/indian-express-bangla/media/media_files/2025/06/10/hgmtz4fYudZsIVeOCOGc.jpg)
চলে গেলেন সঙ্গীতের অন্যতম মায়েস্ত্রো
Death News: একের পর এক তারকার মৃত্যু, ভক্তরা রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন। বিশেষ করে, সঙ্গীত জগতের পায়নিয়ারের মৃত্যুর পর যেন আরও বেশি করে আলোচনা। আলোচনার থেকে বেশি এমন এক কাণ্ড ঘটেছে, যাতে চমকে যেতে হয়। বিপ্লবী সংগীত শিল্পী এবং শো ম্যান স্লাই স্টোন মারা গিয়েছেন। এবং তারপর, থেকেই আরেক তারকার মৃত্যুর খবর শোনা যাচ্ছে।
৮২ বছর বয়সে প্রয়াত স্ল্যাই স্টোন। এই মানুষটি সংগীতের জগতে বিপ্লব ঘটিয়েছিলেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবার। সেই খবরে তারা জানিয়েছেন, আমরা খুবই দুঃখের সাথে আমাদের প্রিয় বাবা স্লাই স্টোন এবং ফ্যামিলি স্টোন এর মৃত্যু ঘোষণা করছি। সিওপিডি এবং অন্যান্য অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর, তিনি তার তিন সন্তান এবং বন্ধুদের সম্মুখে শান্তিপূর্ণভাবে মারা গিয়েছেন। তাঁর অনুপস্থিতি আমাদের কাছে শোক। কিন্তু তারপরও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমরা যেন সান্তনা পাই। আগামী প্রজন্মের জন্য নতুন সংগীতে অনুপ্রেরণা রাখতে পারি।
Tollywood Actress Tragic Life: আগের দিন রাতেও কথা হয়েছিল, বিয়ের দি…
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/GettyImages-139839412-595950.jpg?w=1581&h=1054&crop=1)
এদিকে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে, র্যাম্বো অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের মৃত্যু নিয়েও উঠছে গুজব! অভিনেতা অত্যন্ত জনপ্রিয় নিজের চরিত্রের মাধ্যমে। এমন কিছু অভিনয় তিনি উপহার দিয়েছেন দর্শকদের, যে তার মৃত্যু হয়েছে শুনেই চমকে উঠেছেন বেশিরভাগ। মারা তো গিয়েছেন স্লাই স্টোন তাহলে সকলে অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনএর আত্মার শান্তি কামনা করছেন কেন? একটু খেয়াল করলে দেখা যাবে, স্লাই স্টোনের আসল নাম, সিলভেস্টার স্টুয়ার্ট। ফলেই এই শিল্পীর মৃত্যুতে অনেকেই টেনে এনেছেন আরেক অভিনেতাকে।
/indian-express-bangla/media/post_attachments/782e6cd7-c27.jpg)
যদি ওই অভিনেতা বহাল তবিয়াতে বেঁচে আছেন। এবং বেশ কিছু ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, সিলভেস্টার স্ট্যালোন বেঁচে আছেন এবং ভালো আছেন। আবার কেউ লিখলেন, স্লাই স্টোন, সিলভেস্টার স্ট্যালোন না। দয়া করে ভুলভাল রটাবেন না।