Actor Tragic Life: লিভারের জটিল অসুখে অভিনেতার কঠিন জীবনসংগ্রাম, চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন..

Actor Tragic Life: ইন্ডাস্ট্রির নামমাত্র সাফল্যের ঝলকের পেছনে ব্যর্থতার সংখ্যা অনেক বেশি। আর সেই সব হৃদয়বিদারক কাহিনির একটি হল অভিনেতা কিঙ্গারের জীবনগাথা।

Actor Tragic Life: ইন্ডাস্ট্রির নামমাত্র সাফল্যের ঝলকের পেছনে ব্যর্থতার সংখ্যা অনেক বেশি। আর সেই সব হৃদয়বিদারক কাহিনির একটি হল অভিনেতা কিঙ্গারের জীবনগাথা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
actor1

এই অভিনেতার জীবন কাহিনী কষ্ট দেবে...

সিনেমার জগৎ কেবল আড়ম্বর ও মোহময়তার আচ্ছাদনেই সীমাবদ্ধ নয়। এর অন্তরালে লুকিয়ে থাকে অসংখ্য অজানা ও বেদনাময় গল্প। যেখানে অনেকের সংগ্রাম রয়ে যায় অজানা। ইন্ডাস্ট্রির নামমাত্র সাফল্যের ঝলকের পেছনে ব্যর্থতার সংখ্যা অনেক বেশি। আর সেই সব হৃদয়বিদারক কাহিনির একটি হল অভিনেতা কিঙ্গারের জীবনগাথা। প্রতিশ্রুতিশীল ও প্রভাবশালী অভিষেকের পরও আজ তিনি জীবনের জন্য লড়াই করছেন।

Advertisment

৪৪ বছর বয়সী এই অভিনেতা গুরুতর লিভারের অসুখে আক্রান্ত। শারীরিক দুরবস্থা ও আর্থিক সংকট মিলিয়ে তার দিনযাপন হয়ে উঠেছে অসহনীয়। বেকারত্ব আর একা থাকার কারণে চিকিৎসার খরচ ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গত বছর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রায়ই তাকে সরকারি খাবারের উপর নির্ভর করতে হয়। ভারাক্রান্ত হৃদয়ে তিনি বলেছিলেন, যে কোনো দিন হয়তো তিনি শেষ হয়ে যেতে পারেন। এতটা অসহায় তিনি, তাঁর কথাতেই বোঝা যাচ্ছে। 

Jasmine Bhasin: ঘরে আটকে রেখেছিলেন পরিচালক, অডিশনের নামে ভয়ঙ্কর যৌন হেনস্থার শিকার অভিনেত্রী

Advertisment

জন্মসূত্রে এই মালয়ালি অভিনেতা প্রয়াত জনপ্রিয় অভিনেতা টিপি রাধামণির ছেলে। টিপি রাধামণি তামিল ও মালয়ালমের অসংখ্য বিশিষ্ট শিল্পীর সঙ্গে কাজ করেছিলেন। ২০১৯ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হলে কিঙ্গারের জীবনে অস্থিরতা আরও বেড়ে যায়।

কিঙ্গার অভিনয় ২০০২ সালে ধনুশের সঙ্গে থুল্লুভধো ইলামাই চলচ্চিত্রে অভিষেক করেন। ধনুশের ভাই সেলভারাঘবনের চিত্রনাট্যে ও তাদের বাবা কস্তুরি রাজার পরিচালনায় নির্মিত এই সিনেমা অভিনয়কে ব্যাপক নজরে আনে এবং সেই বছরই তাকে Jjunction-এ প্রধান ভূমিকায় দেখা যায়। একই সময়ে, তিনি কিংবদন্তি পরিচালক ফাজিলের, 'কাই এথুম ধুরাথু' - ছবির মাধ্যমে মালায়ালম ইন্ডাস্ট্রিতে পা রাখেন, যা ছিল ফাহাদ ফাসিলেরও অভিষেক ছবি। 

Bollywood: লিড নায়ক-নায়িকার সম্পর্কে ভাঙন, সুর চুরির বিতর্ক- বলিউডের এই ছবির নেপথ্যের গল্প জানলে চমকে যাবেন..

এরপর অভিনয় তামিল সিনেমার 'দাস', 'পোন মেগালাই', 'থোদাক্কাম', 'সোল্লা সোল্লা ইনিক্কুম', 'পালাইভানা সোলাই', 'অরুমুগাম', 'কাথাই', 'অরোহনাম' এবং 'এন্দ্রেন্দ্রুম পুন্নাগাই'-তে অভিনয় করেন। তাকে শেষবার দেখা যায় ২০১৪ সালে শ্রীনাথ পরিচালিত অ্যাকশন-কমেডি ভল্লাভানুক্কু পুলুম আয়ুধাম-এ, যেখানে অভিনয় করেছিলেন সান্থানম ও আশনা জাভেরি। এছাড়াও, অভিনয় একজন ডাবিং শিল্পী হিসেবেও কাজ করেছেন। থুপ্পাক্কি (২০১২) ও আনজান (২০১৪)-এ মিলিন্দ সোমান, পাইয়া (২০১০)-এ বাবু অ্যান্টনি এবং কাকা মুত্তাই (২০১৫)-এ বাবু অ্যান্টনির কণ্ঠ দিয়েছেন তিনি।

Entertainment News Entertainment News Today Bollywood Actor