Sreelekha Mitra: 'আমি সুরক্ষিত না', আবাসনের নিচে বাজির দোকান! কালীপুজোর দিন ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা

আর আজ কালীপুজো উপলক্ষে সেই বহুতল আবাসনের নীচে একদিকে যেমন পুজো হচ্ছে, ঠিক তেমন দেখা যাচ্ছে সেখানে বাজি পর্যন্ত বিক্রি হচ্ছে। শ্রীলেখা সোজাসুজি লাইভে এসে বলেন...

আর আজ কালীপুজো উপলক্ষে সেই বহুতল আবাসনের নীচে একদিকে যেমন পুজো হচ্ছে, ঠিক তেমন দেখা যাচ্ছে সেখানে বাজি পর্যন্ত বিক্রি হচ্ছে। শ্রীলেখা সোজাসুজি লাইভে এসে বলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sreelekha

কী বলছেন অভিনেত্রী?

Sreelekha Mitra-Kalipuja অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে নিয়ে নানা আলোচনা লেগেই আছে। তিনি নাআন বিষয়ে ভীষণ ঠোঁটকাটা বলেই হয়তো, তাঁকে নানা ধরণের সমালোচনার মুখোমুখি হতে হয়। তাঁর বাড়ির বাইরে তাঁকে নিয়ে পোস্টার পর্যন্ত লেখা হয়েছিল যে তাঁকে যেন বয়কট করা হয়। তাঁর একটাই কারণ, তিনি তাঁর বহুতল আবাসনে সারমেয়দের খাবার খাওয়াতেন। একারণে তাঁকে নানা সমস্যার মুখে পড়তে হয়। যদিও তিনি, সেসব সমস্যা-কে বুড়ো আঙুল দেখিয়ে আইনত জিতে আসেন। 

Advertisment

আর আজ কালীপুজো উপলক্ষে সেই বহুতল আবাসনের নীচে একদিকে যেমন পুজো হচ্ছে, ঠিক তেমন দেখা যাচ্ছে সেখানে বাজি পর্যন্ত বিক্রি হচ্ছে। শ্রীলেখা সোজাসুজি লাইভে এসে বলেন, এখানে একটা দেশলাই বা আগুনের যদি ফুলকি লাগে, তাহলে সব শেষ। কী কী বলছেন শ্রীলেখা?

Ahana Dutta-Kali Puja: 'শব্দটা কমুক এবার ', কালীপুজোয় মেয়ে মীরাকে নিয়ে সচেতনতার বার্তা অহনার..

Advertisment

তাঁকে বলতে শোনা গেল, আমি ভাবি যে এখানে একেকটা করে ৪টে করে ফ্ল্যাট, আগুন লাগলে যে কী হতে পারে, এটা কেউ ভাবল না? এমন হয়? আমি ভিডিও-তে দেখিয়েছিলাম, যে এখানে বাজির দোকান দেওয়া হয়েছে। আপনারা কেউ শুনেছেন কি না জানি না, আমি শুনি নি যে আবাসনের ভেতরে বাজির দোকান দেওয়া হয়। দমকলের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। আমি যখন হরিদেবপুর থানায় পুলিশি কমপ্লেন করি, তখন পুলিশ পাঠানো হয়, তখন আবাসনের ফেসিলিটি ম্যানেজার বলেন, এখানে নাকি অনুমতি নেওয়া আছে। মানুষ পুজোর নামে বা আনন্দের নামে এসব করে? আমার সঙ্গে না হয় কুকুর নিয়ে সমস্যা। একটা কিছু দুর্ঘটনা হলে এরাও সমস্যার মধ্যে পড়বে। এটা তাঁরা রেলায় বলছে, যে ঠিক আছে।" 

লালবাজার থেকে পুলিশ এসেছেন সেখানে। তাঁরা উচ্চকর্তাদের সঙ্গে কথা বলেন। এমনকি পুলিশ যেতেই নাকি সেখানের ফ্যাসিলিটি ম্যানেজার বলেন, কাল আসুন। কিন্তু পুলিশ কর্তারা সোজাসুজি বলেন, "আপনার সময়মত আসব?" শ্রীলেখা বারবার বলেন, উৎসব হচ্ছে হোক। কিন্তু মানুষ কেন ভুল কিছু করবেন?

Kharaj Mukherjee-Kali puja: নারকোলের জল দিয়ে বানানো হয় 'কারন', খরাজ মুখোপাধ্যায়ের বাড়িতে কালীপুজোয় আর কী কী হয়?

এখানেই শেষ না যদিও। পুলিশকে আরও বলতে শোনা যায়, এখানে অবৈধ বাজি বিক্রি হচ্ছে। যে ভদ্রমহিলা ( শ্রীলেখা মিত্র ) কমপ্লেন করছেন উনি আছেন। যদিও সেই ফেসিলিটি ম্যানেজার দাবি করেন যে বাজি এখানে বিক্রি হচ্ছে না। যদিও অভিনেত্রী দাবি করেন, তাঁর কাছে ভিডিও আছে। এবং পুলিশের সঙ্গে রীতিমতো বচসা চলতে থাকে। তাঁদের যা নয় তাই বলতে থাকেন সেই ব্যক্তি। যদিও পুলিশকে রীতিমতো হুমকি-ধমকি দিতে থাকেন তিনি। উৎসব আবহেই যে সাংঘাতিক কাণ্ড, তাতে শ্রীলেখা সাফ জানান, তিনি সেই আবাসনে সুরক্ষিত নন। 

প্রসঙ্গে শ্রীলেখা জানান, এখানে এত ঔদ্ধত্য সেই ম্যানেজারের যে ভাবা যায় না। তাঁর টিকি কোথায় বাঁধা? ৬ বছর ধরে সেই আবাসনে ভয়ঙ্কর যন্ত্রণায় অভিনেত্রী। নানা সমস্যায় জর্জরিত, তবে পুলিশ-কে যেভাবে হুমকি-ধমকি দেওয়া হয়েছে, তা যে সাংঘাতিক, এমনটাই জানান তিনি। 

Entertainment News Sreelekha Mitra Kali Puja 2025