Advertisment
Presenting Partner
Desktop GIF

'ধর্মযুদ্ধ'-র ট্রেলার নিয়ে উৎসাহ সোশাল মিডিয়ায়

Dharmajuddha Trailer: এই ছবিতে হিন্দু-মুসলিম দ্বন্দ্বের বিষয়টি যে থাকবে তা পোস্টার ও টিজার থেকেই বোঝা গিয়েছিল। ট্রেলারে তা আরও স্পষ্ট হল।

author-image
IE Bangla Web Desk
New Update
Subhasree Ganguly Soham Chakraborty starrer Raj Chakraborty's film Dharmajuddha trailer released

'ধর্মযুদ্ধ'-র পোস্টার।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ উত্তাল ধর্ম-সংক্রান্ত নানা ইস্যুতে। ধর্মীয় বিভেদ নিয়েই রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি 'ধর্মযুদ্ধ', যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সোহম, পার্নো মিত্র, সপ্তর্ষি মৌলিক, স্বাতীলেখা সেনগুপ্ত। ছবির পোস্টার ও টিজার নিয়ে তো দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল আগেই, ট্রেলার মুক্তি পেতে দ্বিগুণ হল ছবি নিয়ে দর্শকের উৎসাহ।

Advertisment

এই ছবিতে হিন্দু-মুসলিম দ্বন্দ্বের বিষয়টি যে থাকবে তা পোস্টার ও টিজার থেকেই বোঝা গিয়েছিল। ট্রেলারে তা আরও স্পষ্ট হল। রাজ চক্রবর্তীর বহু ছবিই সমসাময়িক সমাজ ও রাজনৈতিক বিষয়ভিত্তিক। সেই তালিকায় সংযোজন হতে চলেছে 'ধর্মযুদ্ধ'।

আরও পড়ুন: লাভ আজ কাল পরশু: প্রেমের রহস্য ‘রোমাঞ্চ’ ধরে রাখতে ব্যর্থ

এই ছবিতে একটি দারুণ অনসম্বল কাস্ট রয়েছে। মঞ্চ ও টেলিপর্দার বলিষ্ঠ অভিনেতা সপ্তর্ষি মৌলিক এই প্রথম বড়পর্দার ছবিতে। এর আগে জি বাংলা সিনেমা অরিজিনালস-এ তাঁকে দেখা গেলেও হল-রিলিজ বাংলা ছবিতে এই প্রথম। আর প্রথম ছবিতেই সহ-অভিনেত্রী হিসেবে তিনি পেয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

Subhasree Ganguly Soham Chakraborty starrer Raj Chakraborty's film Dharmajuddha trailer released 'ধর্মযুদ্ধ' ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পার্নো, শুভশ্রী, আদৃত, রাজ।

আরও পড়ুন, এ আর রহমানের মেয়েকে ট্রোল তসলিমার, জবাব দিলেন খাতিজা

শুভশ্রী-সপ্তর্ষির কেমিস্ট্রি যে খুবই ভাল হতে চলেছে তা টিজার ও ছবির কিছু গানের দৃশ্য দেখেই বোঝা গিয়েছিল। সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলারটি নিয়ে তাই দর্শক ও বাংলা বিনোদন জগতের সকলের উৎসাহ চোখে পড়ার মতো। দেখে নিতে পারেন ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে--

'পরিণীতা'-র পর রাজ চক্রবর্তীর ছবি নিয়ে দর্শকের । 'প্রলয়' ছবিতে দর্শক যে পরিচালককে পেয়েছিলেন তিনি কিছুটা হলেও হারিয়ে গিয়েছিলেন 'অভিমান'-এ। কিন্তু 'ধর্মযুদ্ধ'-র ট্রেলার বলছে, আবারও সেই সাধারণ মানুষের বাঁচার গল্পেই ফিরছেন পরিচালক। এখনও মুক্তির দিন ঘোষণা না হলেও আগামী মাসেই মুক্তি পাবে এই ছবি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Subhasree Ganguly Ritwick Chakraborty Bengali Film
Advertisment