/indian-express-bangla/media/media_files/2025/10/20/qweqwe-2025-10-20-11-52-04.jpg)
অমিতাভের আদলে সুনীল
Amitabh Bachchan KBC 17: অমিতাভ বচ্চনের সঞ্চালনায় দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা অর্জন কৌন বনেগা ক্রোড়পতি। এই শোয়ের প্রতিটি সিজন দেখতে উদগ্রীব থাকে দর্শক। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি ১৭-এ বিগ বি-র সঙ্গে ১০ বছরের প্রতিযোগী ইশিত ভাটের উদ্ধত্য আচরণ ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। এবার কৌন বনেগা ক্রোড়পতি ১৭–এর একটি পর্বে প্রাণ খুলে হাসতে চলেছেন বলিউডের শাহেনশা। কারণ হট সিটে কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। ওই পর্বের প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে সুনীল এবং ক্রুষ্ণা অভিষেক হট সিটে বসে আছেন।
একটি ক্লিপে দেখা যাচ্ছে, সুনীল গাইছেন 'মেরে হাজব্যান্ড মুঝকো পেয়ার নাহি করতে'। সাদা স্যুট আর ক্লিন শেভ লুকে সুনীলের হাস্য-কৌতুক পারফরম্যান্সে হেসে খুন অমিতাভ ও দর্শক। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো–এর সহ-অভিনেতা ক্রুষ্ণা অভিষেকও সুনীলের অসাধারণ কমেডি সেন্স দেখে হাসি থামাতে পারেনি। অন্য এক ক্লিপে নজর কেড়েছে সুনীল গ্রোভারের মিমিক্রি। খোদ অমিতাভ বচ্চনকেই নকল করলেন সুনীল। ঠিক বিগ বি–র আদলে সুনীল বসলেন সঞ্চালকের চেয়ারে আর অমিতাভ প্রতিযোগীর আসনে।
আরও পড়ুন 'দেবী চৌধুরানী'-কে শুভেচ্ছা অমিতাভের, উচ্ছ্বাসের সঙ্গে শুভ্রজিৎ বললেন 'বুম্বাদার জন্যই...'
ভিডিওতে দেখা যাচ্ছে শো চলাকালীন এক ব্যক্তি বেরনোর জন্য প্রস্তুত হতেই অমিতাভের ব্যারিটোন ভয়েস নকল করে বকা দিচ্ছেন। সুনীলের এই অবতার দেখে হেসে একেবারে লুটোপুটি খোদ অমিতাভ। সুনীল গ্রোভারকে অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা ভাগ করতে দেখে খুশি শোয়ের দর্শকও। এক উত্তেজিত ভক্ত লিখেছেন, 'ওহ মাই গড!!! অবশেষে সেই ফেস-অফ যা আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম।' অন্য একজন আবার মন্তব্য করেছেন, 'সুনীল পাজ্জি আপ জ্যাইস কোই নেহি।'
অমিতাভ সম্প্রতি তাঁর ব্লগে কৌন বনেগা ক্রোড়পতি টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, 'দিনগুলো চলে যায়, শরীরে ক্লান্তি আসে। নিজের নয় বরং যাঁরা আমাকে এই কাজের জন্য প্রস্তুত করেন তাঁদের। ওঁরাই কেবিসি–র আসল নায়ক। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম, পরামর্শ, পরিকল্পনা, ও প্রস্তুতি এই সবই তাঁদের অবদান। ঘরে বসে যারা অনুষ্ঠানটি দেখেন তাঁরা হয়তো কখনও বুঝতে পারেন না পর্দার আড়ালে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে।'
আরও পড়ুন 'যেমন প্রতিভাবান ঠিক তেমনই অমায়িক', অমিতাভের জন্মদিনে স্মৃতিমেদুর 'গৌরী' রচনা