/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/srijit-mukherjee-1.jpg)
সৃজিতের নতুন ছবি 'X=প্রেম'
আর রহস্য-রোমাঞ্চ নয়, এবার রগরগে রোম্য়ান্টিক গল্প নিয়ে হাজির হচ্ছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। 'অতি উত্তম'-এর শ্যুট শেষ। আপাতত প্রি -প্রোডাকশনের কাজ চলছে। এর মাঝেই বলিউডের বড়সড় এক প্রজেক্ট পরিচালনার ভার বর্তেছে পরিচালকের উপর। তাপসী পান্নুকে নিয়ে 'সাব্বাশ মিঠু' তৈরি করবেন তিনি। শুক্রবার প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)-এর ব্যানারে আরেকটি নতুন ছবির কথা ঘোষণা করলেন পরিচালক। সিনেমার নাম 'X=প্রেম'।
নতুন প্রজন্মের প্রেমকাহিনী। খিলাৎ-জয়িতা এবং অর্ণব-অদিতি, এই চার চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। দুই জুটি ভালবাসার খাতিরে যে কোনও বাঁধা ভাঙতে প্রস্তুত। প্রেম-বিরহ আর তার মাঝেই গল্পে ট্যুইস্ট। সৃজিতের সঙ্গী এবার টলিউডের ইয়ং ব্রিগেড। অর্থাৎ ইন্ডাস্ট্রির নবীন প্রজন্মের চার মুখকেই বেছে নিয়েছেন পরিচালক। অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), মধুরিমা বসাক (Madhurima Basak), অনিন্দ্য সেনগুপ্ত এবং শ্রুতি দাস। এদিন সিনেমার ঘোষণার পাশাপাশি প্রথম পোস্টারও প্রকাশ্যে নিয়ে আসা হয় প্রযোজনা সংস্থার তরফে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/X-prem-2.jpg)
<আরও পড়ুন: Paroma Banerjee: ‘আর দেখতে পাব কিনা জানি না’, কোভিড আক্রান্ত হয়ে দৃষ্টি খোয়ালেন গায়িকা পরমা!>
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/X-prem-1-1.jpg)
আগামী ২জুলাই থেকে শুরু হচ্ছে শ্যুটিং। সমস্তরকম কোভিড বিধি মেনেই ফ্লোরে কাজ হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই প্রথম ইন্ডাস্ট্রির ফ্রেশ মুখ নিয়ে রোম্যান্টিক সিনেমা বানাতে চলেছেন সৃজিত। তাই পরিচালকের নতুন ছবি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে যে আলাদা কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন