই ছবি মুক্তি পেতে চলেছে ১৪ ই আগস্ট। আর এই ছবি নিয়ে যতটা উৎসাহিত দেব, শুভশ্রী নিজেও কি ততটাই উৎসাহিত?

Sabyasachi Chowdhury: 'কেউ নেই আমার..', কাছের মানুষটা হাত ছেড়েছে, …

Advertisment

সেই নিয়েই মুখ খুলে ছিলেন অভিনেত্রী। বর্তমানে তিনি ব্যস্ত শ্রীজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবি নিয়ে। কিন্তু ধুমকেতু নিয়ে তিনি এমন এক মন্তব্য করে বসেছেন, যাতে সমাজ মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন তিনি। তিনি নাকি আগের থেকে অনেকটা আপগ্রেড করেছেন নিজেকে। তার ছবি নাকি দেখতে অনেকেরই ভালো লাগবে না। বিশেষ করে তার অভিনয় দেখতে নাকি অনেকেরই ভালো লাগবে না বলেই দাবি করেছেন শুভশ্রী। রাজ ঘরণী বলছেন... "রানা দা আমাকে বলেছিলেন যে, এই ছবিটা রিলিজ করতে চলেছে। দর্শক যতটা এক্সাইটেড আমি তাদের জন্য বেশি খুশি হব। কিন্তু...

এত বছর আগের ছবি তখনও অভিনয়ের পারদর্শিতা নাকি দেখাতে পারেননি তিনি। বর্তমানে যে ধরনের কাজ করে তিনি সমৃদ্ধ হয়েছেন, ভাল অভিনেত্রীর খাতায় তাঁর নাম লিখিয়েছেন, ধূমকেতুতে নিজের অভিনয় নিয়ে তাঁর সন্দেহ আছে। তাই তো বললেন... "সত্যি কথা বলতে গেলে এই ছবিটা ভীষণ ভালো ছবি। খুব সুন্দর একটা গল্প আছে। কৌশিকদা দারুন ডিরেকশন দিয়েছিলেন। কিন্তু আমি এখন অনেকটাই আপগ্রেড ভার্সন। আমার অভিনয় দেখে মানুষের কতটা ভালো লাগবে এখন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কিন্তু, একটা পুরোনো ছবি, আমার নিজের ছবি, সেটা যখন রিলিজ করছে, আমি তো আগ্রহী হবই।"

Bharti Singh: ভীষণ অসুস্থ ভারতী সিং, চলছে চেক-আপ, ছোট সন্তানের জন্য আ…

শুভশ্রীর বক্তব্য শুনে বেশিরভাগ মানুষ তাকে যা নয় তাই বলেছেন। কেউ বলছেন, বরের সঙ্গে ২টো কাজ করেই ভাল হয়ে গেলেন? আবার কেউ তাকে এমনও বললেন, আমার তো মনে হয় আপনি ধূমকেতুর সময় বেশি ভাল ছিলেন। আবার কেউ এ কথাও বললেন, আপনি আপগ্রেড হয়ে কি হয়েছে জানেনা কেউই, কিন্তু দেব যখন আছে তখন বহু মানুষ এই ছবিটা দেখতে যাবে।

tollywood Dev Subhashree Ganguly tollywood news Tollywood Actress