/indian-express-bangla/media/media_files/2025/09/26/cats-2025-09-26-13-46-36.jpg)
কী দাবি আয়োজকের?
Zubeen Garg Death Case Update: ১৯ সেপ্টেম্বর বিশিষ্ট সংগীতশিল্পীর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বিনোদুনিয়া। মাত্র ৫২-তেই থামল সুরেলা সফর। সিঙ্গাপুরেএকটি অনুষ্ঠানে অংশ গ্রহণে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন জুবিন। প্রয়াত শিল্পীর মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছে SIT। জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালায় এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। মিডিয়া রিপোর্ট মোতাবেক জুবিনের মৃত্যুকাণ্ডে গ্রেফতার ড্রামার শেখর জ্যোতি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলেই খবর। এর মাঝেই ভিডিওবার্তায় বিস্ফোরক অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহান্ত। এক বিবৃতিতে তিনি বলেন, গায়ক জুবিন গর্গের মৃত্যুর সঙ্গে তাঁর নামকে শুধুমাত্র ‘টিআরপি’র স্বার্থে জড়ানো হচ্ছে। SIT তাঁর গুয়াহাটি বাসভবনে তল্লাশি চালানোর কয়েক ঘণ্টা পরই এই মন্তব্য করেন শ্যামকানু।
জুবিনের মৃত্যুর আগের দিন উত্তর-পূর্ব ভারতের একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া এবং চার দিনের শোকপালনের পর মঙ্গলবার থেকে শুরু হয় মৃত্যুর তদন্ত। দায়ের হয়েছে ৫৫টি এফআইআর যেখানে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে গ্রেফতারও হয়েছে ১। বৃহস্পতিবার শেয়ার করা এক ফেসবুক ভিডিওতে মহান্ত দাবি করেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি উল্লেখ করেন ১৯ সেপ্টেম্বর দুপুর ৩.৩০-এ দিকে জুবিনের মৃত্যুর খবর পান। আরও বলেন, যেহেতু গায়ককে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন তাই শিল্পীর মৃত্যুতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
আরও পড়ুন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশির পর জুবিনের মৃত্যুকাণ্ডে গ্রেফতার ১, শিল্পীকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি আমিরের
মহান্ত ওই ভিডিওবার্তায় বলেন, জুবিন সিঙ্গাপুরের পাঁচতারা প্যান প্যাসিফিক হোটেলে ছিলেন এবং তাঁর পারফরম্যান্স ভূপেন হাজরিকার উদ্দেশ্যে উৎসর্গ করার পরিকল্পনা করেছিলেন। বৃহস্পতিবার এসআইটি উত্তর-পূর্ব ভারত উৎসবের আয়োজক শ্যামকানু মহান্ত এবং তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাসভবনে তল্লাশি চালায়। উল্লেখ্য,শ্যামকানু মহান্ত এবং গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার ছাড়াও ড্রামার শেখর জ্যোতি গোস্বামী এবং ব্যবসায়ী সঞ্জীব নারাইনের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে।
মঙ্গলবার গুয়াহাটির উপকণ্ঠ কামারকুচি গ্রামে রাজকীয় মর্যাদায় সম্পন্ন হয় জুবিনের শেষকৃত্য। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর জুবিনের স্ত্রী কান্নামিশ্রিত কণ্ঠে বলেন, 'আমরা ‘রোই রোই বিনালে’ নামে একটি ছবিতে কাজ করছিলাম। তিনি চেয়েছিলেন ছবিটি ৩১ অক্টোবর মুক্তি পাক। তাই হয়তো এখনই আমাদের আবার কাজে ফিরে ওঁর ইচ্ছেমতোই নির্দিষ্ট তারিখেই ছবিটি মুক্তি দেওয়া উচিত।'
আরও পড়ুন জুবিনের কফিনের সামনে চোখে জল চার পোষ্যর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও