Bengali Director Health: হাতে স্যালাইনের চ্যানেল! হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্রাবন্তীর ছবির পরিচালক, এখন কেমন আছেন?

Subhrajit Mitra Health Update: বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলা ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র। একাধিক টেস্টের পর শুক্রবার রাতে বাড়ি ফেরেন। এখন কেমন আছেন দেবী চৌধুরানীর পরিচালক?

Subhrajit Mitra Health Update: বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলা ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র। একাধিক টেস্টের পর শুক্রবার রাতে বাড়ি ফেরেন। এখন কেমন আছেন দেবী চৌধুরানীর পরিচালক?

author-image
Kasturi Kundu
New Update
এখন কেমন আছেন?

কেমন আছেন শুভ্রজিৎ ?

Subhrajit Mitra: বাংলা সিনেমার পরিচালক হিসেবে বেশ পরিচিত নাম। তিনি শুভ্রজিৎ মিত্র। তাঁর পরিচালনায় আসছে দেবী চৌধুরানী। শ্রাবন্তীকে সঙ্গে নিয়ে জোরকদমে চলছে সিনেমার প্রচার। তার মাঝেই ছন্দপতন। হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন দেবী চৌধুরানীর পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। হাসপাতালের বিছানা থেকেই হাতের স্যালাইনের চ্যানেলের ছবি ভাগ করে নিয়েছেন। সঙ্গে আবার এটাও বলেছেন, 'শীঘ্রই ফিরছি। ছবি এখনও বাকি আছে বন্ধু।' আচমকা কী হল শুভ্রজিতের? হাসপাতালে কেন? এখন কেমনই বা আছেন তিনি? এই সব প্রশ্নের উত্তর জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। 

Advertisment

তিনি জানান, অত্যাধিক কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন। রক্তচাপ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বেশ কয়েকটি টেস্ট করা হয়। হার্টের বিভিন্ন টেস্ট হয়েছে। এছাড়াও হয়েছে এমআরআই। শুক্রবার বাড়ি ফিরেছেন। এখন ভাল আছেন বলে জানিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। হাসপাতালে ভর্তি থাকাকালীন একাধিক ফোন আসছিল। যদিও সেগুলো সবই কাজের প্রয়োজনীয় ফোন। সেই সময় কথা বলার মতো শারীরিক পরিস্থিতি ছিল না বলেই সকলকে বিষয়টা জানানোর জন্যই হাসপাতাল থেকে ছবি পোস্ট করেছেন। শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী শুভ্রজিৎ।

Advertisment

প্রসঙ্গত, উপন্যাসের পাতা থেকে নেওয়া কাহিনি ও ঐতিহাসিক ঘটনাবলীর সংযোজনে ছবি তৈরি করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। তাঁর নির্দেশনায় তৈরি হয়েছে দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস থেকে সংগৃহীত দেবী চৌধুরানীর কাহিনি। গত বছরের নভেম্বরে শেষ হয়েছে সিনেমার শুটিং।  টলিউডের বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন শ্যুটিং পিছিয়ে গিয়েছিল। স্থগিত থাকা সেই শ্যুটিংয়ের কাজ শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এখন অপেক্ষা সিলভার স্ক্রিনে দেবী চৌধুরানী রূপে সম্পূর্ণ নয়া অবতারে শ্রাবন্তীকে দেখার। 

আরও পড়ুন:  ‘শ্যুটিং শেষে তৃপ্তি লাগছে’, দেবী চৌধুরানীর কাজ সেরে স্বস্তিতে সব্যসাচী

Subhrajit Mitra Devi Chowdhurani Bengali Film Bengali Film Industry Bengali Cinema Bengali Television Bengali News