Advertisment

সব ছেড়েছুড়ে লন্ডন চলে যাবেন সোনম?

Sonam Kapoor, Anand Ahuja: বিয়ে হয়েছে লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে। শোনা যাচ্ছে এবার পাকাপাকিভাবে সেখানেই চলে যাবেন সোনম কাপুর।

author-image
IE Bangla Web Desk
New Update
Sonam Kapoor may shift to London to stay with Anand Ahuja

সোনম কাপুর ও আনন্দ আহুজা। ছবি: সোনমের ফেসবুক পেজ থেকে

Sonam Kapoor, Anand Ahuja, Bollywood: এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি সোনম কাপুর। কিন্তু বলিউডে সম্প্রতি জোরদার হয়েছে গুঞ্জন, এবার পাকাপাকি ভাবে মুম্বই ছেড়ে চলে যাবেন নায়িকা। তাঁর স্বামী আনন্দ আহুজার বাড়ি লন্ডনে। ওই শহরেই সোনম ও আনন্দের প্রথম দেখা ও প্রেম। সেখানেই এবার দৈনন্দিন জীবন কাটবে নায়িকার, এমনটাই শোনা যাচ্ছে। তবে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, সোনমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে মুম্বই ছেড়ে যাচ্ছেন না নায়িকা।

Advertisment

গত বছর বিয়ে হয়েছে সোনম কাপুর ও আনন্দ আহুজার। তার পর থেকেই দুজনে প্রচুর জায়গায় ভেকেশনে গিয়েছেন, তার মধ্যে বেশিরভাগ জায়গাই ছিল বিদেশে। লন্ডনেও থেকেছেন অনেকটা সময়। আবার তার ফাঁকেই বার বার এদেশে উড়ে আসতে হয়েছে অভিনেত্রীকে তাঁর কাজের সুবাদে।

আরও পড়ুন: ‘বটল ক্যাপ চ্যালেঞ্জ’ নিলেন বাংলার অভিনেতারা

এরই মধ্যে 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' মুক্তি পেয়েছে যা বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তার পরেই আবার সোনম কাপুরের পরের ছবি, 'দ্য জোয়া ফ্যাক্টর'-এর কাজ শুরু হয়ে গিয়েছে। বার বার আসা-যাওয়া করতেই হচ্ছে সোনমকে। বলিউডে এমন গুঞ্জন, যে এবার আগামী বেশ কিছুটা সময় সংসারে মন দেবেন সোনম।

আরও পড়ুন: ‘হেমা না পারলেও আমি কিন্তু ঝাড়ু দিতে পারি’: ধর্মেন্দ্র

এমনকী শোনা গিয়েছে, মুম্বইয়ে সম্প্রতি যে দামি ফ্ল্যাটটি কিনেছেন সোনম কাপুর, সেটিও নাকি বিক্রি করে দেবেন তিনি এবং লন্ডনের নটিং হিল-এ একটি বাড়ি কিনবেন। সবটাই কানাঘুষো এবং এর কতটা সত্যি তা এখনই বলা যাচ্ছে না। তবে টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, সোনমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বলিউড ছেড়ে দেওয়ার কোনও পরিকল্পনাই নেই সোনমের।

bollywood sonam kapoor Celeb Gossip
Advertisment