/indian-express-bangla/media/media_files/2025/07/08/cats-2025-07-08-10-45-34.jpg)
কবে কখন দেখবেন?
Smriti Irani Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2: সালটা ছিল ২০০০। ঘড়ির কাঁটার সময় অনুযায়ী টেলিভিশনের পর্দায় চোখ রাখত আবালবৃদ্ধবনিতা। সৌজন্যে 'কিউ সাস ভি কভি বহু থি'। দর্শকের ভালবাসায় দীর্ঘ আট বছর সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিকটি। শেষ এপিসোড সম্প্রচারিত হয়েছে ২০০৮ সালের ৬ নভেম্বর। মাঝে কেটে গিয়েছ ২৫ বছর, তবুও এই ধারাবাহিকের জলুস কিন্তু বিন্দুমাত্র ফিকে হয়নি। এই সিরিয়ালের সঙ্গে জড়িত প্রতিটি চরিত্র আজও রয়েছে দর্শকের হৃদয়জুড়ে। সেই নস্ট্যালজিয়া উসকে প্রকাশ্যে কিউ কি সাস ভি কভি বহু থি-র প্রথম প্রোমো। কাল্ট ক্লাসিক মেগায় 'তুলসী' রূপেই ফিরেছেন স্মৃতি ইরানি।
৩ জুলাই কিউ কি সাস ভি বহু থি-র ২৫ বছর পূর্তিতে প্রোমো মুক্তির পরিকল্পনা ছিল প্রযোজক একতা কাপুরের। বিশেষ কিছু সমস্যার জন্য সেই নির্দিষ্ট দিনে প্রোমো মুক্তি সম্ভব হয়নি। তাই কয়েকটি দিন পিছিয়ে মুক্তি পেল কউ কি সাস ভি কভি বহু থি ২-এর প্রথম প্রোমো। যা দেখে জিয়া নস্ট্যাল ১৩ থেকে ৮৩। বলাবাহুল্য, প্রোমোতেও রয়েছে তারই ছোঁয়া। দীর্ঘ আট বছর একটানা একটি এপিসোড মিস না করে যাঁরা এই ধারাবাহিক দেখেছেন তাঁদের কাছে যেন কিউ কি সাস ভি বহু থি ২ বিনা মেঘে বৃষ্টির মতো একটা অবিচ্ছিন্ন ঘটনা।
রাজনীতির ময়দানে যে স্মৃতি ইরানি বক্তব্য পেশ করেন, তিনিই এবার তুলসী রূপে ফ্রেমবন্দি হবেন ছোট পর্দায়। দর্শকের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘ ২৫ বছরের। তাই এই সাক্ষাৎ হওয়ারই ছিল, এমনটাই মনে করেন স্মৃতি ইরানি। স্মৃতি উসকে প্রথম প্রোমোতে তুলসী তলায় ঘটি দিয়ে জল দেওয়ার সেই দৃশ্যের ঝলক মনে করিয়ে দেয় সেই সোনালি দিনগুলোকে। স্মৃতি ইরানির কামব্যাক নিয়ে যখন দর্শক উচ্ছ্বসিত তখন সেই উত্তেজনার পারদকে আরও খানিকটা তোল্লাই দিয়েছে অমর উপাধ্যায় অর্থাৎ মিহির ভিরানি।
আরও পড়ুন দাদা-বোনের গল্পে প্রেমের পরশ, শুরু হচ্ছে নতুন মেগা 'দাদামণি', কোথায় কখন দেখবেন?
যৌথ পরিবারের হাসি-আনন্দ, মান-অভিমানের গল্পের আধারে তৈরি কিউ কি সাস ভি বহু থি-র ছোঁয়া দ্বিতীয় পর্বেও থাকবে বলে আশাবাদী দর্শক। নির্দিষ্ট চ্যানেলের তরফে প্রোমো প্রকাশ করে জানানো হয়েছে আগামী ২৯ জুলাই থেকে রাত সাড়ে দশটায় সম্প্রচারিত হবে কিউ কি সাস ভি বহু থি ২। দ্বিতীয় ভাগে স্মৃতি ইরানি, অমর উপাধ্যায় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন হিতেন তেজওয়ানি, গৌরী প্রধান। শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শুটিং। গত সপ্তাহেই প্রোমো শুট হয়েছে, তারপর স্মৃতি ইরানির তুলসী লুকও আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে।