Arun Roy Wanted To Work With Dev Again: ২০২৩-এ মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত ছবি বাঘা যতীন। এই ছবির হাত ধরে ইন্ডাস্টিতে অভিষেক সৃজা দত্তের। প্রথম ছবিতেই সুপারস্টার দেবের সঙ্গে কাজের সুবর্ণ সুযোগ পান। ইন্দুবালার চরিত্রে নবাগতা অভিনেত্রী সৃজার অভিনয় সকলকে মুগ্ধ করেছিল। বাঘা যতীনের পরই সৃজিতের টেক্কায় সাংবাদিকের চরিত্রে দর্শকের দিল জিতে নেন। এই ছবিরও কেন্দ্রীয় চরিত্র ছিলেন দেব সহ আরও অনেকেই। বাঘা যতীন-টেক্কার পর আর কোনও ছবিতে সৃজাকে আপাতত দেখা যায়নি।
অভিনয়ের খুঁটিনাটি শিখেছিলেন প্রয়াত পরিচালক অরুণ রায়ের থেকেই। তাঁর সঙ্গে সম্পর্ক ছিল একেবারে বাবা-মেয়ের মতো। তাই অরুণ রায়ের মৃত্যুতে ভেঙে পরেছেন সৃজা। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সৃজা জানালেন প্রয়াত পরিচালকের শেষ ইচ্ছে কী ছিল। হাসপাতালের বিছানায় শুয়েও দেবকে কী বলেছিলেন বাঘা যতীনের পরিচালক?
বাঘা যতীনের ইন্দু জানান, ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়তে লড়তেও নতুন কাজের স্বপ্ন বুনছিলেন অরুণ রায়। দেবের সঙ্গে আরও একবার ছবি করার ইচ্ছ ছিল। যদিও সেই ইচ্ছে অধরাই রয়ে গেল অরুণ রায়ের! সৃজা বলেন, 'দেব দার সঙ্গে আরও একটা ছবিতে কাজ করতে চেয়েছিলেন। দেব দা যখন হাসপাতালে দেখতে গিয়েছিলেন তখন দেব দাকে-ও সেই কথা বলেছিলেন। আসলে অনেক গল্প বলে যেতে চেয়েছিলেন। কিন্তু, অনেক সময় তো সব ইচ্ছে পূরণ হয় না। কিছু চাওয়া অধরাই রয়ে যায়। সেটাই হয়তো অরুণ স্যারের সঙ্গে হল'।
অরুণ প্রসঙ্গে সৃজা যোগ করেন, 'আমি ওঁর উপর খুব নির্ভরশীল ছিলাম। মানুষটার মনের জোর ছিল মারাত্মক। সবসময় ফোন করতাম। যে কোনও সমস্যার সমাধান দিয়ে দিতেন। জানি না এরপর পিতৃতুল্য আর কাউকে এভাবে পাশে পাব কিনা'। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে গেলেন 'বাঘা যতীন' খ্যাত পরিচালক অরুণ রায়। মাত্র ৫৩ বছর বয়সেই সব শেষ।
অত্যন্ত সংকটজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি ছিলেন দেবের ছবির পরিচালক। ১ জানুয়ারি তাঁর অবস্থার আরও অবনতি ঘটে। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দ জানিয়েছিলেন, পরিচালক অরুণ রায়ের অবস্থা একেবারেই ভাল নয়। কোমায় রয়েছেন তিনি। ভেন্টিলেশনে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে 'হীরালাল' ছবির নির্মাতাকে।