/indian-express-bangla/media/media_files/2025/10/21/subrata-2025-10-21-13-43-49.png)
হঠাৎ কী হল তাঁর?
Subrata Guha Roy: টেলিভিশনের পর্দায় অনেক অভিনেতাই আছেন যারা খুব সহজেই সকলের মন জয় করেন। কেউ কেউ আছেন নিজের অভিনয়ের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত ক্ষেত্রেও বেশ ছাপ রেখে যান। সেরকমই একজন হলেন পরিণীতা ধারাবাহিকের দাদু অর্থাৎ সুব্রত গুহ রায়। তিনি সমাজ মাধ্যমেও বেশ সক্রিয়। নানা ধরণের পোস্ট করেন তিনি।
খেয়াল করলে দেখা যাবে সাধারণত মজাদার পোস্ট করতেই দেখা যায় তাঁকে। তবে, সকাল হতেই যা লিখলেন, তাতে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। ভীষণ মজাদার মানুষটা হাসপাতালে পৌঁছলেন কী করে? কি-ই বা হল তাঁর? হাসপাতালের বিছানায় শুয়েই তিনি একটি পোস্ট করেন। বর্তমানে তিনি পরিণীতা ধারাবাহিকেই অভিনয় করছেন। এর আগে তাঁকে দেখা গিয়েছিল, নিম ফুলের মধু ধারাবাহিকে।
Asrani Passed Away: শেষ সময়ে মোটেই ভাল ছিলেন না? বড় রহস্য ফাঁস করলেন আসরানির ম্যানেজার
সুব্রত বাবু সমাজ মাধ্যমে যা পোস্ট করেছেন, তাতে তিনি লিখলেন, "বন্ধুরা আপাতত কয়েকদিনের ছুটি… সুস্থ হয়ে ফিরে আবার কথা হবে… ভালো থাকবেন… সুস্থ থাকবেন….।" তাঁর এই পোস্ট দেখেই বেশিরভাগ মানুষ জানতে চেয়েছেন তিনি কেমন আছেন? বা কী হয়েছে তাঁর? অভিনেতার সহ-অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান..
ভয়ঙ্কর পেটে ব্যথা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুব্রত গুহ রায়। যদিও এখন ভাল আছেন, কিন্তু ট্রিট্মেন্ট চলছে। এবং চিকিৎসাধীন রয়েছেন তিনি। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তিনি।