Govardhan Asrani Death: 'দু সপ্তাহ আগেই তো', কেন মৃত্যুর কথা গোপন রাখতে চেয়েছিলেন? আসরানিকে শ্রদ্ধা অক্ষয়-অনুপমের

Govardhan Asrani Death: আসরানির হাস্যরস, অভিনয় দক্ষতা ও অনবদ্য চরিত্রায়ন ছাড়া ভারতীয় চলচ্চিত্র জগৎ কল্পনাযোগ্য নয়। পাঁচ দশক ধরে দর্শকদের আনন্দ দেওয়া এই কিংবদন্তি অভিনেতার স্মৃতি চিরকাল থাকবে।

Govardhan Asrani Death: আসরানির হাস্যরস, অভিনয় দক্ষতা ও অনবদ্য চরিত্রায়ন ছাড়া ভারতীয় চলচ্চিত্র জগৎ কল্পনাযোগ্য নয়। পাঁচ দশক ধরে দর্শকদের আনন্দ দেওয়া এই কিংবদন্তি অভিনেতার স্মৃতি চিরকাল থাকবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
asrani

কেন নিজের মৃত্যুর খবর গোপন করেন তিনি?

Govardhan Asrani Death: সোমবার বিকেলে ৮৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন, বলিউডের প্রিয় চরিত্র অভিনেতা গোবর্ধন আসরানি, যিনি সবার কাছে শুধুমাত্র ‘আসরানি’ নামে পরিচিত ছিলেন। তাঁর প্রয়াণ চলচ্চিত্র জগতে এবং ভক্তদের মধ্যে একটি গভীর শূন্যতা সৃষ্টি করেছে। দীর্ঘদিনের অসুস্থতার পর শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

Advertisment

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তাঁর শেষকৃত্য সোমবার গভীর রাতে সান্তাক্রুজ শ্মশানে ঘনিষ্ঠ পরিবারের এবং বন্ধুর উপস্থিতিতে সম্পন্ন হয়। তাঁর ইচ্ছা অনুযায়ী, অনুষ্ঠানটি গোপন রাখা হয় এবং মিডিয়ায় কোনও ঘোষণা করা হয়নি।

Roosha Chatterjee: আলোর উৎসবে নতুন আলো! মা হলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়

Advertisment

আসরানির ম্যানেজার বাবুভাই থিবা জানিয়েছেন, “তিনি কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। মৃত্যুর পর কোনও গোলমাল হোক, এটা চাইতেন না। তাঁর স্ত্রী মঞ্জু আসরানির অনুরোধে, শেষকৃত্যে শুধুমাত্র ঘনিষ্ঠ-জনদের উপস্থিতি ছিল। খবরটি পরে প্রকাশ করা হয়।”

শিল্পী এবং সহকর্মীরা তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। অক্ষয় কুমার লিখেছেন, “আসরানিজির প্রয়াণে আমি বাকরুদ্ধ। মাত্র এক সপ্তাহ আগে হাইওয়ানের শুটিংয়ে উষ্ণ আলিঙ্গন ভাগ করে নিয়েছিলাম। তিনি একজন সুন্দর মানুষ ছিলেন, এই কিংবদন্তির কমিক টাইমিং, আমাদের হৃদয়ে চিরকাল থাকবে। আমাদের শিল্পের এটি এক বিরাট ক্ষতি। ঈশ্বর আপনার মঙ্গল করুন, আসরানি স্যার। আমাদের হাসাতে লক্ষ লক্ষ কারণ দিয়েছেন আপনি। আপনি আমার সব ছবিতেই দারুণ কাজ করেছেন। ভুত বাংলা এবং হাইওান ছবিতেও। আপনি আমার কাছে থাকবেন সবসময়। ওম শান্তি।”

Narendra Modi-Asrani: শেষ হল এক অধ্যায়, আসরানির প্রয়াণে শোক জ্ঞাপন প্রধানমন্ত্রীর

অনুপম খেরও তাঁকে স্মরণ করে লিখেছেন, “প্রিয় আসরানি জি! আপনার উপস্থিতি বিশ্বকে আরও ভালো জায়গায় পৌঁছে দিয়েছিল, অন-স্ক্রিন এবং অফ-স্ক্রিন। আপনার হাস্যরস ও অভিনয় আমাদের সঙ্গে বেঁচে থাকবে। ওম শান্তি।”

গায়ক ও সুরকার আদনান সামি তাঁর মিউজিক ভিডিও ‘লিফট কারাড়ে’-তে আসরানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “তিনি এত প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে তাঁর ‘জেলর’ চরিত্রের প্রতিটি গেটআপ শোলে সিনেমার মূল নির্মাতাদের কাছ থেকে নেওয়া নিশ্চিত করেছিলেন- পরচুলি, গোঁফ ও ইউনিফর্ম সবই। তাঁর পেশাদারিত্ব সত্যিই অসাধারণ।”

Asrani Passed Away: শেষ সময়ে মোটেই ভাল ছিলেন না? বড় রহস্য ফাঁস করলেন আসরানির ম্যানেজার

আসরানির হাস্যরস, অভিনয় দক্ষতা ও অনবদ্য চরিত্রায়ন ছাড়া ভারতীয় চলচ্চিত্র জগৎ কল্পনাযোগ্য নয়। পাঁচ দশক ধরে দর্শকদের আনন্দ দেওয়া এই কিংবদন্তি অভিনেতার স্মৃতি চিরকাল থাকবে।

Govardhan Asrani Entertainment News Akshay Kumar