/indian-express-bangla/media/media_files/2025/08/21/nisha-noor-death-reason-movies-2025-08-21-13-49-06.jpg)
কে এই অভিনেত্রী?
Actress Tragic Life: বাইরের চোখে সিনেমা জগতকে যতটা ঝলমলে ও স্বপ্নময় মনে হয়, বাস্তবে এর অন্দরমহল অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর এবং নিষ্ঠুর। কেউ কেউ অসামান্য সাফল্য অর্জন করে শীর্ষে পৌঁছান, আবার অনেকের স্বপ্ন পূরণের আগেই ভেঙে যায়। এমনই এক মর্মান্তিক জীবন অভিনেত্রী নিশা নূর–এর, যিনি দক্ষিণী সুপারস্টার মোহনলাল, মামুট্টি, রজনীকান্ত ও কমল হাসানের সঙ্গে কাজ করেও শেষ জীবনে একাকী ও করুণ পরিণতির শিকার হন।
তামিলনাড়ুতে জন্ম নেওয়া নিশার কৈশোরেই বিয়ে হয়েছিল এক খুড়তুতো ভাইয়ের সঙ্গে, তবে তা বেশিদিন টেকেনি। পরে তাঁদের বিচ্ছেদ ঘটে। সিনেমায় তাঁর প্রবেশ ছিল প্রায় আকস্মিক, তবু ১৯৮০-এর দশকের শুরুতেই তিনি দ্রুত জনপ্রিয়তা পান। পরিচালক জুটি কৃষ্ণন–পাঞ্জুর মঙ্গলা নায়াগি (১৯৮০) দিয়ে পর্দায় অভিষেক ঘটে নিশার। এরপর একের পর এক বড় পরিচালকের ছবিতে তিনি কাজ করেন। যাদের মধ্যে, কে. বালাচন্দ্র, ভারতীরাজা, আইভি শশী, এসপি মুথুরামন সহ আরও অনেকে রয়েছেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'টিক টিক টিক', 'শ্রী রাঘবেন্দ্রার', 'আইয়ার দ্য গ্রেট', 'দেবসুরম', 'আভাল সুমঙ্গলিথান' ইত্যাদি। পর্দায় তাঁর উপস্থিতি একসময় দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছিল।
Shah Rukh Khan: 'আমার এক হাত-ই যথেষ্ট', পুত্র আরিয়ানের বিশেষ দিনে কে…
কিন্তু ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা সামলাতে হয় তাঁকে। এক প্রযোজকের প্রেমে পড়ে তিনি প্রতারিত হন। প্রথমে ভুয়ো প্রেম দেখিয়ে তাঁর সঞ্চয় হাতিয়ে নেওয়া হয়, তারপর একেবারে পরিত্যক্ত হন তিনি। সেই সময়েই তাঁর অভিনয় ক্যারিয়ার ম্লান হয়ে আসছিল, ফলে আর্থিক সংকটে পড়েন নিশা।
অভাগা জীবনের গল্প এখানেই শেষ হয়নি। অর্থকষ্ট চরমে পৌঁছালে তাঁকে জোর করে দেহব্যবসায় নামানো হয়। এমনকি গুজব ছিল তাঁর প্রাক্তন সঙ্গীর হাতও ছিল এ ঘটনায়। ধীরে ধীরে চলচ্চিত্রজগতে তাঁর দরজা বন্ধ হয়ে যায়। আর তিনি পুরোপুরি বিস্মৃতিতে হারিয়ে যান।
Bollywood: খুঁজে পাওয়া যায়নি বডি, মায়ের মৃত্যু নিয়ে সরব পুজা, ১২ পাতার শেষ চিঠিতে যা লিখেছিলেন...
বহু বছর পর তাঁকে চেনা যায় এক ভিন্ন রূপে। ভগ্ন স্বাস্থ্য, চেহারায় ক্লান্তি, মাদ্রাজের এক দরগার বাইরে নিঃসঙ্গ অবস্থায়। এক স্বেচ্ছাসেবী সংস্থা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে জানা যায়, এই অসহায় নারী আর কেউ নন, একসময় পর্দা কাঁপানো নায়িকা নিশা নূর। চিকিৎসায় প্রকাশ পায়, তিনি দীর্ঘদিন ধরে এইডসে আক্রান্ত ছিলেন। ২০০৭ সালে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।