গায়িকা কণিকা কাপুর করোনা আক্রান্ত। বেবি ডল-এর গায়িকা কিছুদিন আগেই লন্ডন থেকে ফিরেছেন। ইনস্টাগ্রামে নিজেই খবরটি শেয়ার করেছেন কণিকা কাপুর। তিনি লেখেন, ''বিগত চারদিন ধরে আমার জ্বরের লক্ষণ ছিল। পরীক্ষা করানোর পর বোঝা যায় আমি কোভিড-১৯-তে আক্রান্ত। আমার পরিবার এবং আমি পুরোপুরি কোয়ারান্টাইনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ নিয়ে চলেছি।''
আরও পড়ুন, করোনা সচেতনতায় ‘করুণাময়ী রাণী রাসমণি’ অভিনেতাদের বিশেষ ভিডিও
তিনি আরও লেখেন, ''দশদিন আগে ভারতে ফেরার পর বিমানবন্দরে রুটিন পদ্ধতিতেই স্ক্যান করা হয়। চারদিন আগেই লক্ষণ দেখা গিয়েছে। এই পর্যায়ে, আমি অনুরোধ করব প্রত্যেকে যেন স্বেচ্ছা আইসোলেশনে যান এবং লক্ষণ দেখা গেলে পরীক্ষা করান। আমি ঠিক আছি, কেবল জ্বর ও সামান্য উচ্চ তাপমাত্রা রয়েছে। দায়িত্বশীল নাগরিকের প্রত্যেকে নিয়ম মানা প্রয়োজন।''
আরও পড়ুন, লন্ডন থেকে ফিরে স্বেচ্ছা আইসোলেশনে ইরফান পুত্র
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০৬। মারণ ভাইরাসে এদেশে মৃত্যুর সংখ্যা ৪।
করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। এই পরিস্থিতিতে আগামী রবিবার ১৪ ঘন্টার জন্য জনতা কার্ফুর ঢাক দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দিল্লি হাইকোর্টে কেন্দ্র জানিয়েছে যে, ইরানে বসবাসকারী ১,৫২৪ ভারতীয়ের মধ্যে ২৯৮ জনের শরীরে করোনাভাইরাস মিলেছে। রাজ্যেও একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে।
Read the full story in English