/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/lead-51.jpg)
বাঁদিকে 'দুর্গা দুর্গেশ্বরী' ও ডানদিকে 'কুঞ্জছায়া'-র পোস্টার। ছবি: স্টার জলসা-র ফেসবুক পেজ থেকে
Social drama trend returns in Bengali Television: ২০১৭ সালে 'করুণাময়ী রাণী রাসমণি' বাংলা টেলিভিশনে নতুন করে পিরিয়ড ড্রামার ট্রেন্ড সেট করে। তার পরেই একের পর এক পিরিয়ড ও বায়োপিক এসেছে। কোনওটি সফল, কোনওটি বিফল। কিন্তু ২০১৮ সালে 'কৃষ্ণকলি'-র লঞ্চ এবং তার পরবর্তী সাফল্য ফিরিয়ে দিয়েছে সোশাল ড্রামা সম্পর্কে দর্শকের আগ্রহ এবং নির্মাতাদের আস্থা। সামনেই আসছে চারটি মেগা-বাজেট মেগাসিরিয়াল এবং তার প্রত্যেকটিই সোশাল ড্রামা।
চারটি ধারাবাহিকের দুটির সম্প্রচারের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ২৬ অগাস্ট থেকে আসছে স্টার জলসা-র 'কুঞ্জছায়া' এবং আগামী ২ সেপ্টেম্বর থেকে ওই একই চ্যানেলে আসছে 'দুর্গা দুর্গেশ্বরী'। ওদিকে জি বাংলা-র ধারাবাহিক 'আলোছায়া'-র সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। স্টার জলসা-র 'এখানে আকাশ নীল'-এর ক্ষেত্রেও তাই। তিনটি ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই প্রকাশিত এবং তিনটির গল্পের প্রেক্ষাপটে যে সাম্প্রতিক সময় উঠে আসবে, তা মোটামুটি স্পষ্ট। 'এখানে আকাশ নীল'-এর ফাইনাল প্রোমো এখনও সামনে না এলেও, এটাও যে সোশাল ড্রামা তা ইতিমধ্যেই দর্শকের জানা।
আরও পড়ুন: ‘তোমার অ্যাক্টিং খুব ন্যাচারাল, ভাল লাগে’, বকুলের প্রশংসায় পঞ্চমুখ দাদা
কুঞ্জছায়া
মূলত সামাজিক ও পারিবারিক মূল্যবোধের গল্প বলবে। বাংলা ও বাঙালির ঐতিহ্যকেও বোনা হবে চিত্রনাট্যে এমনটাই জানা গিয়েছে। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আদর্শবাদী এক মাস্টারমশাই যিনি গ্রামের স্কুলে পড়ান এবং সেখানকার তরুণ প্রজন্মকে নৈতিক চরিত্র গঠনে আগ্রহী। এই ভূমিকায় দেখা শঙ্কর চক্রবর্তীকে। কিন্তু আদর্শগত অবক্ষয় ঘটেছে তাঁর নিজের পরিবারেই। এবং এই অবক্ষয়ের বিরুদ্ধে তাঁর নতুন করে লড়াই নিয়েই বোনা হবে গল্প। নায়ক-নায়িকার ভূমিকায় রয়েছেন পল্লবী দে ও সোমরাজ মাইতি। সোম থেকে শুক্র রাত নটার স্লটে এই ধারাবাহিক প্রতিদ্বন্দ্বিতা করবে আরও একটি সুপারহিট সোশাল ড্রামার সঙ্গে-- বকুলকথা।
দুর্গা দুর্গেশ্বরী
সোশাল ড্রামা হলেও মূল কাহিনিতে রয়েছে শুভ ও অশুভের দ্বন্দ্ব। পৌরাণিক কাহিনি ও চরিত্রের বেশ খানিকটা প্রতিফলন দেখা যাবে ধারাবাহিকের গল্পে। লার্জার দ্যান লাইফ ভিলেন এখানে পুরুষ নয়, এক মহিলা। এবং গল্পের সময়কালটি রাখা হয়েছে সাম্প্রতিক সময়। সোম থেকে শনি সন্ধ্যা সাড়ে ছটার স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক এবং প্রতিদ্বন্দ্বিতা করবে 'করুণাময়ী রাণী রাসমণি'-র সঙ্গে। অর্থাৎ এখানেই ঘটবে দুটি ট্রেন্ডের লড়াই, পিরিয়ড বনাম সোশাল। দেখা যাক এই বিশেষ স্লটে রাসমণির ভিউয়ারশিপে কতটা ভাগ বসাতে পারে এই ধারাবাহিক কারণ কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রাসমণি-রই প্রাক্তন অভিনেত্রী।
আরও পড়ুন: ভগবানের আশীর্বাদে প্রেম জীবন ভালই: বকুলকথা-নায়িকা
আলোছায়া
জি বাংলা-র ধারাবাহিক 'আলোছায়া'-র সম্প্রচারের তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে সম্ভবত সেপ্টেম্বর থেকেই শুরু হবে। দুই বোনের গল্প বলবে এই ধারাবাহিক। এই ধরনের গল্প আগেও দেখেছেন দর্শক টেলিপর্দায়, যেখানে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের জটিলতাই ইউএসপি। 'পটলকুমার গানওয়ালা'-র খুদে অভিনেত্রী হিয়া দে ফিরছে আবার টেলিপর্দায় এই ধারাবাহিকে। তাই এই ড্রামা নিয়েও দর্শকের আগ্রহ থাকবে এবং টিআরপিতেও ভাল ফল করবে আশা করা যায়।
এখানে আকাশ নীল
এছাড়াও দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন 'এখানে আকাশ নীল'-এর পরবর্তী প্রোমোর। স্টার জলসা-র ফ্ল্যাগশিপ ধারাবাহিকের সিকোয়েল অথবা রিমেক হতে চলেছে এই ধারাবাহিক। এখনও পর্যন্ত জানা যায়নি লিড চরিত্রের নায়ক ও নায়িকার নাম। তবে টেলিপাড়ার জল্পনা, কয়েক মাস আগে শেষ হওয়া স্টার জলসা-র এক নায়ককেই মুখ্য চরিত্রে দেখতে পাবেন দর্শক। উজান-হিয়ার প্রেমের গল্প ১০ বছর পরেও দর্শকের স্মৃতিতে তাজা। তাই এই ধারাবাহিকের সাফল্যের সম্ভাবনা অনেকটাই বেশি।
আরও পড়ুন: দক্ষিণী ছবিতে বাংলার অভিনেতা! নায়কের ভূমিকায় রণজয়
এই চারটি ধারাবাহিক ছাড়াও সান বাংলা-তে খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটি নতুন সোশাল ড্রামা যার আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। সূত্রের খবর অনুযায়ী, আগামী সপ্তাহেই আসতে পারে প্রোমো। বাংলা টেলিপর্দার অত্যন্ত জনপ্রিয় এক নায়ক ও এক নায়িকাকে দেখতে চলেছেন দর্শক ওই ধারাবাহিকের লিড চরিত্রে। সব মিলিয়ে তাই ২০১৯-এর দ্বিতীয় ভাগে, সোশাল ড্রামাই ট্রেন্ড এখন বাংলা টেলিপর্দায়।