/indian-express-bangla/media/media_files/2024/11/24/RYc5BjJN9UCEMp5dyvnS.jpg)
রবিবাসরীয় মেজাজে ভাইরাল ইয়ালিনির ভিডিও
Subhashree Yaalini Sunday Mood : দিনটা ছিল ২০২৩-এর ৩০ নভেম্বর। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পড়েছে লক্ষ্মীর পদধূলি। রাজশ্রীর জীবনে এসেছে ছোট্ট ইয়ালিনি। কাজের ব্যস্ততার মাঝেই মেয়ের সঙ্গে কোয়ালিটি সময় কাটান তারকা মম শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মা-মেয়ের সেই মিষ্টি মুহূর্তগুলো ভাগ করে নেন রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রবিবাসরীয় ছুটির দিনে ছোট্ট ইয়ালিনির সঙ্গে খুনসুটিতে মজেছেন।
আর মাত্র কয়েকটা দিন। তারপরই একবছরে পা রাখবে রাজশ্রীর রাজকন্যা। কথা বলতে তো এখনও শেখেনি তবে ইয়ালিনির আধোআধো কথা এনজয় করে সোশ্যাল মিডিয়ার সদস্যরা। শুভশ্রী যতবার 'মাম্মা' বলা শেখাচ্ছেন, ইয়ালিনির মুখে শোনা যাচ্ছে 'পাপ্পা'।
ছোট্ট ইয়ালিনি তাহলে পারফেক্ট ড্যাডিস লিটল প্রিন্সেস! প্রসঙ্গত, রবিবার সকালে শুভশ্রী তাঁর ইনস্টা হ্যান্ডেলে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন। যেখানে ইংরাজিতে ইয়ালিনির সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে। গান করতে পারে কিনা? নাচ করতে পারে কিনা?
এগুলোই মেয়েকে জিজ্ঞাসা করছেন তারকা মম শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ক্যামেরার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে রয়েছে একরত্তি ইয়ালিনি। সে তো খেলায় মত্ত। কোনও প্রশ্নেরই উত্তর সে দেয় না। তবে যখন শুভশ্রী 'মাম্মা' বলা শেখাচ্ছেন, তখনই দুষ্টুমি করে আধোআধো ভাবে বলে 'পাপ্পা'।
সেই সময় শুভশ্রীর এক্সপ্রেশন একেবারে দেখার মতো। সোশ্যাল মিডিয়ায় মা-মেয়ের এই কিউট মোমেন্ট শেয়ার করতেই একেবারে লাইক-কমেন্টের বন্যা। হ্যাপি সানডে এভরিওয়ান ক্যাপশনে ভিডিওটি পোস্ট করেছেন শুভশ্রী। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কমেন্ট বক্সে লিখেছেন, 'সোনা মা'।
রবিবার ছুটির আমেজে আপাতত ছেলে-মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন শুভশ্রী। দিন কয়েক আগে ইয়ালিনির আরও একটা মিষ্টি ছবি পোস্ট করেছিলেন। মেকআপের সময় কোলে বসেছিল। কিন্তু, পরে নিজেই মায়ের মেকআপ করে দেয়। সেই ছবি দেখে অভিনেত্রী দেবলীনা কুমার লিখেছিলেন, 'পুরো পুতুল'।
আরও পড়ুন: বেনারসি-মুকুটে নববধূর সাজ, কালরাত্রির ট্রেলার লঞ্চে সৌমিতৃষা যেন সাক্ষাৎ 'দেবী'