শার্লক হোমসের জগতে পা, ইংরেজি ছবি বানাতে চলেছেন বাঙালি পরিচালক

Bengali Director: এর আগে, বাংলার আরেক কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের নানান ইংরেজি ছবি বানিয়েছেন। যার মধ্যে, দা স্ট্রেঞ্জার বেশ জনপ্রিয়। আর এবার ...

Bengali Director: এর আগে, বাংলার আরেক কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের নানান ইংরেজি ছবি বানিয়েছেন। যার মধ্যে, দা স্ট্রেঞ্জার বেশ জনপ্রিয়। আর এবার ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
noname

নতুন ছবি নিয়ে কী বক্তব্য তাঁর?

Srijit Mukherji: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, তিনি যেন একদম ভিন্ন ধরনের সিনে নির্মাতা। বাংলা ছবিতেও যেমন তিনি ভিন্ন ধরনের ছবি বানিয়ে মানুষকে অবাক করেছেন,  তেমনি হিন্দি কিছু ছবিতেও নিজের পারদর্শিতা দেখিয়েছেন তিনি। তবে বাংলা এবং হিন্দি এখন এসব অতীত। প্রাচ্য সামলানোর পর পাশ্চাত্যে নিজের জয়ধ্বজা ওড়ানোর পালা। নিজের নতুন ছবির খবর দিয়েছিলেন পরিচালক। 

Advertisment

বাংলা এবং হিন্দি, একের পর এক ছবি, কোনটা সুপারহিট, আবার কোনটা একেবারেই বক্স অফিসে ভাল ফল করতে পারেনি। কিন্তু সৃজিতকে আটকে রাখা মোটেই সম্ভব নয়। তাই তো তিনি এবার ইংরেজি ছবি বানাতে চলেছেন। ছবির নাম 'এলিমেন্টারি মাই ডিয়ার হোমস'। পরিচালক, ছবি বানাতে চলেছেন আর্থার কোনান ডয়লের উপরে। এই ছবির প্রযোজনায়, সৃজিতের ম্যাচকাট প্রযোজনা এবং শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড। 

Shilpa Shetty Hospital: কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ-বাতিল বিদেশ যাত্রা, আচমকা হাসপাতালে ছুটলেন শিল্পা

Advertisment

আর্থার কোনান,  শার্লক হোমসের স্রষ্টা। বিশেষ করে এই চরিত্রটির প্রতি সৃজিতের আলাদা রকমের ভালোবাসা রয়েছে। পরিচালকের কথায়, শার্লক হোমসের প্রতি ভালোবাসা সৃষ্টি করিয়েছেন যে মানুষটি, তাকে নিয়েই এবার গল্প বলতে চান তিনি। শার্লক হোমসকে নিয়ে তিনি কিছু বছর আগেই, শেখর হোমস বানিয়েছিলেন। ডয়েল তার সৃষ্টিকারী ক্যারেক্টারে, কিংবা হোমসের নানা অধ্যায়ে, বহু রহস্যের জন্ম দিয়েছেন। আর এবার, দেখা যাবে লেখক নিজেই সেই সমস্ত রহস্যের পর্দা আস্তে ধীরে উঠিয়ে দিচ্ছেন। যদিও নানা বিষয় এখনও গোপন রেখেছেন পরিচালক। 

Hasan Masud Health: এখনই বাড়ি ফেরা সম্ভব নয়, গুরুতর অসুস্থ হাসান মাসুদ, হাসপাতালে চলছে নিবিড় পর্যবেক্ষণ

এর আগে, বাংলার আরেক কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় নানান ইংরেজি ছবি পরিচালনা করেছেন। যার মধ্যে, 'দ্যা স্ট্রেঞ্জার' বেশ জনপ্রিয়। আর এবার সৃজিত মুখোপাধ্যায়। খেয়াল করলে দেখা যাবে, পরিচালক তার এই ছবিতে, কে কোন চরিত্রে অভিনয় করছেন, সেই প্রসঙ্গে কিছুই জানান নি। এখন এই ছবি কোন দিকে এগোয় সেটাই দেখার।

tollywood news Entertainment News Srijit Mukherji