Sreelekha Mitra on SSC Recruitment: 'সবার চোখের জল-রক্ত দিয়ে খেলা হয় এ রাজ্যে..', চাকরিহারা শিক্ষকদের লাথি-ঘুষি, গর্জে উঠলেন শ্রীলেখা

SSC verdict - Sreelekha Mitra: চাকরি হারিয়েছেন তো বটেই, তবে এভাবে মান সম্মান খোয়াবেন? কসবার DI অফিসের তালা ভেঙে ঢুকে পড়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সামলাতে গিয়েই পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা লাঠিচার্জ করেন। যার পরই শুরু হয় সমালোচনা।

SSC verdict - Sreelekha Mitra: চাকরি হারিয়েছেন তো বটেই, তবে এভাবে মান সম্মান খোয়াবেন? কসবার DI অফিসের তালা ভেঙে ঢুকে পড়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সামলাতে গিয়েই পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা লাঠিচার্জ করেন। যার পরই শুরু হয় সমালোচনা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
SSC verdict case Sreelekha Mitra on West Bengal police CM Mamata Banerjee and Teachers

Sreelekha: রাজ্যের শোচনীয় অবস্থায় যা বললেন তিনি... Photograph: (ফেসবুক )

Sreelekha Mitra on Teacher Beating: গোটা রাজ্য জুড়ে এখন একটাই রব, কে যোগ্য এবং কে অযোগ্য? এই প্রশ্নে জেরবার চাকরিহারা মানুষরা এবং তাঁদের পরিবার। রাজ্যের প্রায় ২৬ হাজার মানুষের চাকরি গিয়েছে। এবং তাঁরা নিজের সমস্ত ডকুমেন্ট নিয়ে শুধু চাকরি ফেরত পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শহর জুড়ে চলছে আন্দোলন। এবং গতকাল কসবায় যে ঘটনা ঘটেছে, তারপর...

Advertisment

চাকরি হারিয়েছেন তো বটেই, তবে এভাবে মান সম্মান খোয়াবেন? কসবার DI অফিসের তালা ভেঙে ঢুকে পড়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সামলাতে গিয়েই পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা লাঠিচার্জ করেন। যার পরই শুরু হয় সমালোচনা। শিক্ষকরা নাকি রাস্তায় মার খাচ্ছেন? লাঠিচার্জ হচ্ছে তাঁদের ওপরে? এমনকি, এই দৃশ্যও দেখা যায় যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের অনেককেই বেশ কয়েকজন পুলিশ লাথি ঘুষি মারছেন। বেশ কয়েকজন আঘাত পর্যন্ত পেয়েছেন। শিক্ষক শিক্ষিকা যারা সমাজের স্তম্ভ, যারা দেশের পরবর্তী প্রজন্মকে তৈরি করেন, তাঁদের নিয়ে এহেন ছেলেখেলা?

আরও পড়ুন  -  Jeet: সাথীর আগেও বড় ব্রেক পেয়েছিলেন, জিতের সেই ছবি ফ্লপ হতেই যা হয়েছিল…

আওয়াজ তুলেছেন অনেকেই। তাঁর মধ্যে একজন শ্রীলেখা মিত্র। বাম মনষ্ক এই অভিনেত্রী, ভীষণ ঠোঁটকাটা এবং স্পষ্টবাদী। তাই তো তিনি নিজে থেকেই এই ঘটনার প্রতিবাদে সমাজ মাধ্যমে পোস্ট করলেন। শিক্ষক শিক্ষিকাদের রাস্তায় মার খেতে এবং পুলিশের লাথি ঘুষির শিকার হতে দেখে, বেশিরভাগ মানুষই উদ্বিগ্ন। রাজ্য পুলিশের নিম্ন মানসিকতার কথা উল্লেখ করেছেন তাঁরা। আর শ্রীলেখা সমাজ মাধ্যমে লিখছেন...

Advertisment

"যে রাজ্যে শিক্ষকের পেটে লাথি মারা হয়, যে রাজ্যে ডাক্তার তাঁর কাজের জায়গায় ধর্ষিতা হয়, খুন হয়, খুনির শাস্তি হয় না, শিক্ষামন্ত্রী ছাত্রদের গাড়ি চাপা দিয়ে চলে যায়, সেই রাজ্যে শুধু উৎসব হয়। সবার চোখের জল, রক্ত দিয়ে খেলা হয়, খেলা... একদম চুপ থাকুন। কথা বলোনা কেউ, শব্দ করো না, ভগবান নিদ্রায় গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না।" এখানেই থামলেন না শ্রীলেখা। এরপর তিনি আরেকটি পোস্ট করেছেন।

আরও পড়ুন -  Anamika Saha: আমাদের সময় নায়িকারা নেশার মধ্যে একটা জিনিসই খেত! আমিও… 

যেখানে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি। বাংলায় একটি কবিতা আছে, ছোট থেকেই বাচ্চাদের সেগুলি শেখানো হয়। 'লেখাপড়া করে যে, গাড়িঘোড়া চড়ে সে..' কিন্তু এই বাংলায় সেসব কিছুই হয় না। শ্রীলেখা একটি গ্রাফিক্স শেয়ার করেই লিখলেন, "লেখাপড়া করে যেই, অনাহারে মরে সেই...বিদ্যা লাভে লোকসান, নাই অর্থ নাই মান.."

Sreelekha Mitra Sreelekha Mitra FB Post SSC recruitment WB SSC Scam SSC Recruitment Case Verdict