/indian-express-bangla/media/media_files/2024/12/10/6dhX3G08iA9sxy4TVcru.jpg)
যা বললেন গায়ক...
Sonu Nigam Srinagar concert: প্লেব্যাক গায়ক ও সঙ্গীত পরিচালক সোনু নিগম, যিনি তাঁর চিরসবুজ গানের জন্য বরাবরই ভক্তদের প্রিয়, আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। প্রায় আট বছর আগে আজান (ইসলামিক নামাজের আহ্বান) নিয়ে করা মন্তব্যের জেরে যে বিতর্ক শুরু হয়েছিল, তা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে তাঁর প্রথম কনসার্টে দর্শক উপস্থিতি ছিল খুবই কম, যা নিয়ে ব্যাপক আলোড়ন পড়েছে।
ডাল লেকের ধারে এসকে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (SKICC) অনুষ্ঠিত সেই অনুষ্ঠানের একটি ভিডিও, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সোনু আজানের সময় তাঁর গান মাঝপথে থামিয়ে বলেন, "দয়া করে আমাকে দুই মিনিট দিন, আজান শুরু হতে চলেছে।" তাঁর এই বক্তব্যের পর দর্শকরা উচ্ছ্বাস ও করতালির মাধ্যমে সমর্থন জানান। আজান শেষ হওয়ার পর সোনু আবার তাঁর গান শুরু করেন।
Bigg Boss 19: 'শরীরের অবস্থা ভাল নয় ওর', বিগ বস থেকে বেরিয়েই কাকে 'দ্বিমুখী' বললেন নেহাল
তবে, এই সৌজন্যমূলক আচরণ সত্ত্বেও, ডেকান হেরাল্ড-এর প্রতিবেদনে জানা গেছে যে কনসার্টে প্রত্যাশার তুলনায় দর্শক উপস্থিতি খুবই কম ছিল। শ্রীনগরের এক স্থানীয় বাসিন্দা জানান, “অনুষ্ঠানটি হাউসফুল হবে বলে আশা করা হয়েছিল, কিন্তু অনেক আসন খালি ছিল।” অনেকের ধারণা, ২০১৭ সালের বিতর্কের জেরেই কনসার্ট বয়কটের ডাক পড়ে থাকতে পারে।
উল্লেখ্য, ২০১৭ সালে সোনু নিগম একাধিক টুইট করে লাউডস্পিকারে আজান দেওয়ার প্রথার বিরোধিতা করেছিলেন। তিনি লিখেছিলেন, “আমি মুসলিম নই, তবুও আজানের শব্দে আমাকে সকালে জাগতে হয়। ভারতে এই জোরপূর্বক ধর্মীয়তা কবে শেষ হবে?” পরের টুইটগুলিতে তিনি এটিকে “জোরপূর্বক ধর্মীয়তা” এবং “গুন্ডাগর্দি” বলে অভিহিত করেন।
Today's Top 5 Entertainment News: দেবশ্রী রায়কে হেনস্থা, চন্দন সেন কী বললেন SIR- নিয়ে, একঝলকে দেখে নিন টপ ৫ খবর
সম্প্রতি সেই পুরনো টুইটগুলি আবারও অনলাইনে ভাইরাল হয়েছে, যার ফলে সোনু নিগমের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে এবং তাঁর কনসার্ট বয়কটের ডাক পড়েছে। যদিও বিতর্ক নতুন করে জোর পেয়েছে, শ্রীনগরে আজানকে সম্মান জানিয়ে গান থামানোর জন্য সোনুর এই পদক্ষেপ নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us