Thakurpukur Accident Case: বৃষ্টিভেজা রাতে মাটির ভাড়ে চা-ধাবায় তড়কা রুটি খেয়েও আনন্দ উদযাপন করা যায়: শ্রীময়ী-কাঞ্চন

Sreemoyee-Kanchan On Thakurpukur Accident: কাঞ্চনের সঙ্গে মধ্যরাতে লং ড্রাইভে শ্রীময়ী। ঠাকুরপুকুরের ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কাণ্ডের প্রসঙ্গে টেনে কী বার্তা সেলেব দম্পত্তির?

Sreemoyee-Kanchan On Thakurpukur Accident: কাঞ্চনের সঙ্গে মধ্যরাতে লং ড্রাইভে শ্রীময়ী। ঠাকুরপুকুরের ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কাণ্ডের প্রসঙ্গে টেনে কী বার্তা সেলেব দম্পত্তির?

author-image
Kasturi Kundu
New Update
kanchan sreemoyee darjeeling tour

আমাদের জীবনের উদযাপনগুলো কখনই মদ্যপ অবস্থায় বা মাদক সেবন করে হয় না: শ্রীময়ী

Sreemoyee-Kanchan Video Message: রবিবার ভোররাতে ঠাকুরপুকুর এলাকায় ধুন্ধুমার। একটি বিলাসবহুল গাড়ি তার গতি নিয়ন্ত্রণ করতে না পেরে প্রাণ কেড়ে নেন এক বৃদ্ধের। চালকের আসনে ছিলেন বাংলা মেগার মদ্যপ পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো। দোসর তাঁর সঙ্গীরা। নেশাগ্রস্থ অবস্থায় সকলেই প্রায় অচৈতন্য। আকণ্ঠ মদ্যপান করে স্টিয়ারিং-এ হাত দিতেই নিয়ন্ত্রহীন গাড়ির গতির বলি ১, আহত অনেকে। স্টুডিওপাড়ার পরিচালকের এই কাণ্ডে তোলপাড় তিলোত্তমা। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কড়া নিন্দা করেছেন টলিপাড়ার সেলিব্রিটিরই একাংশ। সিংহভাগ সেলেবই প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। এর মাঝেই মাঝরাতে কাঞ্চন মল্লিকের সঙ্গে লং ড্রাইভের একটি ভিডিও পোস্ট করে মাদকহীন আনন্দ উদযাপনের বার্তা দিয়েছেন শ্রীময়ী। 

Advertisment

ঘড়ির কাঁটায় তখন রাত একটা বেজে ৫০ মিনিট। বন্ধুত্বের ১৪ বছর আর বিয়ের এক বছর পার, কোলে এসেছে ছোট্ট কৃষভি। তা বলে মনের মানুষের সঙ্গে মধ্যরাতে রোম্যান্টিক মুহূর্ত উদযাপন করবেন না? নিশ্চয়ই করবেন, পরিবার-সন্তান সামলে স্বামী-স্ত্রীর একসঙ্গে কাটানো লাভিডাভি মুহূর্তটা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রীময়ী। তবে এই ভিডিওটির সঙ্গে নাগরিকসমাজের জন্য রয়েছে একটি বিশেষ বার্তাও। মদ বা মাদক সেবন ছাড়াও হাইওয়ের ধারে মাটির ভাড়ে চা খেয়ে, বা কোনও ধাবায় তড়কা রুটি খেয়েও আনন্দ উদযাপন করা যায় সেই বার্তাই দিয়েছেন টলিপাড়ার এই পাওয়ার কাপল। 

Advertisment

মধ্যরাতে লং ড্রাইভে পার্টনারের সঙ্গে প্রেমের মুহূর্তটা শ্রীময়ীর কাছে খুবই স্পেশাল। পিছনের সিটে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেও প্রেম করাটাও নাইট লাইফ উদযাপনের অন্যতম পন্থা বলে মনে করেন সেলেব দম্পতি। তাঁদের মতে, আনন্দ কী ভাবে উদযাপন করা হবে তা ব্যক্তিবিশেষে নির্ভরশীল। বৃষ্টিভেজা রাতে লং ড্রাইভে যেতে পছন্দ করেন শ্রীময়ী। সঙ্গে থাকবে সুন্দর গান আর মাটির ভাড়ের চা। গাড়ির কাঁচের ভিতর থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চলাটা ভীষণ এনজয় করেন কাঞ্চন পত্নী শ্রীময়ী চট্টরাজ মল্লিক। 

মিস্টার অ্যন্ড মিসেস মল্লিকের জীবনের উদযাপনগুলো কখনই মদ্যপ অবস্থায় বা মাদক জাতীয় দ্রব্য সেবন করে হয় না সেটা স্পষ্ট করে দিয়েছেন শ্রীময়ী। তাঁর মতে, 'জীবন খুব দামী। আপনার বা আমার প্রত্যেকের জীবনই ভীষণ দামী। অভিনেতা-অভিনেত্রী সবকিছুর ঊর্ধে আগে আমরা মানুষ। আমাদের একটা মনুষ্য জীবন আছে। চতাই আমরা সেইভাবেই জীবনটাকে যাপন করব।'  

আরও পড়ুন: ক্ষমতাশালী হলে শাস্তি মুকুব আর না হলে পাড়ার তৃণমূলের গুণ্ডারা এসে থ্রেট করবে: চন্দন সেন

Bengali Cinema Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali Television Bengali Film Kanchan Mullick sreemoyee chattoraj Bengali Film Industry Thakur pukur Car Accident