জাতীয় পুরষ্কার ঘোাণষ হওয়ার পরের দিন থেকেই নানা ধরণের আলোচনা। কেউ বলছেন, এবার শাহরুখ খান জাতীয় পুরস্কার কিনে নিলেন। আবার কেউ বলছেন, ৩৩ বছরে শাহরুখ খান, আরও অনেক ভাল ছবিতে অভিনয় করেছেন। তাহলে তখন কেন তাঁকে পুরস্কার দেওয়া হল না। এদিকে, আলোচনায় আরেকটি ছবি। তাঁর নাম দ্যা কেরালা স্টোরি। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি শুরুর দিন থেকেই আলোড়ন ফেলেছিল। শুধু তাই নয়, এই ছবিকে প্রোপ্যাগান্ডা হিসেবেই বেশিরভাগ মানুষ ব্যক্ত করেছেন।
কেরালা স্টোরির আগে এহেন ছবির তালিকায় নাম লিখিয়েছিল দ্যা কাশ্মীর ফাইলস। সেই ছবি নিয়েও নানা বিতর্ক হয়। আর এবার কেরালা স্টোরি জাতীয় পুরষ্কারের মঞ্চে সম্মানিত হতেই ফের বিতর্ক। সরকারকে খুশি করতেই যে এই কাজ করা হয়েছে, এমনটাই দাবি করছেন বেশিরভাগ। এবং এরপর কেরালার মুখ্যমন্ত্রী দাবি করেন যে, একটি মিথ্যাচারে ভর্তি সিনেমাকে পুরস্কার দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য কেরালার ভাবমূর্তিকে নষ্ট করা। এবং জাতিগত বিদ্বেষ ছড়ানো। এর পরেই সমাজ মাধ্যমে নানা আলোচনা। এমনকি, বাংলার বাম-ঘরানার অনেকেই এই নিয়ে আওয়াজ তুলেছেন।
Rajinikanth 'কেঁদে ফেলেছিলাম সেদিন', ২ টাকার বিনিময়ে মাল বয়েছেন সুপারস্টার! চোখে জল চলে আসবে...
তাঁর মধ্যে শ্রীলেখা মিত্র অন্যতম। তিনি এই ছবির জাতীয় পুরস্কার পাওয়ার ঘটনাকে পাওয়ারের সঙ্গেই তুলনা করেছেন। এই প্রসঙ্গে যখন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তাঁর সঙ্গে যোগাযোগ করে তিনি ঠিক কী কী বললেন?
তাঁর কথায়, "এই বিষয়টা বাম কিংবা ডানের গল্প না। এটা কিন্তু রাজনীতির গল্প। চতুর্দিকে পলিটিক্সের পাওয়ারের কাছে সবাই এভাবেই মাথা নোয়ায়। সাধারণ মানুষের প্রিন্সিপ্যাল - সবকিছুর একটা নিম্নে চলে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। সেটা আর্ট এবং কালচার যেখানে, বিষয়টা স্বতন্ত্র হওয়া উচিত। অর্থাৎ রাজনীতির জায়গা কোথায়? কিন্তু, চতুর্দিকে যত ইন্ডাস্ট্রি সবেতেই রাজনীতির ছোঁয়া লেগেছে। জাতীয় পুরস্কার নিয়েও হচ্ছে এসব। আর্টিস্টদের নিয়ে এখন রাজনৈতিক খেলা চলে। আর্ট এবং কালচারের বাবা-দাদা সব এক হয়ে গিয়েছে। খারাপ ছবি চলছে। খারাপ ছবি পুরস্কার পাচ্ছে। অনেক সময় এটাও হত যে বড় তারকাদের নাম দেখে ছবিকে পুরস্কার দেওয়া। এটায় কোনও অর্থই নেই। আমাদের রাজ্যে যা হচ্ছে ছোট স্তরে, ওদের বড় করে হচ্ছে।"
Madhabi Mukherjee: 'তোমায় দেখে নেব আমি..', ঋত্বিক ঘটক কী এমন শব্দ ব্যবহার করতেন, যা আজও মনে মাধবীর?
যদিও, দ্যা কেরালা স্টোরিকে কেন জাতীয় পুরস্কার দেওয়া হল, তাঁর পাল্টা উত্তরে পরিচালক সুদীপ্ত সেন বলেন, আমার মনে হয় পিনারাই আমার ছবিটি দেখেননি। নইলে, এই মন্তব্য তিনি করতেন না।"