Sreelekha Mitra on Firhad Hakim's comment: রেখা পাত্রকে 'হেরো মাল' বলে সম্বোধন ফিরহাদ হাকিমের। তারপর থেকেই একজন বিধায়কের এমন কথার ধরণ হওয়ার সাপেক্ষেই অনেকেই চোখ বাঁকিয়েছেন। যে সমাজে নারী নিরাপত্তা নিয়ে এত প্রশ্ন উঠছে, সেখানে একজন নারীকে নিয়ে এহেন মন্তব্য।
গতকাল ফিরহাদ হাকিম, সন্দেশখালি কান্ড নিয়ে রেখাকে আক্রমণ করেন এবং তাঁকে হেরো মাল বলে সম্বোধন করেন। যদিও, পরবর্তীতে তিনি ভুল মেনে তিনি সেই বক্তব্যেই তাঁকে ভদ্রমহিলা বলে তাঁকে সম্বোধন করেন। কিন্তু তাতে কী? যাকে যা বলার তো বলে ফেলেছেন। আর এবার এই নিয়েই মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
শ্রীলেখা যেকোনও বিষয়েই সরব। তিনি ভীষণ ঠোঁটকাটা। কোনও কিছু মন্তব্য করতেই, তিনি ভাবেন না। সহজকে স্পষ্টভাবে সকলের সামনেই তুলে ধরেন। আর এবার যখন একজন মহিলাকে মাল বলে সম্বোধন করলেন এক বিধায়ক, তখন তাঁকে আবারও কথা বলতে দেখা গেল।
আরও পড়ুন ৪ বছরে তিনটে সার্জারি! কেন ধরে বেঁধে আটকে রাখা গেল না ঋতাভরীকে?
অভিনেত্রী সমাজ মাধ্যমে এই নিয়ে লিখলেন। প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রীর। তিনিও একজন মহিলা, তাহলে তাঁকেও কি এই একই নামে ডাকা হবে? এমনটাই জিজ্ঞাস্য অভিনেত্রীর। স্বঘোষিত বাম মনস্কা শ্রীলেখা লিখছেন...
আরও পড়ুন ঘনিষ্ঠ দৃশ্যেও পড়াশোনা দরকার! ওমের সঙ্গে অন্তরঙ্গ হতেই কটাক্ষ জুটল 'বিনোদিনী' রুক্মিনীর
"আপনাদের সেই পশ্চিমবঙ্গে স্বাগত যেখানে একজন মহিলাকে কলকাতার মেয়র মাল বলে ডাকে। আশা করি, উনার এই সম্বোধন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও একই হবে। আপনি আদৌ বিস্মিত? না, আমি একদম আশ্চর্য হইনি।" অভিনেত্রী সোজা এমনই লিখেছেন নিজের বক্তব্য রেখে।
উল্লেখ্য, শ্রীলেখা নিজে যেমন বলেছিলেন যে তিনি উৎসবে ফিরবেন না, তেমনটাই কথা রেখেছেন। পুজোর সময় আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। এখনও উৎসব আনন্দে বাজি এবং দামামার শব্দ তাঁর কানে বাজছে। তাই তো বারবার সমাজ মাধ্যমে মানুষের কাছে আর্জি জানাচ্ছেন, যেন এসব বন্ধ হয়ে বিচার আসে।