দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ উত্তাল ধর্ম-সংক্রান্ত নানা ইস্যুতে। ধর্মীয় বিভেদ নিয়েই রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি 'ধর্মযুদ্ধ', যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সোহম, পার্নো মিত্র, সপ্তর্ষি মৌলিক, স্বাতীলেখা সেনগুপ্ত। ছবির পোস্টার ও টিজার নিয়ে তো দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল আগেই, ট্রেলার মুক্তি পেতে দ্বিগুণ হল ছবি নিয়ে দর্শকের উৎসাহ।
এই ছবিতে হিন্দু-মুসলিম দ্বন্দ্বের বিষয়টি যে থাকবে তা পোস্টার ও টিজার থেকেই বোঝা গিয়েছিল। ট্রেলারে তা আরও স্পষ্ট হল। রাজ চক্রবর্তীর বহু ছবিই সমসাময়িক সমাজ ও রাজনৈতিক বিষয়ভিত্তিক। সেই তালিকায় সংযোজন হতে চলেছে 'ধর্মযুদ্ধ'।
আরও পড়ুন: লাভ আজ কাল পরশু: প্রেমের রহস্য ‘রোমাঞ্চ’ ধরে রাখতে ব্যর্থ
এই ছবিতে একটি দারুণ অনসম্বল কাস্ট রয়েছে। মঞ্চ ও টেলিপর্দার বলিষ্ঠ অভিনেতা সপ্তর্ষি মৌলিক এই প্রথম বড়পর্দার ছবিতে। এর আগে জি বাংলা সিনেমা অরিজিনালস-এ তাঁকে দেখা গেলেও হল-রিলিজ বাংলা ছবিতে এই প্রথম। আর প্রথম ছবিতেই সহ-অভিনেত্রী হিসেবে তিনি পেয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
'ধর্মযুদ্ধ' ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পার্নো, শুভশ্রী, আদৃত, রাজ।
আরও পড়ুন, এ আর রহমানের মেয়েকে ট্রোল তসলিমার, জবাব দিলেন খাতিজা
শুভশ্রী-সপ্তর্ষির কেমিস্ট্রি যে খুবই ভাল হতে চলেছে তা টিজার ও ছবির কিছু গানের দৃশ্য দেখেই বোঝা গিয়েছিল। সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলারটি নিয়ে তাই দর্শক ও বাংলা বিনোদন জগতের সকলের উৎসাহ চোখে পড়ার মতো। দেখে নিতে পারেন ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে--
'পরিণীতা'-র পর রাজ চক্রবর্তীর ছবি নিয়ে দর্শকের । 'প্রলয়' ছবিতে দর্শক যে পরিচালককে পেয়েছিলেন তিনি কিছুটা হলেও হারিয়ে গিয়েছিলেন 'অভিমান'-এ। কিন্তু 'ধর্মযুদ্ধ'-র ট্রেলার বলছে, আবারও সেই সাধারণ মানুষের বাঁচার গল্পেই ফিরছেন পরিচালক। এখনও মুক্তির দিন ঘোষণা না হলেও আগামী মাসেই মুক্তি পাবে এই ছবি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন