Shubhashree Ganguly-Yaalini: মন দিয়ে প্রদীপ জ্বালাচ্ছে ইয়ালিনি, শুভশ্রী কন্যা মন মাতালেন সবার

তাঁদের পরিবারের প্রত্যেকেই পুজো-পার্বণ এবং ঈশ্বরে বিশ্বাসী। নানা অনুষ্ঠানে তাঁদের সামিল হতে দেখা যায়। ছেলেমেয়েদের সেভাবেই বড় করছেন তাঁরা। ইয়ালিনির জন্মদিনে বাড়িতে জগন্নাথের আরাধনার সঙ্গে সঙ্গে পুষ্প-অভিষেক পর্যন্ত হয়।

তাঁদের পরিবারের প্রত্যেকেই পুজো-পার্বণ এবং ঈশ্বরে বিশ্বাসী। নানা অনুষ্ঠানে তাঁদের সামিল হতে দেখা যায়। ছেলেমেয়েদের সেভাবেই বড় করছেন তাঁরা। ইয়ালিনির জন্মদিনে বাড়িতে জগন্নাথের আরাধনার সঙ্গে সঙ্গে পুষ্প-অভিষেক পর্যন্ত হয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
subhashree

যা করল ইয়ালিনি...

Shubhashree Ganguly-Yaalini: চোখের সামনে মেয়েটা কেমন যেন বড় হয়ে গেল। এই তো সেদিন ইয়ালিনি- জন্ম নিল, আর এখন মা কাজের কারণে অনুপস্থিত থাকার দরুণ, সে নিজে হাতেই উৎসবের আয়োজনে ব্যস্ত। ছোট্ট ইয়ালিনিকে দেখে আনন্দ ধরছে না নেটপাড়ার। অভিনেত্রী শুভশ্রী কী বলছেন?

Advertisment

তাঁদের পরিবারের প্রত্যেকেই পুজো-পার্বণ এবং ঈশ্বরে বিশ্বাসী। নানা অনুষ্ঠানে তাঁদের সামিল হতে দেখা যায়। ছেলেমেয়েদের সেভাবেই বড় করছেন তাঁরা। ইয়ালিনির জন্মদিনে বাড়িতে জগন্নাথের আরাধনার সঙ্গে সঙ্গে পুষ্প-অভিষেক পর্যন্ত হয়। গতকাল দেখা গেল পুঁচকে মেয়েটাকে উৎসবে গা ভাসাতে। ছোট্ট ইয়ালিনির পরনে গোলাপি রঙের পোশাক। কপালে ছোট্ট টিপ। আর তাঁর কাজ... 

Ahana Dutta-Kali Puja: 'শব্দটা কমুক এবার ', কালীপুজোয় মেয়ে মীরাকে নিয়ে সচেতনতার বার্তা অহনার..

Advertisment

সে দিব্যি দিদির সঙ্গে বসে প্রদীপ জ্বালাতে তৎপর। একটা একটা করে সলতে নিয়ে টলমল হাতে সে প্রদীপের ওপর রাখছে। আর ভীষণভাবে বোঝার চেষ্টা করছে প্রতিটা পদক্ষেপ। শুধু সলতে রেখেই সে ক্লান্ত নয়, বরং প্রদীপে তেল ঢালতে দেখা গেল তাঁকে। আর সবটাই বেশ মন দিয়ে করতে দেখা গেল তাঁকে। এই দৃশ্য নজর এড়ায়নি কারওর। 

Sunil Grover-Amitabh Bachchan: অমিতাভের জায়গায় সঞ্চালকের আসনে সুনীল গ্রোভার, আচমকা কী ঘটল KBC-এর সেটে?

শুভশ্রী যে নিজেও বেশ খুশি। এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে ইউভান যেন আহ্লাদে আটখানা। তাঁর হাসি থামছে না। এদিকে সমাজ মাধ্যম কী বলছে ইয়ালিনির এই কাজ দেখে? টলিপাড়ার অভিনেত্রী মানালি বলছেন, খুব মন দিয়ে করছে কিন্তু। আবার ফলক রশিদ বলছেন, কী মিষ্টি। শুভশ্রীর ভক্তরা কী বলছেন?

তাঁদের কথায়, ইয়ালিনি একেবারেই মায়ের রূপ। আবার কারওর কথায়, ও যেন ভাল মানুষ হয়। আবার কেউ এও বললেন, তুমি এখন থেকেই এই কাজ করছ, ভাল থাক। 

Kali Puja Entertainment News Subhashree Ganguly