সোমবার টি-সিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন সোনু নিগম। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে বলিউডের বহু মানুষকে। স্বজনপোষণ, নেপোটিজম নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তার মধ্যেই সঙ্গীত জগতের অন্ধকার দিক প্রকাশ্যে আনার চেষ্টা করেছেন গায়ক সোনু নিগম।
কিছুদিন আগে একটি ভিডিয়োতে মিউজিক ইন্ডাস্ট্রিকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, “প্রযোজক, পরিচালক এবং মিউজিক কম্পোজাররা নতুন ট্যালেন্ট নিয়ে কাজ করতে চান, কিন্তু যখনই কোনও মিউজিক কোম্পানির জোট বাঁধা হয়, সেটা আর সম্ভব হয় না। সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে দুটো কোম্পানি এবং দুজন মানুষ। তারাই ঠিক করে, কে গাইবে আর কে নয়।”
আরও পড়ুন, কাস্টিং-এ কোনওদিন হস্তক্ষেপ করেননি প্রসেনজিৎ, ‘অন্নদাতা’ প্রসঙ্গে শ্রীলেখাকে বিঁধলেন ধানুকা
টি-সিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারের বিরুদ্ধে সোনুর অভিযোগ, তাঁর নাম খারাপ করার চেষ্টা চলছে। মিউজিক ইন্ডাস্ট্রির শক্তিশালীদের নাম নিয়ে তৈরি ভিডিয়োটির নাম দিয়েছেন, ''লাথো কি মাফিয়া বাতো সে নেহি মানতে।''
আরও পড়ুন, ‘দুটো কোম্পানিই মিউজিক ইন্ডাস্ট্রি চালায়, এবং ঠিক করে কে গান গাইবে’
এই নতুন ভ্লগে সোনু নিগম, ভূষণ কুমারকে হুঁশিয়ারি দিয়েছেন যেন তিনি তাঁর নাম খারাপ করার চেষ্টা না করেন। ভিডিয়োতে তিনি বলেন, ''এবার আমি ভূষণ কুমারের নাম নিচ্ছি। তুমি ভুল লোকের সঙ্গে টক্কর নিয়েছ। সেই সময়টা বোধহয় ভুলে গিয়েছ যখন তুমি আমার বাড়ি এসে একটা অ্যালবাম করে দেওয়ার অনুরোধ করেছিলে। স্মিতা ঠাকরে ও বাল ঠাকরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলে। আবু সালেমের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ করেছিলে। এসব মনে আছে তো? তোমাকে সাবধান করছি আমার সঙ্গে এসব করো না। আশা করি তোমার মারিনা কৌরকে মনে আছে। আমার সঙ্গে পাঙ্গা নিও না, তাহলে ভিডিয়ো গুলো আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেব।''
সম্প্রতি তৈরি করা এই ভিডিয়োতে, ''সোনু ছয়জনের গায়কের'' দলের কথা উল্লেখ করেছেন। যেখানে তিনি আরমান মালিকেও নাম নিয়েছেন। যদিও আরমান এই সমস্ত অভিযোগ অস্বীকার করে একটি বিবৃতি দিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন